Articles by "সিলেট"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সিলেটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছামির মাহমুদ, সিলেট :  সিলেটের জৈন্তাপুর থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল খালিক কন্টাই (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলমের তত্ত্বাবধানে রোববার এসআই নিতাই লাল রায়ের নেতৃত্বে জৈন্তাপুর থানার দরবস্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কন্টাই জৈন্তাপুর থানার কলাগ্রামের বরকত উল্লাহর ছেলে। এ সময় পুলিশ তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতার কন্টাই উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (উত্তর) এসআই নিতাই লাল রায় বাদি হয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, মাদকের সাথে যুক্ত ব্যবসায়ী এবং সেবনকারী পরিবার ও সমাজের শত্রু। পুলিশ সুপারের নির্দেশে সিলেট জেলাকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিক নেতা নিহত

ছামির মাহমুদ,সিলেট:  সিলেট বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের (রেজি. নং ২১৭৪) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন (৪০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমার বাবনা মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। তিনি দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার মো. আবিল হোসেনের ছেলে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিক নেতারা। ঘটনার পরপরই অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১০ জুলাই) রাত সোয়া ১০টার দিকে নগরের দক্ষিণ সুরমার বাবনা মোড়ে এলাকার ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের নেয়ার ১০-১৫ মিনিট পর তিনি মারা যান।

ওসমানীর মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক রিপনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

sylhetএ ঘটনার প্রতিবাদে রাত ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এর আগে বাবনা পয়েন্টেও বিক্ষোভ করেন তারা।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজল জানান, দুর্বৃত্তরা শ্রমিক নেতা রিপনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন পিবিআই ও সিআইডির ক্রাইমসিন দলের সদস্যরা।

তিনি বলেন, আশপাশ এলাকার সিসিটিভির ফুটেজ দেখে খুনিদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারে একাধিক দল কাজ শুরু করেছে। খুনি যেই হোক চিহ্নিত করে, দ্রুত গ্রেফতার করে, আইনের আওতায় আনা হবে।


বিশ্বনাথে জমি নিয়ে সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত : আহত ১৫

ছামির মাহমুদ : সিলেটের বিশ্বনাথে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দু’পক্ষে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনোকুপা গ্রামের নুরুল ইসলাম ও ইউপি সদস্যের ভাই সমছু মিয়া পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত দু’জনের একজন হচ্ছেন মখলিছ আলী (৬৫)। তিনি উপজেলার মনোকুপা গ্রামের বাসিন্দা ও অলংকারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলু মিয়ার বড় ভাই। আর নিহত প্রতিপক্ষের অপরজন হচ্ছেন ওয়ারিছ আলী (৬০)। তিনি একই গ্রামের মৃত হারিছ আলীর ছেলে। তবে, তাৎক্ষণিকভাবে উভয় পক্ষে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিশ্বনাথের মনোকুপা গ্রামের নুরুল ইসলাম ও সমছু মিয়ার মধ্যে আত্মীয়তার সুবাদে দু’পক্ষের পূর্ব পুরুষদের রেখে যাওয়া জমি-জমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত রমজান মাসে দু’পক্ষের মধ্যে দুই দফায় সংঘর্ষও হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার রাতে বিরোধ নিস্পত্তির লক্ষ্যের পার্শবর্তী নিজ গ্রামের আব্দুল আজিজের বাড়িতে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই আজ বিকেলে স্থানীয় বাজার থেকে আসার পথে নুরুল ইসলাম পক্ষের ওয়ারিছ আলীকে হামলা করেন প্রতিপক্ষের লোকেরা। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিন সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন হন।

গুরুতর আহত হন সমছু মিয়ার ভাই মখলিছ আলী (৬৫) ও প্রতিপেক্ষর ওয়ারিছ আলী (৬০)। মুমূর্ষু অবস্থায় মখলিছ আলীকে (৬৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর হামলায় আহত হওয়া প্রতিপক্ষের ওয়ারিছ আলী (৬০) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে একই হাসপাতালে মারা যান।

স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল ইসলাম বলেন, দু’পক্ষের মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সালিশ বৈঠকের কথা থাকলেও এর আগেই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের দু’জন নিহত হয়েছেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার টিউটি অফিসার উপ-পরিচালক (এসআই) দেবাশীষ শর্ম্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওসিসহ সকলেই ব্যস্ত। আর ঘটনার খবর পাওয়ার পরপর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget