Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সুকুমল কুমার প্রামানিক, নওগাঁ: নওগাঁর রাণীনগরে মোছা: আছমানি আক্তার (১৮) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সকাল অনুমান ৭টার দিকে উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।

আছমানি আক্তার উপজেলার একডালা ইউনিয়নের দামুয়া গ্রামের মো: সবুজ প্রামানিক এর স্ত্রী ও আবাদপুকুর গ্রামের মো: গুলজার রহমানের মেয়ে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আছমানি আক্তার। স্বামীর বাড়ির সবার অজান্তে টয়লেটের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামীর বাড়িতে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার সকালে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ও সকালেই ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে বৈশাখী উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকালে জেলা পুলিশ লাইনের গ্রীনসেডে এ উৎসব পালিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রিমন রায়,গোয়েন্দা পুলিশের (ডিবি)অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম, চেম্বার অব কর্মাসের সিনিয়রসহ সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধক্ষ্য শরিফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন নওগাঁ’র সদস্য সচিব আশরাফুল নয়নসহ জেলায় কর্মরত সকল সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্য বৃন্দু ও নবাগত শিক্ষানবীশ পুলিশ সদস্য ।
উৎসবে সকলকে পান্তা ভাত, বিভিন্ন প্রকারের ভত্তা, মাছ, পেয়াজ ও মরিচ ঘি, পরিবেশন করা হয়। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নওগাঁয় জেলা পুলিশের বৈশাখী উৎসব পলিত

নওগাঁর মান্দায় নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মান্দা এসসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় বালুবাজার ফুটবল একাদশকে ৩-২ গোলে বাগডোব ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় সাবির্ক সহযোগীতায় ছিলেন, আঙ্গুর সু-ষ্টোর, রাগিব ট্রেডার্স এবং মা ডিজিটাল স্টুডি। পরে মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রোপাইটর আপেল মাহমুদ লিটন এবং পারভেজ আহমেদ। পরে প্রধান অতিথি বিজয়ী দলকে নগদ ২০ হাজার টাকা এবং বিজিত দলকে ১৬ হাজার টাকা প্রদান করেন।

নওগাঁয় জেলা পুলিশের বৈশাখী উৎসব পলিত

মাসুদুর রহমান রতন, নওগাঁ: গত ৩মে নওগাঁর সাপাহারে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষন ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৭-২০১৮ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষন ক্যাম্পটি পরিচালনা করে। সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ উপলক্ষে সাপাহারের তিলনা বহুমূখি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিলনা বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থিীদের মাঝে সনদপত্র বিতরণ করেন সাপাহার উপজেলার নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুদুজ্জামান। ৩০ জন প্রশিক্ণার্থির অংশ গ্রহনে এ প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক ছিলেন আব্দুর রউফ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক বৃন্দ ছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ: যখন পড়বেনা মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধু হবে আনাগোনা এই ঘাটে, তখন আমায় নাইবা মনে রাখলে , তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের এসব মুখ নিঃসৃত বাণীগুলো যেমন দম্ভহীন, তেমই অহংকারমুক্ত। যা মানুষ-মানুষের মাঝে শ্রদ্ধা আর ভালবাসার বন্ধনকে মজবুত করে। হিংসা-নিন্দাকে দূরে সরিয়ে দেয়। সেই অহংকারমুক্ত বিশ্বের জনমানুষের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী আগামী ২৫ বৈশাখকে সামনে রেখে সকল জরা-জীর্ণকে পিছনে ফেলে নতুন বছরের আগমনের সঙ্গে বিশ্বকবির জন্মকে নতুন চিত্তে ভাবার জন্য ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে কবির আত্রাইয়ের পতিসরের এই কাচারি বাড়িকে।রবীন্দ্র স্মৃতিধন্য আত্রাইয়ের পতিসর এখন নতুন সাজে সজ্জিত

সাজানো হচ্ছে অপরূপ বর্ণিল সাজে। প্রতিবছরের ন্যায় এবারেও এখানে আসবেন সরকারের মন্ত্রী, এমপি, উর্ধতন কর্মকর্তাসহ দেশবরেণ্য শিল্পী, সাহিত্যিক ও রবীন্দ্র ভক্তরা। নাচ, গান আর কবির রচিত কবিতা আবৃত্তি করে উদযাপনের আয়োজন করা হয়েছে বিশ্বকবির জন্মোৎসব।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কবিগুরুর নিজস্ব জমিদারী তাঁর স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাচারি বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা উৎসবের। প্রতিবছরই পতিসরে নামে রবীন্দ্রভক্তের ঢল। পরিণত হয় মানুষের মহামিলনমেলায়। সরকারীভাবে ১ দিনের কর্মসূচী নিলেও এ মিলন মেলা চলে প্রায় সপ্তাহ জুড়ে । দূর-দূরান্ত থেকে কবিভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির পতিসর কাচারি বাড়ি প্রাঙ্গণে। একে অপরের সান্নিধ্যে এসে স্মৃতিচারণে লিপ্ত হন কবিভক্তরা। কবি গুরুর ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এবার ব্যাপক প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতিধন্য কবির নিজস্ব জমিদারী নওগাঁর পতিসর যেন পর্যটনের অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। কাচারি বাড়িতেই কবিগুরুর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। পতিসরে নাগর নদের পাড়কে মনমুগ্ধকর করে তোলা হয়েছে। দীর্ঘদিনেও পতিসরের তেমন উল্লেখযোগ্য কোন উন্নয়ন না হলেও স্থানীয় এমপি মোঃ ইসরাফিল আলমের আন্তরিক প্রচেষ্টায় এবার যেন হাঁটি হাঁটি পা-পা করে উন্নয়নের চাকা ঘুরতে শুরু করেছে।রবীন্দ্র স্মৃতিধন্য আত্রাইয়ের পতিসর এখন নতুন সাজে সজ্জিত
কবিগুরুর নিজস্ব জমিদারী এলাকা কালিগ্রাম পরগনার সদর দফতর এই পতিসর। আর এই পতিসর নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ মাধুর্যঘেরা কবির স্মৃতি বিজড়িত পতিসর আজও সাহিত্যের অঙ্গণে স্বাড়ম্বরে বিরাজিত। কবির যখন ভরা যৌবন এবং কাব্য সৃষ্টির প্রকৃষ্ট সময়, তখন তিনি বিরাজ করেছেন এই পতিসরে। প্রতিবছর কবির এই জন্মদিনে দূর-দূরান্ত থেকে কবি ভক্তরা ছুটে আসেন। তাদের প্রিয় কবির স্মৃতি বিজড়িত পতিসর কাচারি বাড়ি প্রাঙ্গণে যেন কবিভক্তদের মিলনমেলায় পরিণত হয়। নওগাঁ জেলা সদর থেকে ৩৬ কিলোমিটার ও আত্রাই উপজেলা সদর হয়ে ৫৫ কিলোমিটার আঁকাবাঁকা অপ্রসস্ত পাকা সড়ক চলে গেছে নিঝুম-নিস্তব্ধ-নিভৃত পল্লীতে, কবিগুরুর কাচারি বাড়ি জেলার আত্রাই উপজেলার মনিয়ারি ইউনিয়নের পতিসর গ্রামে। আঁকাবাঁকা অপ্রশস্ত পাকা সড়ক হোক আর নিঝুম-নিস্তব্ধ-নিভৃত পল্লীই হোক, তাতে কি আসে যায় ! তিনি যে আমাদের প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নওগাঁ এবং আত্রাই থেকে মাইক্রোবাস, বাস, সিএনজি, টেম্পু, চার্জার, ভটভটিসহ বিভিন্ন যানবাহন যোগে পতিসরে যাওয়া যায়।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছরই এখানে বসে মানুষের মিলনমেলা। সপ্তাহ খানেক জুড়ে চলে সেখানে রবীন্দ্র মেলা। এ সময় স্থানীয় ও এলাকাবাসীর বাড়িতে ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আসা কবি ভক্ত, আত্মীয়-স্বজন, অতিথিবৃন্দ। একে অপরের সান্নিধ্যে এসে স্মৃতি চারণে লিপ্ত হয়, ফেলে আসা পুরনো দিনের কথায়। গ্রামের মানুষ মেয়ে-জামাইকে নাইওরে আনে এই উৎসবে। ঘরে ঘরে পড়ে যায় পিঠা-পায়েসসহ উন্নত মানের খাবার তৈরির ধুম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত পতিসরে এবার কবির ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ইতোমধ্যে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চ’ড়ান্ত প্রস্তুতি সভায় এখানে সরকারীভাবে ১ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। পতিসরে ১ দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে, সকাল ১০টায় রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় ‘একুশ শতকে রবীন্দ্র নাথ ঠাকুরের প্রাসঙ্গতা’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠান, বিকেল ৩টায় রয়েছে, নাটক, আবৃত্তি, নাচ-গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন নওগাঁসহ দেশের প্রথিতযশা শিল্পীরা।রবীন্দ্র স্মৃতিধন্য আত্রাইয়ের পতিসর এখন নতুন সাজে সজ্জিত

দেশী ও বিদেশী পর্যটক ও রবীন্দ্র গবেষকদের নিরাপদে রাতযাপন ও গবেষণার স্বার্থে পতিসরে ৫ কক্ষবিশিষ্ট অত্যাধুনিক “বঙ্গবন্ধু স্মৃতি নীড়” নামে দ্বি-তল ভবন নির্মাণ করা হয়েছে। জানা গেছে, ১৯৩৭ সালে ২৭ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হাজার হাজার প্রজাকে কাঁদিয়ে অশ্রæসিক্ত নয়নে পতিসর তথা বাংলাদেশ থেকে শেষ বিদায় নিয়েছিলেন। সে সময় তিনি প্রজাদের উদ্দেশে বলেছেন, “সংসার থেকে বিদায় নেয়ার পূর্বে তোমাদেরকে দেখার ইচ্ছা ছিল, তা আজ পূর্ণ হলো। তোমরা এগিয়ে চল-জনসাধারণের জন্যে সবার আগে চাই শিক্ষা-এডুকেশন ফাস্ট, সবাইকে শিক্ষা দিয়ে বাঁচাও। ইচ্ছা ছিল মানসম্মান-সম্ভ্রম সব ছেড়ে দিয়ে তোমাদের সঙ্গে তোমাদের মতোই সহজ হয়ে জীবনটা কাটিয়ে দেব। কী করে বাঁচতে হবে তোমাদের সঙ্গে মিলে সেই সাধনা করব, কিন্তু আমার আর এ বয়সে তা হবার নয়, এই নিয়ে দুঃখ করে কী করব? আমার সময় ফুরিয়ে এসেছে, তোমরা নিজ পায়ে দাঁড়াতে শেখো। আমি তোমাদেরকে বড় ভালবাসি। তোমাদের দেখলে আমার আনন্দ হয়। তোমাদের কাছে আমি অনেক কিছু পেয়েছি; কিন্তু কিছুই দিতে পারিনি-আশির্বাদ করি তোমরা সুখী হও। তোমাদের সবার উন্নতি হোক-এ কামনা নিয়ে পরলোকে চলে যাব।” আবার একই দিনে কালিগ্রাম রথীন্দ্র নাথ ইনস্টিটিউটের শিক্ষকদের উদ্দেশে বলেছেন, “রথীন্দ্র নাথের নাম চিহ্নিত কালিগ্রামের এই বিদ্যালয়ের আমি উন্নতি কামনা করি। এখানে ছাত্র এবং শিক্ষকদের সম্বন্ধ যেন অকৃত্রিম স্নেহের এবং ধৈর্যের দ্বারা সত্য ও মধুর হয় এই আমাদের উপদেশ। শিক্ষাদান উপলক্ষে ছাত্রদিগকে শাসন পীড়নে অপমানিত করা অক্ষম ও কাপুরুষের কর্ম- এ কথা সর্বদা মনে রাখা উচিত। এরূপ শিক্ষাদান প্রণালী শিক্ষকদের পক্ষে আত্মসম্মান হানিজনক। সাধারনত আমাদের দেশে অল্প বয়স্ক বালকগন প্রাপ্তবয়স্ক শিক্ষকদের নির্মম শাসনের উপলক্ষ হইয়া থাকে- একথা আমার জানা আছে। সেই কারণেই সতর্ক করিয়া দিলাম।” শেষ বিদায়কে স্মরণীয় করে রাখার জন্য কবির ৭৬ বছর বয়সের একটি উন্মুক্ত ভাষ্কর্য স্থাপন করা হয়েছে পতিসরে। স্থাপন করা হয়েছে রবীন্দ্র সংগ্রহশালা। এই কাচারি বাড়িতে সংরক্ষণ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর আত্রাইয়ের এই পতিসরে এসে তাঁর কাচারি বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকাবাঁকা নাগর নদকে নিয়ে লিখেছিলেন, ‘আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে’। এছাড়াও তাঁর বিখ্যাত কবিতা “তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে”, “দুই বিঘা জমি”, “সন্ধ্যা”সহ অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন এই পতিসরের কাচারি বাড়িতে বসে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর তার পুরস্কারের অর্থ তিনি এই পরগনার প্রজাদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য ৭৫ হাজার টাকা তৎকালীন সময়ে এখানে স্থাপিত কৃষি ব্যাংকের মাধ্যমে পাঠিয়েছিলেন। এই প্রতন্ত গ্রাম এলাকার প্রজাদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার লক্ষে কবি ১৯৩৭ খ্রিস্টাব্দে পতিসরে এসে তার পুত্র রথীন্দ্রনাথের নামে কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশন স্থাপন করেন এবং এই প্রতিষ্ঠানের নামে ২শ’ বিঘা জমি দান করেন। তথ্য অনুসন্ধানে অন্তত এটুকু নিশ্চিত হওয়া গেছে যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহান ও উদার মনের মানুষ। এই পরগনাসহ দেশের জাতি-ধমর্- বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তিনি অন্তর দিয়ে দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: মোখলেছুর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম জন্ম বার্ষিকী উদযাপিত হবে এবং অনুষ্ঠানটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের অনুষ্ঠানটি প্রানবন্ত হবে বলে আশা করছি।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় বৃহস্পতিবার বিকেলে মান্দা এস সি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আঙ্গুর সু-ষ্ঠোর, রাগিব ট্রেডার্স এবং মা ডিজিটাল স্টুডিওর সার্বিক সহযোগীতায় বালুবাজার ফুটবল একাদশ বনাম বাগডোব ফুটবল একাদশের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।নিউ ষ্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪ নং মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক তোফাজ্বল হোসেন তোফার সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা মমিন শাহানা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম। খেলায় ধারাভাষ্য প্রদান করেন আঙ্গুর সু-ষ্ঠোর এর প্রোপাইটর আপেল মাহমুদ লিটন এবং পারভেজ আহমেদ।

খেলায় বালুবাজার ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে বাগডোব ফুটবল একাদশ চাম্পিয়ন হয়। শেষে প্রধান অতিথি বিজয়ী দলকে নগদ ২০ হাজার টাকা এবং বিজিত দলকে ১৬ হাজার টাকা প্রদান করেন।


নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় নির্মাণের ৩৫ বছরেও সংস্কার করা হয়নি আত্রাই নদীর ডান তীরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। দীর্ঘ সময়ে সংস্কার না হওয়ায় বিভিন্নস্থানে খানাখন্দ ও ইঁদুরের গর্তে বাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আসন্ন বর্ষা মওসুমে এবারও বন্যার শঙ্কায় রয়েছে উপজেলার ৫ ইউনিয়নের অন্তত: লক্ষাধিক মানুষ। জানা গেছে, ১৯৮৩-৮৪ অর্থ বছরে জমি অধিগ্রহণসহ আত্রাই নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। এরপর দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও বাঁধটি আর সংস্কার করা হয়নি। বর্তমানে রাস্তাটি ভঙ্গুর অবস্থায় পরিণত হয়েছে। দুই ধারের মাটি ভেঙে অসংখ্যস্থানে ছোটবড় খানখন্দের সৃষ্টি হয়েছে। বার্ম কেটে জমি তৈরি করায় বাঁধটি সংকুচিত হয়ে গেছে। বর্ষা মওসুমে ইঁদুররা এই বাঁধে এসে আশ্রয় নেয়। আবাসস্থল হিসেবে তৈরি করে অসংখ্য গর্ত। বর্তমানে বাঁধটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। গতবছরের আগস্ট মাসে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে মান্দা ফেরিঘাট থেকে জোতবাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এ বাঁধের কয়াপাড়া, আলহেলা ইসলামি একাডেমি, পালপাড়া, কৃষ্ণচুড়া, নমশুদ্রপাড়া, সুজনসখী, পশ্চিম নুরুল্লাবাদ, বাগাতিপাড়াসহ অন্তত: ১৫টি স্থান চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর মধ্যে সুজনসুখী খেয়াঘাট নামকস্থানে ভেঙে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঝুঁকিপূর্ণ অন্য স্থানগুলো বাঁশের খুঁটি ও বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকিয়ে রাখে স্থানীয়রা। স্থানীয়রা জানান, ১৯৮৪ সালে বাঁধটি নির্মাণের পর আর সংস্কার করা হয়নি। ১৯৯৯ সালে বাঁধটিতে পাকাকরণের কাজ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। পরে এটি সড়ক ও জনপদ বিভাগে হস্তান্তর করে বিএমডিএ। কিন্তু বাঁধের দুইধারে আর মাটির কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড কিংবা সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে বাঁধের দুইধারের মাটি কেটে গিয়ে সরু রাস্তায় পরিণত হয়েছে। বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা হাফিজ উদ্দিন মোল্লা, আলহাজ্ব মনসুর রহমান, আলহাজ্ব লুৎফর রহমান নবীসহ আরও অনেকে জানান, নদীর গভীরতা আগের মত আর নেই। তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বেশ কয়েকবার এটি শুকিয়ে যায়। গভীরতা না থাকায় অতিরিক্ত বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা পানিতে দুইকুল উপচিয়ে নদীর পানি সহজেই বাঁধে এসে আঘাত হানে। নদীর পানি বাড়তে শুরু করলে এলাকার লোকজন রাত জেগে বাঁধ পাহারা দেওয়ার কাজ করেন। প্রত্যেক বর্ষা মওসুমেই তাদের নির্ঘুম রাত কাটাতে হয়। পশ্চিম নুরুল্লাবাদ গ্রামের আব্দুল মতিন, আসলাম হোসেন ও নজির উদ্দিন প্রামানিক, নাড়াডাঙ্গা গ্রামের তৃপ্তিশ কুমার মন্ডল, দ্বারিয়াপুর গ্রামের আমেদ আলী ও আজাদ আলীসহ আরও অনেকে জানান, গতবছরের আগস্ট মাসে প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে আত্রাই নদীর পানি হু-হু করে বাড়তে থাকে। এক পর্যায়ে পানি বিপদসীমা অতিক্রম করে আঘাত হানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। অতিরিক্ত চাপে বাঁধের বিভিন্নস্থানের গর্ত দিয়ে পানি বাঁধের ওপর পারে বের হতে থাকে। স্থানীয়দের প্রচেষ্টায় কয়েকটিস্থান আটকানো সম্ভব হলেও ভেঙে যায় সুজনসখী খেয়াঘাট এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। তারা অভিযোগ করে বলেন, ভাঙনস্থানে বাঁধটি মেরামতে দায়িত্বশীলতার পরিচয় দেননি নওগাঁ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। মাটির পরিবর্তে ব্যবহার করা হয়েছে বালু। হঠাৎ বৃষ্টিতে মেরামতস্থানে বাঁধের বালু ধসে গিয়ে বেশকিছু গর্তের সৃষ্টি হয়েছে। দেবে গেছে নদীর ধারের অংশ। বর্ষা মওসুমের আগেই মেরামতস্থানে সিসি বøক স্থাপনসহ পুরো বাঁধ সংস্কারের দাবি জানান তারা। বাঁধ মেরামত কাজের মান নিয়ে চরম ক্ষোভ জানিয়েছেন প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন খান, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। তারা জানান, বাঁধটি যেভাবে মেরামত করার দরকার ছিল সেটি করা হয়নি। চরম অবহেলা ও গাফলতির মধ্য দিয়ে বাঁধটি নির্মাণ করা হয়েছে। এছাড়া পুরো বাঁধটি সংস্কারের দাবি করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুশফিকুর রহমান জানান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙনস্থানটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি অবহিত করে পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে পত্র দেওয়া হয়েছে। বন্যার আগেই বাঁধের মেরামতস্থানে এসবিবি রাস্তা নির্মাণসহ সিসি বøক স্থাপন করা হবে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, সুজনসখী খেয়াঘাটের ভাঙনস্থানে সিসি বøক স্থাপনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া যায়নি। তবে, বর্ষা মওসুমের আগেই সেখানে সিসি বøক স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget