Latest Post
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

আজকের দেশ সংবাদ:
২০১৭-২০১৮ অর্থ বছরে “অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ের অংশ হিসাবে নওগাঁর নিয়ামতপুরে ৪০দিনের কর্মসূচীর উদ্বোধন করা হয়।  বুধবার বেলা ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত থেকে ৪০দিনের কমৃসূচী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো: মাহফুজুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, ইউপি সদস্য পারুল বেগম। উপজেলার ৮টি ইউনিয়নের একযোগে ৪০ দিনের কর্মসূচীর কাজ এখান থেকে উদ্বোধন করা হয়।

আজকের দেশ সংবাদ:
নওগাঁর রাণীনগরে এক ইয়াবা ব্যবসায়ীর কাছ থেকে এক ওয়াচ কং ডিএসবি (ডিস্ট্রিক সিকিউরিটি ব্রাঞ্চ) কামাল হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ডিএসবির বিভিন্ন হুমকি-ধামকির ভয়ে বর্তমানে ঘুষদাতা ব্যক্তি নিজের এলাকা ও ব্যবসা ছেড়ে পলাতক রয়েছে। তবুও ফোনের মাধ্যমে ডিএসবি তাকে ভয়ভীতি প্রদান করা অব্যাহত রেখেছে বলে ভুক্তভোগী মুঠোফোনে জানান। ডিএসবি’র বিরুদ্ধে ঘুষ নেওয়ার এই রকম অনেক অভিযোগ রয়েছে। তথ্য অনুন্ধানে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল জলিলের ছেলে মো: বাবু (সোহাগ) মঙ্গলবার (২৭মার্চ) সন্ধ্যায় সদরের হাসপাতাল গেটে তার নিজের দোকানে ব্যবসার কাজ করছিলেন। এসময় রাণীনগর থানা পুলিশের ডিএসবি মো: কামাল হোসেন সেখানে গিয়ে সোহাগকে ডেকে বলে তুমি তো ইয়াবা ব্যাবসা করো আমি সব জানি। এই কথা বলে থানা পুলিশের ভয়ভীতি দেখিয়ে ও তাকে ভালো হওয়ার সুযোগ করে দিয়ে সোহাগের কাছ থেকে ঘুষ হিসেবে ডিএসবি কামাল ১০হাজার টাকা দাবী করে। সোহাগ ডিএসবি কামালের বিভিন্ন হুমকি-ধামকির ভয়ে অবশেষে ৫হাজার টাকা দেন ডিএসবি কামালকে। ইয়াবার বিষয়ে চাপ প্রয়োগ করলে সোহাগ ডিএসবি কামালকে ২৬-২৭ পিস ইয়াবা ট্যবলেট এনে দেয়। পরে তা নিয়ে রাণীনগর থানা পুলিশের ডিএসবি কামাল ইয়াবা ব্যবসায়ী সোহাগ এর কাছ থেকে ঘুষ হিসেবে ৫ হাজার টাকা ও ২৬-২৭ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে সেখান থেকে চলে যায়। এঘটনা ওই এলাকায় মানুষের মাঝে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে। বিষয়টি গোপন ভাবে জানাজানি হয়ে গেলে ডিএসবি কামাল সোহাগকে বিষয়টি গোপন রাখার জন্য বিভিন্ন ভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করা অব্যাহত রেখেছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এবিষয়ে মো: বাবু (সোহাগ) মুঠোফোনে জানান, আমি এই ডিএসবি’র ভয়ভীতির কারণে ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে রয়েছি। আমি ইয়াবা ব্যবসা করি এই কথা বলে আমাকে বিভিন্ন রকমের হুমকি-ধামকি দিয়ে রাণীনগর থানা পুলিশের ডিএসবি কামাল আমার কাছ থেকে ৫ হাজার টাকা ও ২৬-২৭ পিস ইয়াবা ট্যাবলেট নিয়েছে। এব্যাপারে রাণীনগর উপজেলায় কর্মরত ওয়াচ কং (ডিএসবি) মো: কামাল হোসেন মুঠোফোনে বলেন, আমার কানেও এই বিষয়টি এসেছে। ভাই আপনি (সংবাদকর্মী) আসেন সাক্ষাতে আমি সোহাগের সঙ্গে কথা বলে প্রমান করে দিবো যে আমি এর সঙ্গে কোন রকম সম্পৃক্ত নই। তার কাছে আরও বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বার বার এড়িয়ে যান। এব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, ডিএসবি’র কাজ হচ্ছে উপজেলার গোপন সংবাদগুলো আমাকেসহ তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে সরবরাহ করবে কিন্তু সে তা না করে ইদানিং উল্টো-পাল্টা কাজ শুরু করেছে। বিষয়টি আমিও জেনেছি কিন্তু ডিএসবি যেহেতু আমার আওতার মধ্যে পড়ে না তাই আমি বিষয়টি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারাই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। জেলা ডিএসবি (ডিস্ট্রিক সিকিউরিটি ব্রাঞ্চ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোসলেম উদ্দিন বলেন, আমি ছুটিতে ছিলাম। তবে বিষয়টি সম্পর্কে আপনার (সংবাদকর্মী) মাধ্যমে জানতে পারলাম তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুর রউফ রিপন,নওগাঁ : দেশের বিভিন্ন দৈনিক পত্রিকা ও অনলাইন এ সংবাদ প্রকাশের পর নওগাঁর সেই আলোচিত যুবলীগ নেতা পেল একটি হুইল চেয়ার। সংবাদটি পড়ার পর ঢাকা শহরে বসবাসরত (মানবতায় আমরা) অ-রাজনৈতিক নওগাঁর সংগঠনটির সদস্য আসিফ আকবর রুদ্র একটি হুইল চেয়ার প্রদান করেন।

নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের দক্ষিন লক্ষীপুর গ্রামের নগেন সরকারের একমাত্র ছেলে শ্রী রামকৃষ্ণ সরকার (৩২)। ভীমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি থাকা অবস্থায় ২০১৩ সালের ১৩ নভেম্বর মহাদেবপুর উপজেলা সদরে দলীয় একটি সভায় যোগদান শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিছিলেন। পথিমধ্যে সরস্বতীপুর বাজার এলাকায় একটি মাইক্রোবাস মোটর সাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে যান রামকৃষ্ণ সরকার। গুরুতর জখম হওয়ায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসকরা ওই দিনই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এসময় পরিক্ষা-নিরিক্ষা করে চিকিৎসকরা জানান, রামকৃষ্ণ সরকারে মেরুদন্ড ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসা দেশের বাইরে নিয়ে করানোর জন্য পরিবারের লোকজনকে পরামর্শ দেন চিকিৎসক।

রামকৃষ্ণ সরকারের বৃদ্ধ পিতা নগেন সরকার (৭০) ও বৃদ্ধা মা চম্পারানী সরকার (৬১) জানান, চিকিৎসকরা পরামর্শ দেয়ার পরই ছেলেকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলার মাঝ পথেই সম্পদ বলতে জায়গা-জমি যে টুকু ছিল মোট সারে ৭ বিঘা আবাদী জমি তা সবই বিক্রি করে চিকিৎসার মাঝ পথেই অর্থ শেষ হওয়ায় চিকিৎসা বন্ধ করে ছেলেকে দেশে বাড়িতে ফিরিয়ে এনে বিনা চিকিৎসায় রাখা হয়েছে।

নগেন সরকার বলেন, আমার একমাত্র ছেলেটি আজ প্রায় ৫ বছর যাবত হুইল চেয়ারে বসেই মানবেতর জীবন-যাপন করছে। ছেলের চিকিৎসা করাতে গিয়ে জমি সব বিক্রি করেছি। আমরা বাবা ও মা ছেলে, ছেলের বউ ও একমাত্র নাতী কে নিয়ে খেয়ে না খেয়ে জীবন-যাপন করছি।

রামষ্ণৃষ্ণ সরকার (৩২) বলেন, আমি যুবলীগ সভাপতি থাকাকালিন দলীয় পোগ্রাম থেকে ফেরার পথে সড়ক দূর্ঘটনায় পুঙ্গুত্ব বরন করি। আমার চিকিৎসা করাতে ইতিমধ্যেই আমার বৃদ্ধ বাবা-মা আমাদের সব সম্পদ বলতে যা ছিল সবই বিক্রি করেছেন। আমার স্ত্রী অঞ্জনা রানী (২৭) ও আমার একমাত্র ৭ বছরের ছেলে নিত্যনন্দ সরকার (৮) সহ আমার বৃদ্ধ বাবা ও মাকে নিয়ে মানবেতরভাবে চলছে আমাদের সংসারটি জানিয়ে, তিনি আরো বলেন, আপনারা আমাকে চেয়ার ও টাকা দিয়ে উপকার করলেন তাতে আমি খুবই খুশি বলেই কাঁদতে কাঁদতে বলেন, দাদারা পারলে আমার চিকিৎসার ব্যবস্থাটা করেন, আমি বাঁচতে চাই আমার ছেলে ও স্ত্রীর জন্য আমাকে বাচান বলেও আকুতি করেন যুবলীগ নেতা রামকৃষ্ণ।

রামকৃষ্ণ সরকার আরো বলেন, আমি সহ আমার পরিবারের দূর্বীসহ জীবন-যাপনের কথা উল্লেখ করে ইউনিয়ন ও থানা আওয়ামীলীগের নেতাদের সুপারিশ সহ এলাকার মাননীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম এর মাধ্যমে সাহায্যের জন্য মাননীয় প্রধান মন্ত্রী বরাবর একটি আবেদন পত্র পাঠিয়েছি।
রামকৃষ্ণ সরকারের স্ত্রী অঞ্জনা রানী বলেন, আমরা পরিবারের সকলেই খেয়ে না খেয়ে দূর্বীসহ জীবন-যাপন করছি। আজ আপনারা চেয়ার ও টাকা দিয়ে যে উপকার করলেন তা আমরা ভুলব না জানিয়ে, স্বামীর চিকিৎসার জন্য আকুতি-মিনতি করতে গিয়ে আবেগ আর কষ্টে এসময় বাকরুদ্ধ হয়ে পড়েন অঞ্জনা রানী।

আজকের দেশ সংবাদ:
নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স জোহান বাঁচতে চায়। তার জীবন বাঁচাতে আসুন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। তিনি কিডনিজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

জানা যায়, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্ধাইখাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জোহান বর্তমানে রাজধানী ঢাকার নেফ্্েরালজী ন্যাশনাল ইনিষ্টিটিউটের চিকিৎসক ডাঃ অধ্যাপক কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন। সপ্তাহে দু’বার করে তার ডায়ালাইসিস করতে হয়। চিকিৎসক পরামর্শ দিয়েছেন- তাকে সম্পূর্ণভাবে সুস্থ করতে দ্রæত বিদেশে নিয়ে কিডনি প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) প্রয়োজন। এর জন্য দরকার আনুমানিক ২০ লাখ টাকা। কিন্তু আর্থিকভাবে জোহানের অস্বচ্ছল এই পরিবারের পক্ষে এ বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব নয়। প্রসঙ্গত, জোহানসহ তার বাবা-মা ও স্ত্রীকে নিয়ে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সের চাকুরি করে জীবিকা নির্বাহ করেন। এরই মধ্যে চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি সহায়সম্বলহীন হয়ে পড়েছে। এখন হৃদয়বান মানুষদের দিকে তাকিয়ে রয়েছে জোহান ও তার পরিবার। তাই জোহানের স্বজনরা মানবিক সাহায্যের জন্য হাত পেতেছেন।

আসুন, আমরা অসহায় জোহান ও তার স্ত্রী-সন্তানদের আহŸানে সাড়া দিই। প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে তাকে সুস্থ করে তুলি। যাতে তিনি আবার তার অসহায় বাবা-মা, স্ত্রী, পরিবার-পরিজনদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, ফিরে আসতে পারেন তার কর্মস্থলে আর ফিরে এসে বাড়িয়ে দিতে পারে রোগীদের মাঝে তার সেবার হাত।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

নিহতরা হলেন- কাহালু উপজেলার ভালসুন গ্রামের বাবুল প্রামাণিকের স্ত্রী আছিয়া বেগম (৪০), সুজাবাদ তামিম কেয়ার ফিড কোম্পানির প্রকৌশলী সাইদুর রহমান (৩৮)। এছাড়া নিহত আছিয়া বেগমের স্বামী বাবুল প্রামাণিক আহত হয়েছেন। রোববার (০৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) রাম জীবন ভৌমিক বাংলানিউজকে জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার বেতগাড়ী বটতলা এলাকায় দু’টি মোটরসাইকেল পরস্পরের সঙ্গে ধাক্কা লেগে উভয় মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী মহাসড়কে পড়ে যায়। এসময় শেরপুরগামী করতোয়া গেটলক সার্ভিসের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেটো-চ-০২-২১৮৪) মহাসড়কে পড়ে যাওয়া তিন আরোহীর চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আছিয়া বেগম ও প্রকৌশলী সাইদুর রহমান মৃত্যু হয়।

গুরুতর আহত হন নিহত আছিয়া বেগমের স্বামী বাবলু প্রামাণিক। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই রাম জীবন ভৌমিক।

বগুড়া: বগুড়ায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ও ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১০টা ও সোমবার (০৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে বগুড়া সদর এবং কাহালু উপজেলায় পৃথক এ খুনের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ খুনের সঙ্গে জড়িতদের আটকে অভিযান চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে কাহালু উপজেলার জামগ্রাম তিলচপাড়ায় ছোট ভাই সামছুল হক বড় ভাই আলতাফকে মারধর করতে থাকে। একপর্যায়ে সামছুল ও তার ছেলে শাহজাহান ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই আলতাফের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

দুপুরে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে, বগুড়া সদর উপজেলার মাটিডালী ধরমপুর এলাকায় সোমবার (০৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে ছিনতাইকারীরা সাইদুর রহমান নামের এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

নিহত সাইদুর বগুড়ার সোনাতলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget