Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ফের বাবা হচ্ছেন শহিদ কাপুর, কয়েকদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো বলিউড পাড়ায়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে মুখ না খুললেও শুক্রবার (২০ এপ্রিল) রাতে গুঞ্জনের অবসান ঘটান বলিউডের এই অভিনেতা।

সামাজিত যোগাযোগ মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশ করে ভিন্নভাবে সুখবরের বিষয়টি নিশ্চিত করেছেন ‘পদ্মাবত’খ্যাত তারকা।

বলিউডের অন্যতম আলোচিত জুটি শহিদ কাপুর ও মীরা রাজপুতের একমাত্র মেয়ে মিশা কাপুর। শুক্রবার মিশার একটি স্থিরচিত্র ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন শহিদ। যেখানে দেখা যাচ্ছে- রাজপুত পরিবারের ১৯ মাস বয়সী এই সদস্যের পাশে বেলুন আঁকা। বেলুনের উপরে লেখা রয়েছে ‘বড় বোন’। আর এমন শিরোনামই বুঝিয়ে দিচ্ছে মিশা খুব শিগগিরই তার ছোট ভাই অথবা বোনকে স্বাগত জানাতে যাচ্ছে।

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শহিদপত্নির কয়েকটি স্থিরচিত্র সবার নজরে আসে। যেখানে মীরার বেবি বাম্প দেখা গেছে। এরপরই গুঞ্জন উঠে আবার বাবা হতে যাচ্ছেন শহিদ। তবে এ প্রসঙ্গে তখন তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও। এবার বিষয়টি নিশ্চিত হওয়া গেলো।
মিশা কাপুর২০১৫ সালের ৭ জুলাই শহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দিল্লির মেয়ে মীরা রাজপুত। ২০১৬ সালে তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান মিশা কাপুর।
শহিদ কাপুর বর্তমানে ‘বাট্টি গুল মিটার চালু’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত আছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইয়ামি গৌতম ও শ্রদ্ধা কাপুর।

বাবুল আখতার রানা, নওগাঁ: জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সকল কোঠা বাতিল করার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তিমোড়ে সকল মুক্তিযোদ্ধাবৃদ্ধের আহŸানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কোঠা বাতিলের প্রতিবাদ কমিটির আহŸায়ক মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আনছারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, মুুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুুক্তিযোদ্ধা মোরশেদ তরফদার, মুুক্তিযোদ্ধা এবিএম ফারুক, মুুক্তিযোদ্ধা জাহীদুল আলম, মুুক্তিযোদ্ধা এনামুল হক, মুুক্তিযোদ্ধা পরিবারের সন্তান পারভিন আকতার ও অ্যাডভোকেট ওমর ফারুক প্রমূখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা এ দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। কাজেই কোন কার্যক্রমে বা আচরণে তাদের ছোট করা যাবে না। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের যে ৩০ শতাংশ কোঠা দিয়েছিলেন তা বহাল রাখতে হবে। অন্যথায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কঠোর হুশিয়ারী উচ্চারন করেন তারা। এসময় জেলার প্রায় তিনশতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।

আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় গণহত্যায় শহীদদের স্মরনে পদযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ এই কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর অংশ হিসেবে  শনিবার সকাল ১০টায় মুক্তিরমোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু হয়। প্রধান সড়ক ধরে বাজার, গোস্তহাটির মোড় হয়ে খাস-নওগাঁ বধ্যভুমিতে এসে শেষ হয়। সেখানে অবস্থিত বধ্যভুমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শদ্ধা জানানো হয়।
পরে খাস-নওগাঁ ঈদগাহ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় পরিষদের সভাপতি এ্যাড. ডিএম আব্দুল বারী সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুৃটি কমান্ডার আফজাল হোসেন, সাবেক সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত বাবলু, শহীদ পরিবারের সন্তান গোলাম রহমান, আব্দুল হাই সিদ্দিকী এবং মোস্তাফিজুর রহমান।

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ): নওগাঁর পত্নীতলায় ঈদগাহের মিনার ভেঙ্গে গয়ের আলী ওরফে ফারুক হোসেন (৬০) নামের এক কর্মসৃজনের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শ্রমিক উপজেলার অর্জনপুর (ভাবুক) গ্রামের মৃত: আজগর আলীর পুত্র বলে জানা গেছে। উপজেলার ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহ মেরামতের সময় এ দূর্ঘটনা ঘটে। এ সময় আরতী (৪৫) নামের অপর কর্মসৃজন শ্রমিক গুরুত্বর আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ৮ টায় ফোকন্দা দিঘীপাড়ার ঈদগাহে প্রায় ৪০ দিনের কর্মসৃজনের ৩৫/৪০ জন শ্রমিক দিয়ে মেরামতের কাজ চলছিল। হঠাত ঈদ গাহের মিনার ভেঙ্গে নির্মাণ শ্রমিক গয়ের আলী ও আরতীর উপর পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা মিনারের নিচ থেকে আহত অবস্থায় আরতীকে বের করতে পারলেও গয়ের আলী সেখানে মারা যায়। সেখান থেকে আরতীকে সাপাহার সরকারী হাসপাতালে নিয়ে আসা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নির্মইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শনসহ নিহত/আহত পরিবারের মাঝে ইউপি পরিষদ থেকে সহযোগীতার আশ্বাষ দিয়েছেন।

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগা): নওগাঁর আত্রাইয়ে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শামিম ইসলাম (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ ।
গত শুক্রবার রাতে তাকে আটক করা হয়। আটককৃত শামিম ইসলাম উপজেলার বিহারীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুতসোম, এস আই ফিরোজ সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাতে উপজেলার বিহারীপুর এলাকা থেকে শামিম ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় গতকাল শনিবার তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

ইউসুফ আলী সুমন, মহাদেবপুর (নওগাঁ): ভূমি অফিস মানেই দূর্নীতির আখড়া এবং দালালদের অভয়ারণ্য এমনি ধারনা প্রতিটি মানুষের। এ অফিসে ঘুষ ছাড়া কোন ফাইল উঠা-নামা করে না এমনি বক্তব্য সবার। এই নীতিতে বিশ্বাসী নন মহাদেবপুরের এসিল্যান্ড। প্রায় ছয় মাস আগে নওগাঁর মহাদেবপুর উপজেলা ভূমি অফিস ঢেলে সাজানোর উদ্যোগ নেন সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান। এর অংশ হিসেবে বিভিন্ন উদ্ভাবনী এবং উন্নয়ন মূলক কার্যক্রম হাতে নেন তিনি। এসব কার্যক্রম চালুর ফলে বদলে গেছে ভূমি অফিসের চিত্র। জনহিতকর এবং উদ্ভাবনী কর্যক্রম চালু করার ফলে সেবা গ্রহীতাদের ভোগান্তি কমেছে, সাধারন মানুষ কোন প্রকার হয়রানি ছড়াই কাঙ্খিত সেবা পাচ্ছেন। সংশ্লিষ্টি সূত্রে জানা গেছে, গত বছরের ২৩ অক্টোবর যোগদানের পর থেকেই নান্দনিক ও জনবান্ধব ভূমি অফিস গঠনের লক্ষে তিনি বিভিন্ন কার্যক্রম চালু করেন। অফিসের সামনে জলাবদ্ধতা দূরীকরনে তিনি সামনের সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহন করেন। অফিসের সুদৃশ্য গেট দিয়ে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়বে দূ’পাশে নানা প্রজাতির দেশী-বিদেশী ফুলের বাগান। গ্রামগঞ্জ থেকে আসা সেবা প্রত্যাশীদের জন্য সুসজ্জিত বসার স্থান খলিয়ান। খলিয়ানে সেবা প্রত্যাশীদের জন্য স্থাপন করা হয়েছে বিভিন্ন দৈনিক পত্রিকার সমারোহে পেপার কর্নার, সুপেয় পানির ফিল্টার ও টেলিভিশন। এসিল্যান্ড এর উদ্ভাবনী চিন্তা প্রচীন ঐতিহ্যকে কাজে লাগিয়ে চৈত্র সংক্রান্তির পূর্বেই শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষে দেশে প্রথম পালটে গেছে ভূমি অফিসবারের মত গত ২৬-৩০ চৈত্র পর্যন্ত পাঁচ দিনব্যাপি উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে একযোগে বিশেষ ভূমি হালখাতার আয়োজন করা হয়। এতে তিনি সাফল্য অর্জন করেন, ২টি ইউনিয়ন ভূমি অফিসে ১লা বৈশাখের পূর্বেই শতভাগ কর আদায় ও উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে শতকরা ৯৬ভাগ ভূমি উন্নয়ন কর আদায় করতে সক্ষম হয়েছে উপজেলা ভূমি প্রশাসন। আর অভিনব এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মডেল হিসাবে নেয়ার দাবি জানিয়েছে মহাদেবপুরের সচেতন মহল। ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি, স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক ভূমি প্রশাসন গড়তে এ বিশেষ ভূমি হালখাতার আয়োজন করেন এসিল্যান্ড। এস এম হাবিবুল হাসানের উদ্ভাবনী উদ্যোগে উৎসাহিত হয়ে দেশের বিভিন্ন ভূমি অফিসে ওই হালখাতার আয়োজন করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। কোথায় থেকে এমন ধারনা পেলেন প্রশ্নের উত্তরে সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান প্রতিবেদককে জানান, মানুষ কে কোন বিষয়ে জানাতে হলে প্রয়োজন নতুনত্ব চিন্তা করা। মূলত এখান থেকেই এল “ভূমি হালখাতা”। জনগণকে ভূমি উন্নয়ন কর প্রদানে উৎসাহিত করতে এ বিশেষ হালখাতার আয়োজন করা হয়। ভবিষ্যতে এটি যাতে মডেল হিসেবে সারাদেশে পালিত হয় সেজন্য তিনি উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করবেন বলেও জানান। আত্রাই নদীর বালুমহালের ম্যাপিং, জলমহাল, খাস জমি, ভিপি সম্পত্তির ছবিসহ ডাটাবেইজ তৈরী করা হয়। ফলে মহুর্তের মধ্যেই সেবা গ্রহীতাদের জানিয়ে দেয়া সম্ভব হয় এ সকল তথ্য। ভূমি দস্যুদের থেকে খাস জমি রক্ষায় গঠন করা হয়েছে বিশেষ টাস্কফোর্স।এসিল্যান্ড এর উদ্ভাবনী উদ্যোগে পালটে গেছে ভূমি অফিস মহাদেবপুরের দীর্ঘদিনের সমস্যা মহাদেবপুর-পোরশা প্রধান সড়কের উপর বাজার। তিনি যোগদানের পর-পরই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোহিতায় বাজার স্থানান্তর করে মহাদেবপুরের প্রধান সড়ক যানজট মুক্ত করেন । জন-হয়রানি লাঘবে প্রতি বুধবার খলিয়ানে গণশুনানির আয়োজন করা হয়। শুনানিতে আসা জৈনক আব্দুস সালাম জানান, জমির নামজারী করতে এসেছেন তিনি, মাত্র ১৫ দিনেই তার নামজারী অনুমোদন হয়েছে কোন ঝামেলা ছাড়াই। ভূমি অফিসের পরিবেশ দালালমুক্ত বলেও জানান তিনি। যে কোন পরামর্শ ও অভিযোগ জানানোর জন্য স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স। আর এ বক্সে অভিযোগ পরার সাথে সাথে ওই নাগরিকের সমস্যার সন্তোষ জনক সেবা প্রদান করে ভূমি অফিস। “অপ খধহফ গড়যধফবাঢ়ঁৎ” নামক ফেসবুক পেজ থেকে নাগরিকদের সাথে সরাসরি যুক্ত থাকেন এসিল্যান্ড হাবিবুল হাসান। কেউ দালাল কিংবা অফিসের কোন কর্মকর্তা, কর্মচারীর হয়রানির স্বীকার হলে ওই ফেসবুক পেজে অভিযোগ জানালে তিনি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম হাবিবুল হাসান জানান, ভূমি অফিস সম্পর্কে সকলের যে নেতিবাচক ধারনা রয়েছে তা পাল্টে দেবার চেষ্টা করে যাচ্ছেন তিনি। আর তাঁর এই প্রচেষ্টায় আন্তরিকভাবে সহযোগিতা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবারক হোসেন পারভেজ ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget