Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় রুপালী ব্যাংক শিওরকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদান শুরু করা হয়েছে। নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় রুপালী ব্যাংক শিওরকাশের মাধ্যমে প্রাথমিক উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম ২০১৭ সালের ১লা মে প্রধান মন্ত্রী শেখ হাসিনা রুপালী ব্যাংক শিওরকাশের মাধ্যমে উপবৃত্তির টাকা প্রদানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এর ধারা বাহিকতায় নওগাঁ সদর উপজেলায় আনুষ্ঠানিক উদ্ধোধনের মাধ্যমে এই কার্যক্র প্রতিটি উপজেলায় প্রদান করা হচ্ছে। রুপালী ব্যাংক শিওরকাশের রাজশাহী এরিয়া’র এরিয়া সেলস ম্যানেজার রাউফুর রহিম জানান দেশে প্রায় কোটি ৩০লক্ষ মায়েদের মোবাইলে রসাসরি বাচ্ছাদের উপবৃত্তির টাকা প্রদান করা হচ্ছে যা বিশ্বে ডিজিটালাইজেরশনের এক অনন্য নজির।


এছাড়া নওগাঁ সদর, মান্দা আত্রাই রানীনগর ও বদলগাছী উপজেলার ডিস্টিবিউটর সাকলাইন মাহমুদ রকি এই সরকারের ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করে বলেন আমার ৫টি উপজেলায় এই কার্যক্রম সঠিক ভাবে পরিচালনার জন্য মাঠ প্রর্যায়ে প্রায় ১৯/২০ জন ফিল্ড অফিসার ও কর্মী সব সময় তৎপর আছে।


অপরদিকে নওগাঁ জেলার টেরিটরি ম্যানেজার শহীদুল্লাহ আহম্মদ বলেন প্রাথমিক উপবৃত্তির টাকাউত্তোলন করতে শিশুদের অভিভাবকদের কোন প্রকার হয়রানি বাড়তি টাকার প্রয়োজন হয় না বা কোন টাকা কর্তন করা হয় না।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এক দিনমজুরের বাড়ী থেকে প্রায় দেড় কেজি ওজনের একটি পুতুল উদ্ধার করেছে রাণীনগর থানাপুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের খাগড়া গ্রামের দিনমজুর রতন ইসলাম ভুট্টু এলাকার হাটগাড়ী নামক খাসপুকুর থেকে মাটি কেটে একই গ্রামের মইদুল ইসলামের জমি ভরাট করার কাজ করছিলেন। মাটি কাটার সময় হঠাৎ করেই একটি পুতুল দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে যায়। দিনমজুর রতন ‘সোনার পুতুল’ পেয়েছে এমনটি জানাজানি হলে পুতুলটি দেখতে গ্রামের লোকজন তার বাড়িতে ভির জমায়। পুতুল ব্যাপারে থানাপুলিশকে খবর দিলে পুতুলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এব্যাপারে পুতুল উদ্ধারকারী কর্মকর্তা এসআই মাবুদুর রহমান জানান, পুতুলটি উদ্ধারের পর প্রাথমিক ভাবে স্থানীয় স্বর্ণকারের নিকট পরীক্ষা করা হলে, স্বর্ণকারের পরীক্ষায় এটি পিতলি পুতুল বলে জানা যায়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে থানাপুলিশের বিশেষ অভিযানে চুরি, মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান শুরু হয়। অভিযান চলার সময় উপজেলার রাজাপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে আসলাম সরদার (৪২), বিষœপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে নাজির উদ্দীন (৩০) কে মোট ৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। একই দিন পশ্চিম বালুভরা গ্রামের জাহান আলীর ছেলে কাজী আসলাম (৬০) কে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়। এছাড়া চলমান অভিযানে চুরির ঘটনায় জড়িত সন্দেহে পূর্ব বালূভরা গ্রামের এনামুল হকের স্ত্রী খাদিজা বিবি (২৪) ও একই গ্রামের মকবুল হোসেন (২০) কে আটক করা হয়।

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেনের নির্দেশক্রমে সারাদেশ ব্যাপী মাদক বিরোধী উদ্ধার অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ২৯-০৫-১৮ মঙ্গলবার জেলার সকল থানায় সকাল ১১ টা থেকে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ অভিযানের পরিপ্রেক্ষিতে মান্দা ও নিয়ামতপুর সার্কেল অফিসার হাফিজুল ইসলাম ও অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) নাজমুল হক এর নেতৃতে ও সার্বিক সহযোগীতায় নিয়ামতপুরে বিপুল পরিমান চোলাই মদ সহ ৫ (পাঁচ) জনকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।এ বিষয়ে নিয়ামতপুর মান্দা সার্কেল অফিসার হাফিজুল ইসলাম জানিয়েছেন মাদকের সাথে কোন আপোষ নয়।তিনি আরোও বলেন মাদক নির্মুলে জোরালো ভূমিকা সহ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মাদক বিরোধী অভিযানে ৯জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার দুপুরে পতœীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক জুবায়েরের নেতৃত্বে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.ছানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে উপজেলার খয়েরবাড়ী গ্রামের মৃত মোফাজ্জলের ছেলে মাদক ব্যবসায়ী শামসুল (৬০),ইমামুদ্দিন মন্ডলের ছেলে মাদকসেবনকারী আব্দুর রশিদ, দাদনপুরের মৃত আছিরের ছেলে মমিন (৩৫), সমরা পাহানের ছেলে অমল চন্দ্র পাহান (২৮), বাখরপুর গ্রামের আয়েজ কবিরাজের ছেলে কবিরাজ আব্দুল হাকিম (৩০), ফার্শিপাড়া গ্রামের বয়েন উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩০), উত্তর চকরহমত গ্রামের তছির উদ্দিনের ছেলে ইয়াকুব আলী (৫৫), কালুপাড়া গ্রামের আব্দুর গফুরের ছেলে মো. আমিনুল ইসলাম (৩৫),পৌর সদরের আমাইতাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাসেল (২০) কে পুলিশ আটক করে। আটককৃদের কাছ থেকে হেরোইন, ইয়াবা,গাজাসহ বিভিন্ন প্রকার মাদক আটক করা হয়। এলাকাবাসী এ অভিযানকে স্বাগত জানিয়ে তা অব্যহত রাখার জন্য সংশ্লিষ্ট মহলকে অনুরোধ জানিয়েছেন।

লেখক :হাসেম আলী, শিক্ষার্থী, গড়েয়া ফাযিল মাদ্রাসা, ঠাকুরগাঁও।


সিয়াম পালনের মাধ্যমে যেমন আল্লাহর নির্দেশ মানা হয়, অন্য দিকে মানব জীবনের সামাজিক ক্ষেএেও এর প্রভাব কম নয়। সিয়াম পালনের মাধ্যমে সমাজে পরস্পরের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি সৃষ্টি হয়। ফলশ্রুতিতে সমাজে অনাবিল শান্তির হাওয়া বয়। ইসলামি জীবন ব্যবস্থায় গরিব দুঃখী মানুষকে লালন পালনের শিক্ষা প্রদান করা হয়েছে। উদর পূর্তি থাকলে অন্যর ক্ষুধার জ্বালা সম্পর্কে অনুভব করা যায় না। পানির পিপাসা না থাকলে অন্যের পিপাসা অনুভব করা যায় না। এভাবে রোযা পালনের মাধ্যমে একজন সম্পদশালী, দুঃখী মানুষের ক্ষুধার যন্ত্রনা অনুধাবন করে দুঃখী মানুষের প্রতি সহানুভূতি ও ভ্রাতৃতবোধ জাগ্রত হয়। সেই লক্ষে ইসলামি ভাবধারায় দুঃখীজনকে খাদ্য খাওয়ানো উওম বলা হয়েছে।


এ প্রসঙ্গে হাদীস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) থেকে বর্ণিত,, এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিঙ্গাসা করল, ইয়া রাসূলল্লাহ কোন ইসলাম উওম? তিনি বললেন : তুমি অন্যকে খানা খাওয়াবে এবং তোমার পরিচিত ও অপরিচিত সকলকে সালাম দিবে। (সুনানু ইবনে মাজাহ :৩২৫৩)।


অন্য বর্ননায় এসেছে রাসূল (সঃ) বলেছেন :সালামের ব্যাপক প্রসার কর, অন্যকে খাদ্য খাওয়াও এবং ভাই ভাই হয়ে যাও, যেমন মহান আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন। (সুনানু ইবনে মাজাহ :৩২৫২)।


মাওসেতুং ছিল চীনের মহান নেতা। চীনের সমাজিক পরিস্হিতি তাকে ভাবিয়ে তুলল। তিনি ভাষন প্রদান কালে বলতেন নিজের খাবারের মধ্য প্রতিবেশী ও সামনে উপস্হিত ব্যক্তিকেও শামিল করে নাও। নিজে ক্ষুধার্ত থেকে অন্যের ক্ষুধার জ্বালা অনুভব কর। এই নির্দেশনা বস্তুুত মাওসেতু এর নয় বরং বহু পূর্বেই সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম আমাদেরকে এগুলি শিক্ষা দিয়েছে। ইসলাম তার যাবতীয় হুকুমের মধ্য বান্দাহর কল্যানের প্রতি লক্ষ্য রাখা হয়েছে। কোন ব্যাপারে মানুষকে অযথা কষ্ট ও সংকীর্নতার সম্মুখীন করা হয়নি। এরই ধারাবাহিকতায় সিয়াম সাধনায় একটু কষ্ট হলেও তাতে রয়েছে বহুবিধ কল্যান ও উপকারিতা।


এই মর্মে আল্লাহ তায়ালা পবিএ কুরআন এরশাদ করেন, গননার কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্য, যে অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোযা পূরণ করে নিতে হবে। আর এটি যাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়, তারা এর পরিবর্তে একজন মিসকিনের খাদ্যদান করবে। যে ব্যাক্তি খুশির সাথে সৎকর্ম করে তা তার জন্য কল্যানকর করা হয়। আর যদি রোযা রাখ, তবে তোমাদের জন্য বিশেষ কল্যানকর যদি তোমরা তা বুঝতে পার। (সূরা বাক্বারাহ:১৮৪)।


রোজা পালনের বহুবিদ উপকারিতা ও কল্যাণ সাধিত হয়। এর মধ্যে মানসিক ও দৈহিক উপকারীতাকে সর্বাগ্রে বিবেচনা করা হয়। সিয়াম সাধনার মাধ্যমে মানসিকতার বিকাশ সাধিত হয়। সিয়াম পালনকারীর চিন্তা চেতনা এবং অনুভূতিককে মহান আল্লাহর সার্বভৌমত্বের স্বীকারোক্তি ও অঙ্গীকার সুদৃঢ় করার মাধ্যমে ব্যক্তি নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়। এ ছাড়াও আধুনিক চিকিৎসা বিজ্ঞানও স্বীকৃতি দিয়েছে রোজা মনস্তাত্তিক ও মস্তিষ্কের রোগ নির্মূল করে দেয়।


সিগমন্ড নারায়াড একজন বিখ্যাত মনোবিজ্ঞানী। তাঁর থিউরি মনোরোগ বিশেষজ্ঞগনের জন্য পথিকৃৎ। তিনি অভুক্ত থাকা ও রোজা রাখার পক্ষপাতি ছিলেন। তিনি বলেন রোজা মনস্তাত্ত্বিক ও মস্তিষ্কের রোগ নির্মূল করে দেয়। মানবদেহে আবর্তন বিবর্তন আছে। কিন্তু রোজাদার ব্যক্তির শরীর বারংবার বাহ্যিক চাপ গ্রহণ করার ক্ষমতা অর্জন করে।রোযাদার ব্যক্তির দৈহিক খিঁচুনি এবং মানসিক অস্থিরতা এর মুখোমুখি হয় না।


(সুন্নতে রাসুল সাঃ ও আধুনিক বিজ্ঞান) সিয়াম শুধু সামাজিক মানসিক উন্নতি সাধন করে তা নয় বরং রোযা দেহের সুস্থতার ও সহায়ক।


এ প্রসঙ্গে হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত,, রাসুলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ কারেন,, রোযা রাখ সুস্থ থাকবে। (তিবরানী)।


দেহের আরোগ্য লাভের যতগুলো প্রতিকার ও প্রতিষেধক আছে তার মধ্যে সবচেয়ে ফলপ্রসূ প্রতিকার হল রমজান মাসের রোযা।এ ব্যাপারে গান্ধিজির ক্ষুধার্ত থাকার বিষয়টি খুব প্রসিদ্ধ। জনাব ফিরোজ রাজ গাঁন্ধিজির জীবনী গ্রন্থে লিখেছেন তিনি ছিলেন রোযা রাখার পক্ষপাতি। তিনি বলতেন মানুষ খেয়ে খেয়ে নিজের শরীরকে অলস বানিয়ে ফেলে। এই অলস না জগতবাসীর আর না মহারাজের। যদি তোমরা শরীরকে সতেজ ও সচল রাখতে চাও তাহলে শরীরকে দাও তাঁর নূন্যতম আহার আর পূর্নদিবস রোজা রাখ। সন্ধ্যাবেলা বকরির দুগ্ধদ্বারা রোযা খোল। (দাস্তানে গাঁন্ধি বিশেষ সংখ্যা) অনেকেই প্রকৃত গবেষণা না চালিয়ে বিশ্বাস করেন যদি তাঁরা এক দিন উপবাস থাকে তাঁরা সহজে রোগাক্রান্ত হয়।অথচ একাদশ শতাব্দীর বিখ্যাত মুসলিম চিকিৎসক ইবনে সিনা তাঁর রোগীদের তিন সপ্তাহের জন্য উপবাস পালনের বিধান দিতেন।বৎসরে এক মাস সিয়াম পালনের ফলে শরীরের অনেক অঙ্গ পতঙ্গের বিশ্রাম ঘটে।এতে করে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ কর্মক্ষম হয়ে ওঠে। যেমন পূর্নএকমাস রোযার ফলে জিহ্বা ও লালা গ্রন্তিসমূহ বিশ্রাম পায়। তাতে এইগুলি সতেজ হয়ে উঠে। সিয়াম পাকস্থলী ও পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিয়ে থাকে। ফলে এগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায়। মোটা মানুষের স্থূলতা কমিয়ে আনতে সিয়াম সাহায্য করে এবং মাত্রা অতিরিক্ত ওজন কমিয়ে এনে অনেক রোগ বালাই থেকে হেফাজত করে। এভাবেই সিয়াম মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের উপর অনবদ্য অবদান রেখে মানব জীবনকে সমৃদ্ধময় করে গড়ে তুলতে সক্ষম হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget