নওগাঁর ধামইরহাটে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরহীর মৃত্যু
আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় মনছুর রহমান (২৬) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছেন। রোববার সকালে উপজেলার চুন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনছুর ধামইরহাট উপজেলার উত্তর দূর্গাপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, চুন্ডিপুর মোড়ে বিপরিদ দিক থেকে আসা একটি ভটভটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে মোটরসাইকেলের আরোহী মনছুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অবগত করে নাই। তাই এবিষয়ে কিছুই বলা যাচ্ছে না বলে জানান তিনি।