Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রংপুর পীরগঞ্জ: রংপুররে পীরগঞ্জ উপজলোর করতোয়া নদীর কাঁচদহ ঘাটরে পানরি নচিে থাকা ট্যাংকটি অবশষেে উদ্ধার করা হয়ছে। শুক্রবার দনিভর চষ্টো চালয়িে রাত সাড়ে ১১টার দকিে ট্যাংকটি পানরি নচি থকেে তুলে আনা হয়।

এর আগে গত ২৭ এপ্রলি স্যালোমশেনি দয়িে বালি উত্তোলন করতে গয়িে এর সন্ধান পান স্থানীয়রা। খবর পয়েে ওইদনি বকিলেে রংপুররে জলো প্রশাসক এনামুল হাববি উপজলোর টুকুরয়িা ইউনয়িনরে দুধয়িাবাড়ী গ্রামে ঘটনাস্থল পরর্দিশন করে ট্যাংকটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণরে কথা জানান।উদ্ধার হলো মত্রিবাহনিীর সইে ট্যাংক

কাঁচদহ গ্রামরে বাসন্দিা মৃত আব্দুল লতবি ময়িার ছলেে আলতাব হোমনে (৭৫) ও রংপুররে মঠিাপুকুর উপজলোর নধিরিামপুর গ্রামরে মৃত নজমুল হোসনেরে ছলেে শাখাওয়াত হোসনে জানান, মুক্তযিুদ্ধরে সময় ভারতীয় মত্রিবাহনিী অনকেগুলো ট্যাংক নয়িে করতোয়া নদী পার হয়ে রংপুররে পীরগঞ্জরে দকিে যাওয়ার সময় এখানে কাদা আর চোরাবালতিে আটকে যায় এই ট্যাংকট।ি এ ঘটনা ঘটে দুপুররে দকি।ে সসেময় তারা এটি উদ্ধারে যতই চষ্টো চালায়, ততই ট্যাংকটি ডবেে যায়। দনিভর চষ্টো করে সফল না হওয়ায় চলে যান তারা। দশে স্বাধীন হওয়ার ৪-৫ বছর পর এটি জগেে উঠলে বগুড়ার কছিু লোক এসে অনকে যন্ত্রাংশ কটেে কটেে নয়িে গছে।ে এরপর গত ১২ থকেে ১৪ বছর আগে আবারও জগেে ওঠে ট্যাংকট।ি তখনও এর যন্ত্রাংশ অনকেইে কটেে নয়িে গছে। মূলত তখন এটি উদ্ধার বা সংরক্ষণে পদক্ষপে গ্রহণ করা হলে এটি হয়তো অক্ষত থাকতো। কন্তিু এবার যখন জগেে উঠছেে তখন টনক নড়ছেে সবার। কন্তিু ততক্ষণে অনকে কছিুই নইে।

এদকিে শনবিার ট্যাংকটরি উদ্ধার খবর পয়েে উৎসুক শত শত মানুষ সটেি দখোর জন্য ওই এলাকায় ভড়ি করতে থাকনে।
উপজলো মুক্তযিোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মণ্ডল বলনে, আমরা যুদ্ধরে সময় ট্যাংকটি উদ্ধাররে চষ্টো করছে।ি কন্তিু সম্ভব হয়ন।ি

পীরগঞ্জ উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) কমল কুমার ঘোষ জানান, জলো প্রশাসকরে নর্দিশেে ট্যাংকটরি অংশ বশিষে উদ্ধার করা হয়ছে।ে মুক্তযিুদ্ধরে এ স্মৃতি সংরক্ষণে প্রশাসনরে পক্ষ থকেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।

বগুড়া, ধুনট: বগুড়ার ধুনটে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাইফা আক্তার রোজা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার ঈশ্বরঘাট গ্রামে এঘটনা ঘটে। নিহত নাইফা আক্তার রোজা বেলকুচি গ্রামের রকি ফকিরের মেয়ে।

জানা যায়, নাইফা আক্তার রোজা তার মায়ের সঙ্গে কয়েক দিন আগে ঈশ্বরঘাট গ্রামে নানা বাদশা প্রামানিকের বাড়িতে বেড়াতে যায়। শনিবার সে নানার বাড়ির পুকুর পাড়ে খেলা করছিল। এ সময় অসাবধানতাবসত সে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেড় কেজি হেরোইনসহ ইউসুফ আলী কালু (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মাদারপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব। আটক ইউসুফ আলী কালু ওই গ্রামের হেমাজ আলীর ছেলে।

র‌্যাবের ভাষ্য, আটক ইউসুফ আলী কালু মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ওই যুবক। এ নিয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, দুপুরে ইউসুফ আলী কালুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ রাজশাহীর একটি দল। এ সময় ১৫ প্যাকেটে এক কেজি ৫০০ গ্রাম হেরোইন এবং হেরোইন ওজনের দাঁড়িপাল্লাসহ তাকে আটক করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালায় র‌্যাবের অপরাধ দমন বিশেষায়িত কোম্পানি।

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁ সদর উপজেলায় ছাগলে ফসল নস্ট করাকে কেন্দ্র করে এক কলেজছাত্রীসহ তিন মহিলাকে মারপিট করে জখম করেছে প্রতিপক্ষরা। গত ২৮/০৪/১৮ ইং উপজেলার খাগড়া মধ্যদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলেপ উদ্দিনের ছেলে আসলাম হোসেন বাদী হয়ে ৬জনকে আসামী করে ৩০/০৪/১৮ ইং সদর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, খাগড়া মধ্যদূর্গাপুর গ্রামের বাখের আলীর ছেলে নয়ন হোসেনের ছাগল একই গ্রামের আসলাম হোসেনের ফসল নস্ট করে। এতে বাঁধা প্রদান করায় নয়ন হোসেন বিভিন্ন সময় আসলামকে রাস্তাঘাটে হুমকি দিয়ে আসছিল। এরই জের ধরে গত ২৮/০৪/১৮ ইং তারিখে নয়ন, নান্নু, মুন্নু, ওমর সানি, আকাশ ও আলা সহ অজ্ঞাত আরো ১০/১২জন সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র লাঠি, লোহার রড, হাসুয়া, চাকু ও কাঠের বাটাম নিয়ে আসলাম হোসেনের বাড়ীতে হামলা করে। এসময় আসলাম হোসেন ও তার বাবা আলেপ উদ্দিন বাড়ীতে ছিলেন না।নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রীসহ তিন মহিলাকে মারপিট করে জখম করেছে প্রতিপক্ষরা

এসুযোগে আসলাম হোসেনের মা আলেফা বেগম, কলেজছাত্রী বোন শিউলি ও স্ত্রী নিলুফা বেগমের উপর হামলা চালিয়ে মারপিট করে। এতে আলেফা বেগমের বাম পা ভেঙে যায়, হাসুয়ার আঘাতে শিউলির ডান হাতের দুইটি আঙ্গুল মারাত্মক জখম হয়। এছাড়া নিলুফা বেগম তাদের উদ্ধারে এগিয়ে আসলে তাকে মারপিট করে জখম করা হয়। আর এসুযোগে তাদের বাড়ীর সোকেসের ড্রয়ারে থাকা ৮০ হাজার ৫০০ টাকা চুরি করে এবং ব্যাটারি চালিত ইজিবাইকের ২০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি ভাঙচুর করে। তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীদের সহযোগীতায় মা, বোন ও স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার দুইদিন পর আসলাম হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ড বলেন, ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বগুড়া: বগুড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গত শুক্রবার রাতে বগুড়া সদর থানার পাশে থেকে এদেরকে আটক করা হয়। গ্রেফতাররা হলেন, শাজাহানপুর উপজোর শাবরুল ছোট মন্ডলপাড়ার মৃত আজাহার প্রাং এর ছেলে মো. রাজু (৩৭), বগুড়া সদর উপজেলার মালগ্রামের সাজু সরদারের ছেলে মো. শামীম সরদার(৩০) এবং একই উপজেলার চকসুত্রাপুরের তসলিম উদ্দিনের ছেলে মো. রাব্বী(২২)। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প কামন্ডার এস এম মোর্শেদ হাসান শনিবার দুপুরে জানান, অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা-১৬০ পিস, মোবাইল ফোন-৫টি, নগদ ৩২ হাজার ২০ টাকাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মাদকদ্রব্য ইয়াবা বগুড়া সদর থানাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

ভোলা: ভোলার চরফ্যাশনে পাচারের সময় ১৫ লাখ বাগদা রেনু জব্দ করেছে কোস্টগার্ডের দক্ষিণ জোনের অপারেশন টিম। গত শনিবার ভোর রাতে বোয়ালখালী চিতলমারী নদীতে অভিযান চালিয়ে ওই চিংড়ি রেনু জব্দ করা হয়।

কোস্টগার্ডের চরফ্যাশন স্টেশন অফিসার এম জাহাঙ্গীর আলম জানান, শনিবার ভোর রাতে দুটি ট্রলারে ৬০ ব্যারেলে ওই সব চিংড়ি রেনু পাচার করা হচ্ছিল। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রলার দুটি ঘিরে ফেলে। জব্দকৃত চিংড়ি রেনুর দাম কমপক্ষে কোটি টাকা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এসব রেনু ধরা হচ্ছিল।

একইভাবে ভোলার বোরহানউদ্দিনের হাকিমউদ্দিন, লালমোহনের মঙ্গলসিকদার, জেলা সদরের ইলিশা-বঙ্গেরচর জোন থেকে চিংড়ি রেনু ধরার অভিযোগ রয়েছে।

এদিকে কোস্টগার্ডের অভিযানে জব্দকৃত ওই রেনু ভোরে নদীতে অবমুক্ত করা হয়। একটি চক্র এই সব রেনু খুলনা, বাগেরহাটসহ ভারতে পাচার করে আসছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিষ কুমার।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget