Articles by "রংপুর"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

রংপুরে টেন্ডার ছাড়াই পিডিবির শত কোটি টাকার মালামাল বিক্রি


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) রংপুর ডিভিশন-৩ অফিস থেকে কোন প্রকার টেন্ডার ছাড়াই প্রায় একশত কোটি টাকার বৈদ্যুতিক মালামাল মাত্র ১৭ কোটি টাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছে। বিষয়টি স্বীকার করে পিডিবির রংপুর ডিভিশনের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, টেন্ডার করা না হলেও সাতজনকে একটি কমিটি করে এসব মালামাল বিক্রি করা হয়েছে। একইভাবে পিডিবির রংপুর ডিভিশন-১ থেকে ১৮ লাখ টাকায় এবং ডিভিশন-২ থেকে ১৯ লাখ টাকার মালামাল বিক্রি করা হয়েছে। এসব মালামালের অনুমানিক মূল্য শত কোটি টাকার বেশি হবে বলে জানা গেছে।
পিডিবি সূত্রে জানা গেছে, গত দুই দিনে ৩০-৩৫টি ট্রান্সফরমারসহ বেশ কিছু মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম ও মালামাল দিনে এবং রাতে ট্রাকে করে অন্যত্রে সরিয়ে নেয়া হয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা হবে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির সচেতন কর্মচারীরা।
সোমবার দিনভর ট্রাক লোড করে কোন ধরনের পরিমাপ ছাড়াই ট্রান্সফরমারসহ বেশি কিছু মালামাল নিয়ে যায়। কোন রকম টেন্ডার ছাড়াই এসব মালামাল পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। পিডিবি ডিভিশন-৩ থেকে যে সব মালামাল বিক্রি করা হয়েছে এসবের মুল্য আনুমানিক একশত কোটি টাকা হবে। অথচ মালামাল টেন্ডার ছাড়াই মাত্র ১৬ লাখ ৮২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
পিডিবি সুত্র জানিয়েছে, দীর্ঘদিন থেকে পিডিবিতে এমন অনিয়ম চলেই আসছে। একটি সংঘবদ্ধ চক্র এসব দুর্নীতি-অনিয়ম করছে। রাতের আঁধারে এখান থেকে অনেক সময় মালামালবাহি ট্রাক বের হয়। সিসি ক্যামেরা ফুটেজ দেখলে দুর্নীতি ও অনিয়মের কিছুটা হলেও প্রমাণ মিলবে। এখন টেন্ডার ছাড়া মালামাল বিক্রির বিষয়টি সবাই জানতে পারায় অফিসের বড় অফিসাররা নিজেদের দোষ আড়াল করার চেষ্টা করছেন।
মালামালবাহী একজন শ্রমিক ও ট্রাক চালক বলেন, আমরা তো জানি এসব মালামাল তিন কোটি টাকায় বিক্রি করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এখান মালামাল লোড করে নিয়ে অন্যত্রে গিয়ে ওজন পরিমাপ করে।
এব্যাপারে পিডিপির রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন সরকার জানান, মালামাল বিক্রির জন্য কোন ধরনের টেন্ডার দেয়া হয়নি। তবে উপরের নির্দেশে কোটেশন দিয়ে এসব বিক্রি করা হয়েছে। হেড অফিস থেকে সেভাবেই নির্দেশ দেয়া আছে। সেই নির্দেশ অনুযায়ী সেনা কল্যাণ সংস্থাকে মালামালগুলো দেয়া হয়েছে। এজন্য সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, অডিট বিভাগের ডিজিএম, একাউন্ট অফিসের ডিডি, চীফ অফিসের ম্যানেজার, এমডি অফিসের সহকারী ম্যানেজার, স্টোর ম্যানেজারসহ ৭ সদস্যের একটি কমিটিও করে দেয়া হয়েছে। তারাই এসব মালামাল বিক্রি করেছে। তবে তিনি এ বিষয়ে কোন ধরণের লিখিত অফিস অর্ডার দেখাতে পারেননি তিনি।
এ ব্যপারে ক্রয়কারী ঠিকাদার মিজানুর রহমান বলেন, সেনা কল্যাণ সংস্থার পক্ষে আমি মালামালগুলো কেরিং করে নিয়ে যাচ্ছি। কি প্রক্রিয়ায় মালামালগুলো বিক্রি করা হয়েছে তা আমার জানা নেই। এব্যাপারে পিডিবির ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন।পিডিবির রংপুর ডিভিশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাকিবুল ইসলাম এবং নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম মন্ডল জানান, মালামাল বিক্রির বিষয়টি আমি জানি না। কে বা কারা এসব মালামাল কত দামে বিক্রি করেছে, তা আমাদের জানা নেই।-সূত্র  নয়া দিগন্ত
19 Views

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে তিস্তা নদীতে গোসলে নেমে জেসমিন (১০) ও সুমাইয়া (৭) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হারাগাছের ধুনগারা দালালহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকার ইদ্রিস আলীর মেয়ে এবং শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও প্রথম শ্রেণির শিক্ষার্থী।


স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ি সংলগ্ন তিস্তা নদীতে গোসল করতে যায় জেসমিন ও সুমাইয়া। তারা যে স্থানে গোসল করছিল তার পাশে থেকে বালু উত্তোলনের ফলে বিরাট খালের সৃষ্টি হয়।


অসাবধানতাবশত প্রথমে সুমাইয়া সেই খালে পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে জেসমিনও খালে পড়ে যায়। পরে স্বজনরা অনেক চেষ্টার পর বেলা ৩টার দিকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।


স্থানীয় হারাগাছ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন-অর-রশীদ দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় কিছু বালু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ওই জায়গায় বিরাট খালের সৃষ্টি হয়। সেই খালে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আওয়ামী লীগ-সমর্থিত শিক্ষকদের সংগঠন নীলদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ সভাপতি ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জুবায়ের ইবনে তাহের সাধারণ সম্পাদক করা হয়েছে।


বুধবার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনটির সাধারণ সভায় ১৫ সদস্যের ২০১৮-১৯ মেয়াদের এ কার্যকরী নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।


কমিটিতে সহ-সভাপতি পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ পদে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. বেলাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।


এছাড়া সদস্য পদে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিক আশরাফ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. আমির শরীফ, একই বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ ও প্রভাষক মো. রাসেল উদ্দীন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম রব্বানী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান মনোনীত হয়েছেন।

রংপুর: রংপুরে এক ক্লিনিকে প্রসূতির অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে ওটি ইনচার্জ মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্র জানায়, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিয়ামত কদমতলা এলাকার শারমিন আক্তার মঙ্গলবার সকালে রমেক হাসপাতালে সন্তান প্রসব করেন। বিকেলের দিকে শারীরিক সমস্যা হলে তিনি নগরীর ধাপ এলাকার নর্থ স্টার ক্লিনিকে যান।


এ সময় শারমিনের অশ্লীল ভিডিও ধারণ করে ওই ক্লিনিকের ওটি ইনচার্জ মামুন। বিষয়টি টের পেয়ে শারমিন আক্তার প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয়। পরে তিনি কোতোয়ালি থানায় অভিযোগ করলে ক্লিনিক থেকে মামুনকে গ্রেফতার করে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোকতারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

রংপুর পীরগঞ্জ: রংপুররে পীরগঞ্জ উপজলোর করতোয়া নদীর কাঁচদহ ঘাটরে পানরি নচিে থাকা ট্যাংকটি অবশষেে উদ্ধার করা হয়ছে। শুক্রবার দনিভর চষ্টো চালয়িে রাত সাড়ে ১১টার দকিে ট্যাংকটি পানরি নচি থকেে তুলে আনা হয়।

এর আগে গত ২৭ এপ্রলি স্যালোমশেনি দয়িে বালি উত্তোলন করতে গয়িে এর সন্ধান পান স্থানীয়রা। খবর পয়েে ওইদনি বকিলেে রংপুররে জলো প্রশাসক এনামুল হাববি উপজলোর টুকুরয়িা ইউনয়িনরে দুধয়িাবাড়ী গ্রামে ঘটনাস্থল পরর্দিশন করে ট্যাংকটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণরে কথা জানান।উদ্ধার হলো মত্রিবাহনিীর সইে ট্যাংক

কাঁচদহ গ্রামরে বাসন্দিা মৃত আব্দুল লতবি ময়িার ছলেে আলতাব হোমনে (৭৫) ও রংপুররে মঠিাপুকুর উপজলোর নধিরিামপুর গ্রামরে মৃত নজমুল হোসনেরে ছলেে শাখাওয়াত হোসনে জানান, মুক্তযিুদ্ধরে সময় ভারতীয় মত্রিবাহনিী অনকেগুলো ট্যাংক নয়িে করতোয়া নদী পার হয়ে রংপুররে পীরগঞ্জরে দকিে যাওয়ার সময় এখানে কাদা আর চোরাবালতিে আটকে যায় এই ট্যাংকট।ি এ ঘটনা ঘটে দুপুররে দকি।ে সসেময় তারা এটি উদ্ধারে যতই চষ্টো চালায়, ততই ট্যাংকটি ডবেে যায়। দনিভর চষ্টো করে সফল না হওয়ায় চলে যান তারা। দশে স্বাধীন হওয়ার ৪-৫ বছর পর এটি জগেে উঠলে বগুড়ার কছিু লোক এসে অনকে যন্ত্রাংশ কটেে কটেে নয়িে গছে।ে এরপর গত ১২ থকেে ১৪ বছর আগে আবারও জগেে ওঠে ট্যাংকট।ি তখনও এর যন্ত্রাংশ অনকেইে কটেে নয়িে গছে। মূলত তখন এটি উদ্ধার বা সংরক্ষণে পদক্ষপে গ্রহণ করা হলে এটি হয়তো অক্ষত থাকতো। কন্তিু এবার যখন জগেে উঠছেে তখন টনক নড়ছেে সবার। কন্তিু ততক্ষণে অনকে কছিুই নইে।

এদকিে শনবিার ট্যাংকটরি উদ্ধার খবর পয়েে উৎসুক শত শত মানুষ সটেি দখোর জন্য ওই এলাকায় ভড়ি করতে থাকনে।
উপজলো মুক্তযিোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মণ্ডল বলনে, আমরা যুদ্ধরে সময় ট্যাংকটি উদ্ধাররে চষ্টো করছে।ি কন্তিু সম্ভব হয়ন।ি

পীরগঞ্জ উপজলো নর্বিাহী র্কমর্কতা (ইউএনও) কমল কুমার ঘোষ জানান, জলো প্রশাসকরে নর্দিশেে ট্যাংকটরি অংশ বশিষে উদ্ধার করা হয়ছে।ে মুক্তযিুদ্ধরে এ স্মৃতি সংরক্ষণে প্রশাসনরে পক্ষ থকেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হব।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget