Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

গাইবান্ধা: গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সোমবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।


অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির মোছা. রোখছানা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো. শফিকুল ইসলাম, ইউএনডিপির অর্পনা ঘোষ ও মহসিনুল আবেদীন, প্রকল্পের জেলা সমন্বয়কারি সাঈদ আহমেদ প্রমুখ। এছাড়া সাংবাদিকদের মধ্যে উন্মুক্ত আলোচনায় অংশ নেন আবু জাফর সাবু, গোবিন্দলাল দাস, দীপক কুমার পাল, আবেদুর রহমান স্বপন, সিদ্দিক আলম দয়াল, সরকার শহিদুজ্জামান, আফরোজা লুনা, শামিম উল হক শাহীন, হারুন অর রশিদ বাদল, এসএম বিপ¬ব প্রমুখ।


উলে¬খ্য, জেলার সাদুল্যাপুর উপজেলায় ১১টি, গোবিন্দগঞ্জের ১৭টি, সুন্দরগঞ্জের ১৫টি এবং পলাশবাড়ির ৯টিসহ জেলার ৫২টি ইউনিয়নে প্রকল্পের আওতায় গ্রাম আদালত পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এছাড়াও প্রকল্প বহির্ভূত ১০টি ইউনিয়নেও সরকারি তত্ত্বাবধানে যথারীতি গ্রাম আদালতে বিচার ব্যবস্থা চালু রয়েছে।


প্রসঙ্গত উলে¬খ্য যে, পরামর্শ সভায় প্রদত্ত এক তথ্যে উলে¬খ করা হয়, প্রকল্প চালু করার পর থেকেই চলতি ২০১৮ সালের ফেব্র“য়ারি মাস পর্যন্ত সরাসরি ইউনিয়ন পরিষদে ২৭ হাজার ৩শ ৬৬টি মামলা গ্রাম আদালতে বিচারের জন্য দায়ের করা হয়েছে। এরমধ্যে উচ্চ আদালত থেকে প্রেরণ করা হয়েছে ২ হাজার ২শ ১০টি মামলা। জুন পর্যন্ত ২০১৭ পর্যন্ত গ্রাম আদালতগুলোতে নিষ্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে ২ হাজার ৬শ ৮৮টি। এতে ১৭ কোটি ৬ লাখ টাকা ক্ষতিপূরণও আদায় করা হয়েছে।

নাটোর : নাটোরের বড়াইগ্রামের কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং নামে যৌন সন্ত্রাস ও মাদক বন্ধের দাবিতে র‌্যালী ও মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টা ব্যাপী শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াসিন আলী সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক ইসরাফিল হক, সহকারী শিক্ষক মহসিন আলীসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

উল্লেখ্য, গত ১ মে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১০ ছাত্রীকে স্থানীয় কিছু বখাটেরা ইভটিজ করে। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ সহ বড়াইগ্রাম থানায় পৃথক লিখিত অভিযোগও দেয়া হয়। মানববন্ধনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

ঠাকুরগাঁও: বকেয়া ভাতা প্রাপ্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা মানববন্ধন ও অবস্থান কর্মসুচি পালন করেছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়া গ্রামীণ ব্যাংক জোনাল অফিসের সামনে ঘন্টাব্যাপি এ কর্মসুচি পালন করা হয়।


এসময় ঠাকুরগাঁও গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে এ দাবি করে আসছি। অর্থ মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বকেয়া বেতন, চিকিৎসাভাতা, উৎসবভাতা, বৈশাখীভাতা প্রদানে মাননীয় প্রধাণমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।


কর্মসুচিতে মজিবর রহমানের সভাপতিত্বে অর্ধশতাধিক গ্রামীন ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘৮ মে সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের শুনানি হবে। সেদিন জামিন হলেও ওনার মুক্ত হওয়ার সম্ভাবনা নেই। কারণ অন্য এক বিচারক তাকে শুনানির জন্য তারিখ দিয়েছে ১৫ মে। অর্থাৎ ১৫ মে’র আগে তার জামিন হবে না।’


‘খালেদা জিয়াকে দেশের মানুষ মা সম্বোধন করে’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার (খালেদা জিয়া) জন্য লাখো কোটি মানুষ জীবন দিতেও প্রস্তুত। কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। এতে মানুষ খুশি হয়েছে। আমাদের শক্ত আন্দোলন করতে বলছে। পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবার সহযোগিতা চাই।’


আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির প্রয়াত নেতা অ্যাডভোকেট আব্দুল মোবিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলটির পক্ষ থেকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দলের চেয়ারম্যান আবু তাহের এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে এনডিপি মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।


নজরুল ইসলাম খান বলেন, ‘আগামীকাল (৮ মে) তার (খালেদা জিয়ার) জামিনের শুনানি আছে। কিন্তু মঙ্গলবার যদি সুপ্রিম কোর্ট তার জামি বহাল রাখেনও তাহলেও অন্য মামলায় শোন অ্যারেস্টের কারণে তিনি মুক্ত হতে পারবেন না।’


তিনি বলেন, ‘এই সরকার নানা কৌশলে খালেদা জিয়াকে জেলে আটকে রাখার চেষ্টা করতে পারে। আমরা একটা শোন অ্যারেস্টের জামিন করালাম, সরকার সরকার চাইলে তাকে আরেক মামলায় শোন অ্যারেস্ট দেখাতে পারে। কারণ কুমিল্লার বিচারক খালেদা জিয়ার শুনানির আবেদনের পরবর্তী তারিখ দিয়েছেন ১৫ মে। হাইকোর্ট জামিন দিলে সুপ্রিম কোর্ট আটকে দেয়; অর্থাৎ সরকার চায় না বেগম খালেদা জিয়া মুক্ত হোক।’


তিনি বলেন, ‘সারা দেশে লক্ষ কোটি মানুষ খালেদা জিয়াকে শ্রদ্ধা করে আজ ‘মা’ বলে সম্বোধন করেন। ‘মা’ সম্বোধন করে শ্লোগান হয়। মায়ের জন্য এদেশের লক্ষ্য কোটি মানুষ জীবন দিতে প্রস্তুত।’
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত হওয়ায় আওয়ামী লীগ ও নির্বাচন কমিশনের সমালোচনা করেন বিএনপির এই নেতা।


তিনি বলেন, ‘গাজীপুর সিটি কর্পোরেশন আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত একই সূত্রে গাঁথা। তারা জাতীয় নির্বাচন নিয়ে এখন একই ধরনের দোতারা বাজাচ্ছে। সরকারি দলের যিনি প্রধান তিনিই স্বীকার করেছেন যে ২০১৪ সালের নির্বাচন প্রশ্নবোধক ছিল।’


নির্বাচন কমিশনে বিএনপির আবেদনের ফল পেতে দীর্ঘ সূত্রিতার অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা অভিযোগ করলে তার তদন্ত হতে নির্বাচন শেষ হয়ে যায়, আর আওয়ামী লীগ করলে সঙ্গে সঙ্গে ফল পেয়ে যায়।’


ইসলামিক পার্টির প্রয়াত চেয়ারম্যান আব্দুল মোবিন অত্যন্ত সৌভাগ্যবান এমন মন্তব্য করে ২০ দলীয় জোটের সমন্বয়কারী বলেন, খালেদা জিয়া তাকে পছন্দ করতেন। তার সঙ্গে অনেক রাজনৈতিক বিষয়ে নিয়ে আলোচনা করেছেন।a

আব্দুর রউফ রিপন, নওগাঁ: গুড়নই একটি অজোপাড়া গ্রামের নাম। গ্রামটি নওগাঁ জেলার মৎস্য এলাকা নামে পরিচিত আত্রাই উপজেলার একটি প্রত্যন্ত অবহেলিত গ্রাম। এই গ্রামেরই একটি দিনমজুর পরিবারে জন্ম জীবন যুদ্ধের সফল মেয়ে মোছা: আর্জিনা আক্তারের। বাড়ির মধ্যে প্রবেশ করলেই চোখে পড়বে মেয়েরা কাজ করছে নানা নকশার পোষাক। কেউ তৈরি করছে বিয়ের শেরোয়ানী, কেউ তৈরি করছে পাঞ্জাবী আবার কেউ তৈরি করছে শাড়ী। মনকাড়ানো নকশায় তৈরি এই সব পোষাক সহজেই মনকাড়বে সবার।
৬ বোন ও ১ ভাইয়ের মোট ৮জনের বিশাল এই পরিবারে একমাত্র আশা-ভরশা এই আর্জিনা। আর্জিনার পরিবারে এক সময় অভাব-অনটন লেগেই থাকতো। এই বিশাল পরিবারের প্রয়োজন মেটাতে প্রতিনিয়তই হিমশিম খেতে হতো আর্জিনার বাবা দিনমজুর আজিজ সরদার ও মা গৃহিণী মোছা: তনুজা বেগমকে।
আর্জিনা পরিবারের বড় মেয়ে তাই পরিবারের দায়ভারটা তারই বেশি। পড়ালেখা করে অনেক বড় হবার ইচ্ছে আর্জিনার থাকলেও পরিবারের অভাব-অনটন সেই ইচ্ছেটাকে আর পাখা মেলতে দেয়নি। আর্জিনার নানার বাড়ি ভারতের কলকাতা অঙ্গরাজ্যের হাওরা জেলায়। মাঝে মধ্যে মায়ের সঙ্গে নানা বাড়ি যেতো আর্জিনা। আর্জিনার নানার বাড়ির অনেক সদস্যরাই এই হস্ত শিল্পের প্রশিক্ষণ নিয়ে এই হস্ত শিল্পের কাজ করতো। অবশেষে পরিবারের সবার কথা ভেবে ও নিজেই কিছু একটা করার প্রয়াশ থেকেই আর্জিনাও তার নানার বাড়িতে গিয়ে দীর্ঘ ৫বছর যাবত এই হস্ত শিল্পের কাজের প্রশিক্ষণ গ্রহণ করে। আর্জিনা তার বোনদেরও এই প্রশিক্ষণ নিতে উৎসাহিত করে। অজোপাড়া গ্রামের সফল মেয়ে আর্জিনা
আর্জিনা নিজের গরীব দিনমজুর পিতার পরিবারের দুর্দশা ও অভাব-অনটন দুর করে সবার মুখে হাসি ফুটাবে বলে ঠিক করে সেও নানার বাড়িতে গিয়ে এই হস্ত শিল্পের প্রশিক্ষণ গ্রহণ করে নিজের বাড়িতে ফিরে শুরু করে এই হস্ত শিল্পের কাজ। এই কাজ করে আজ তারা আর্থিক ভাবে স্বাবলম্বী। বর্তমানে আর্জিনার নিজের বাড়িতে গড়ে তুলেছে ছোটখাটো বøক, বুটিক ও কাট পিসের পোষাক তৈরির কারখানা। আর এরপর থেকে পিছু ফিরে তাকাতে হয়নি আর্জিনার। আজ আর্জিনা আর্থিক ভাবে যেমন স্বাবলম্বী হয়েছে ঠিক স্বাবলম্বী হয়েছে তার কারখানায় কাজ করা আরও ৩০জন গ্রামীণ গৃহবধূ ও এলাকার স্কুল ও কলেজে পড়া মেয়েরা। আর্জিনার কারখানায় তৈরি হওয়া মনকাড়ানো নকশার পোষাকগুলো চালান হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।
বর্তমানে আর্জিনার হস্ত শিল্পের কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় ৩০ জন বেকার গ্রামীণ গৃহবধূ ও গ্রামের শিক্ষিত মেয়েদের। গ্রামীণ গৃহবধূরা তাদের পরিবারের কাজের ফাকে ও স্কুল ও কলেজে পড়ুয়া বেকার শিক্ষিত মেয়েরা পড়ালেখার পাশাপাশি আর্জিনার হস্ত শিল্পের কারখানায় কাজ করে নিজের পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করাসহ নিজেদের প্রয়োজন পূরন করতে পারছে। আজ আর্জিনার এই হস্ত শিল্পের কারখানায় তৈরি করা বøক, বুটিক ও কাট পিসের পোষাক চালান হচ্ছে দেশের বিভিন্ন বড় বড় শহরে। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে এই কারখানা আরও বড় পরিসরে বিস্তার লাভ ও ভবিষ্যতে বিদেশেও এই পণ্যগুলো চালান করতে চায় আর্জিনা। অজোপাড়া গ্রামের সফল মেয়ে আর্জিনা
সফল মেয়ে আর্জিনা বলেন, পরিবারের অভাব-অনটন দূর করতেই মায়ের ইচ্ছেই আমি হস্ত শিল্পের এই কাজ শিখেছি। বর্তমান সময়ে এই শিল্পগুলো বেশির ভাগই শহরে গড়ে উঠছে। কিন্তু আমার ইচ্ছে গ্রামের বেকার মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। নিজের পরিবারের অভাব-অনটনের কথা ও নিজেই একটা কিছু করবো এই প্রত্যয় থেকেই এই কাজ শুরু করা। মানুষ ইচ্ছে করলেই সফলতার দূয়ারে পৌছাতে পারে।
তিনি আরও বলেন আজ আমার সঙ্গে আমার গ্রামের অনেক বেকার গৃহিণী ও বেকার শিক্ষার্থীদের অভাব-অনটন দূর হয়েছে। আজ তারা নিজের কাজ শেষ করে আমার কারখানায় কাজ করে মাসে হাজার হাজার টাকা বাড়তি আয় করছে। আজ আমার সংসারে শত অভাব-অনটন দূর হয়ে ফিরে এসেছে আর্থিক স্বচ্ছলতা। আজ আমার কাজের সব খরচ বাদ দিয়ে মাসিক আয় প্রায় ৩০-৩৫ হাজার টাকা। তবে আমার ইচ্ছে এই কাজকে আরও বিস্তার করে অনেক দুর এগিয়ে যাওয়া। তবে আর্থিক সহায়তা ও উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আমি আমার কারখানায় উৎপাদিত পন্যগুলোকে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করতে চাই। এই শিল্পটাকে নিয়ে আমার চিন্তাধারা সুদূরপ্রসারী। আর্জিনা আরও বলেন দুই ঈদ, পহেলা বৈশাখে কাজের চাপ ানেক বেশি থাকে এবং ব্যবসাও অনেক ভালো হয়।
কারখানায় কাজ করতে আসা একই গ্রামের স্কুল ও কলেজ পড়–য়া মোছা: লাভলী আক্তার, রোকেয়া খাতুন, বুলবুলি আক্তারসহ অনেকেই বলেন আমরা লেখাপড়ার পাশাপাশি এখানে এসে হস্ত শিল্পের কাজ করি। আমাদের মধ্যে কেউ কেউ মাসে ৩হাজার, কেউ ৫হাজার আবার কেউ ১০হাজার টাকা আয় করে। এতে করে আমাদের আর বই, খাতা কিনতে পরিবারের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হয় না বরং আমাদের নিজের প্রয়োজন মিটিয়ে আমরাই আরও আমাদের পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করতে পারছি। নিজের পরিবারকে সহায়তা করতে পারায় আমাদের খুবই ভালো লাগে।
গৃহবধূ মোছা: লায়লা বেগম, কুলছুম বেওয়াসহ আরও অনেকেই বলেন, এক সময় আমাদের পরিবারে অভাব-অনটন লেগেই থাকতো। স্বামীর একার আয়ে সংসার চালাতে আমাদের খুব কষ্ট হতো। কিন্তু বর্তমানে আমরা নিজের সংসারের কাজ করে অবসর সময়ে আর্জিনার এই হস্ত শিল্পের কারখানায় কাজ করে মাসে আয় ভালোই হয়। এতে করে স্বামীর পাশাপাশি আমরাও এখন সংসারে আর্থিক সহায়তা করতে পারছি। সন্তানদের পড়ালেখার খরচ ও অন্যান্য প্রয়োজন মেটানোর জন্য আর স্বামীর কাছ থেকে টাকা চেয়ে নিতে হয় না।
আর্জিনার মা মোছা: তনুজা বেগম বলেন পরিবারের অভাব-অনটনের কথা ভেবে বাবার বাড়িতে গিয়ে আমি আমার মেয়েদের এই প্রশিক্ষণ নিতে উৎসাহিত করেছি। আজ আমিও মেয়ের পাশাপাশি এই হস্ত শিল্পের কাজ করি। এতে করে আমার সংসারের অভাব-অনটন দূর হয়েছে। মেয়েকে সার্বিক সহযোগিতা করাই আমার প্রধান কাজ। মেয়ে বাহিরে গেলে আমিই কারখানার সব কিছু দেখাশোনা করি।
অগ্রণী ব্যাংক লিমিটেডের আহসানগঞ্জ শাখার ব্যবস্থাপক মো: মনিরুজ্জামান খান বলেন, আর্জিনা আমাদের সমাজের এক অনন্য দৃষ্টান্তর। সে আমাদের অনেকেরই অনুপ্রেরণার উৎস। আমি নির্বাহী কর্মকর্তার পরামর্শক্রমে আর্জিনার হস্ত শিল্প কারখানা পরিদর্শন করেছি। বাংলাদেশ ব্যাংকের অধিভুক্ত সরকারি ব্যাংকগুলো ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে নানা সুবিধার যে ব্যবস্থা করেছে তার সম্পনটাই আমরা আর্জিনাকে দিবো। আর্জিনাকে আরও এগিয়ে নিতে আমাদের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা আর্জিনার পাশে সব সময় থাকবে।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোখলেছুর রহমান বলেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়ে আর্জিনা। দেশের হাজার হাজার অজোপাড়া গ্রামের মাঝে আর্জিনার মতো শত শত মেধা লুকিয়ে আছে। আমাদের উচিত এই সব মেধাকে খুজে বের করে আনা এবং তার মূল্যায়নের সঠিক পরিবেশ তৈরি করে দেওয়া। তবেই এই মেধাবী মুখগুলোই একদিন বিশ্বের কাছে বাংলাদেশকে আরও বেশি করে আলোকিত করবে। তার এই উদ্যোগ নি:সন্দেহে প্রশাংসার দাবীদার। মানুষ যখন সম্পন্ন ভাবে শহরমুখি তখন গ্রামে এই রকম হস্ত শিল্পের কারখানা স্থাপন করে সেখানে আরও বেকার মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সত্যিই এক বিস্ময়। আমি নিজে গিয়ে আর্জিনার এই হস্ত শিল্প কারখানা ও কাজগুলো দেখেছি। সরকারের পক্ষ থেকে আমি তাকে সার্বিক সহযোগিতা করবো।

যৌথ প্রযোজনার একটি সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ছবিটির নাম ‘মাস্ক’। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি পরিচালনা করছেন রাজীব বিশ্বাস। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

সর্বশেষ থাইল্যান্ডে ছবিটির একটি গানের শুটিং শেষ হয়েছে। গানে শাকিব খানের সঙ্গে অংশ নেয় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত। মাঝে অনেক দিন ছবিটির শুটিং বন্ধ ছিলো। শাকিব খান ব্যস্ত হয়ে পড়েছিলেন তার অন্য সিনেমা নিয়ে। নতুন খবর হল আবারও শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং। এই সিনেমার শুটিং করেতে আবারও কলকাতায় ছুটছেন শাকিব খান। ছবিটির শুটিং শেষ করে দেশে ফিরেই নিজের প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবির শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।

এই বিষয়ে শাকিব খান বলেন, ‘মাস্ক’ ছবির শুটিং শুরু করবো। এই ছবির শুটিংয়ের জন্য আজ (৭ মে) কলকাতায় যাচ্ছি। টানা ১০ দিন অথবা তারও বেশি দিন শুটিং করতে হবে। ‘ক্যাপ্টেন খান’ আর ‘সুপার হিরো’ ছবির কিছু কাজ ছিল। ১ মে ঢাকায় ফিরে সেগুলোর কাজ করছি। আগামী অক্টোবরে তো আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের দ্বিতীয় ছবি ‘প্রিয়তমা’র কাজ শুরুর ইচ্ছা আছে। ছবিটি পরের বছরের শুরুতে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। এর মধ্যে আরেকটা ছবির পরিকল্পনাও চলছে।’

এই মুহূর্তে ঢালিউডের শাকিব খান একক আর যৌথ দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন। মূলত ‘শিকারী’ ছবি দিয়ে যৌথ প্রযোজনায় যাত্রা শুরু শাকিব খানের। আর সবশেষে ‘নবাব’ দিয়ে দুই বাংলায় নিজের রাজত্ব ঘোষণা করেছেন তিনি।

সর্বশেষ কলকাতায় ও বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘চালবাজ’ সিনেমাটি। কলকাতায় আগে ও পরে সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পায় ছবি। আসছে ঈদেও শাকিব খান অভিনীত কয়েকটি ছবি আছে মুক্তি অপেক্ষায়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget