Articles by "ময়মুনসিংহ"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

ঈশ্বরগঞ্জে ২৫ বছরের নাতির সঙ্গে ৫৫ বছরের দাদির বিয়ে


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে অনৈতিক কাজ ধরা পড়ার পর ২৫ বছরের প্রতিবেশী নাতির সঙ্গে ৫৫ বছর বয়সী দাদির বিয়ের ঘটনা ঘটে।এ খবর ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে এই বিয়ের ঘটনা ঘটে।

দাদি-নাতির বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বড়হিত ইউনিয়নের বিয়ের রেজিস্ট্রি কাজে নিয়োজিত কাজী মোহাম্মদ নুরুল্লাহ। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় নওপাড়া গ্রামে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। বিয়েতে পাঁচ লাখ টাকার দেনমোহর ধার্য করা হয়েছিল। বিয়ে পড়াতে গিয়ে জানা যায় নতুন দম্পতি সম্পর্কে প্রতিবেশী দাদি-নাতি। 

নওপাড়া গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, প্রতিবেশী নাতির সঙ্গে দাদির বিয়ের পর এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ওই দাদির স্বামী ৫ বছর আগে মারা গেছেন। তিনি আলাদা ঘরে একাই বসবাস করছিলেন। প্রতিবেশী নাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন দাদি। বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসে নাতির সঙ্গে দাদির বিয়ের সিদ্ধান্ত দেন। বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরেই নাতি পালিয়ে যান। পরে স্থানীয়রা দাদিকে নাতির বাড়িতে তুলে দিয়ে আসেন।

একদিন পালিয়ে থাকার পর রবিবার নাতি বাড়ি ফিরেন। পরে ওইদিন আবারও স্থানীয়রা সালিশে বসে সোমবার বিয়ের তারিখ নির্ধারণ করেন। সিদ্ধান্তের ভিত্তিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল জানান, অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন আছেন। দাদি-নাতির বিয়ের বিষয়টি তার জানা নেই।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদির মিয়া বলেন, অনৈতিক সম্পর্কের কারণে ধরা পড়ে দাদি নাতির বিয়ের বিষয়টি শুনেছি। 

 

ময়মনসিংহে বিআরটিএ কার্যালয় থেকে ১৪ জন আটক।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে বিআরটিএ কার্যালয়ে থেকে দালাল চক্রের চৌদ্দ জনকে আটক করেছে ময়মনসিংহ র‍্যাব।
 
ময়মনসিংহে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে র‍্যাব।  রোববার সকালে র‍্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর আখের মোহাম্মদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
 
আটকের পর দালাল চক্রের সদস্যদের ভ্রাম্যমাণ আদালত সাজা দেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণ। মনোরঞ্জন বর্মণ জানান, আটক ১৪ জনের মধ্যে অভিযুক্ত ১১ জনকে ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়া অপর ৩ জন মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন থেকে নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাঁদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মেজর আখের মোহাম্মদ জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ পাইয়ে দেওয়ার নামে সাধারণ গাড়িচালক ও মালিকদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিলেন।
 
বিআরটিএ ময়মনসিংহ কার্যালয়ের মোটরযান পরিদর্শক সাইফুল কবীর বলেন, ময়মনসিংহ কার্যালয়ের ভেতরে কোনো ধরনের দালালের সম্পৃক্ততা নেই। যাঁরা আটক হয়েছেন, তাঁরা সাধারণ মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে বিআরটিএ কার্যালয়ের বাইরে অপতৎপরতা চালিয়ে আসছিলেন।

ময়মনসিংহে ১ মাসে ৪০৭ প্রাণহানি-আক্রান্ত প্রায় ২১ হাজার

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ গত ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৪০৭ জন। এর আগে গত জুলাই মাসে ৪৮২ জনের মৃত্যু হয়েছিল। 

করোনায় আক্রান্তদের চেয়ে উপসর্গেই প্রাণ যাচ্ছে তুলনামূলক অনেক বেশি। হাসপাতাল সূত্রে জানা যায়, গত বছর ২১০টি সাধারণ শয্যা ও ১০টি আইসিইউ শয্যা নিয়ে ডেডিকেটেড করোনা ইউনিটের যাত্রা শুরু হয়। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে ৪০০টি শয্যা রয়েছে।আইসিইউর সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ২২টি। 

বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলাসহ সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার করোনায় আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার ভরসাস্থল এখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। সোমবার বেলা ১১টা পর্যন্ত করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে কোভিড ও নন–কোভিড মিলে ১৭৫ জন ভর্তি আছেন। তাদের মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন ১২ জন। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় দুজন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। 

গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহের ৪ জন, নেত্রকোনার ২ জন ও জামালপুরের ১ জন আছেন। সোমবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য নিশ্চিত করেছেন।এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৫৪৫ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩৯। এখন পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৯১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫৯১ জন।


মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সকলের সহযোগিতা চাই-মসিক মেয়র

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, সম্মিলতভাবে কাজ করার মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে এসে উন্নয়নের চেষ্টা করছি। যে স্বপ্ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ময়মনসিংহ সিটি কর্পোরেশন উপহার দিয়েছেন সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিং সিটি কর্পোরেশনকে যেন মানুষের কাজে লাগাতে পারি সেজন্য সকলের সহযোগিতা চাই।

রবিবার (২৯ আগস্ট) শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে MGSP প্রকল্পের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মেয়র ইকরামুল হক টিটু। 

মেয়র আরো বলেন, MGSP প্রকল্পের মাধ্যমে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বহুমুখী উন্নয়ন সম্ভব হবে। 

মেয়র সিটির বর্জ্য ব্যবস্থাপনায়, আয়বর্ধক কার্যক্রম গ্রহণ এবং অবকাঠামো উন্নয়নে  MGSP প্রকল্পের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আয়বর্ধক কার্যক্রম গ্রহণের মাধ্যমে সিটি কর্পোরেশনকে স্বাবলম্বী করতে হবে। এর মাধ্যমেই নাগরিকবৃন্দের উপর আরোপিত ট্যাক্স আরো সহনীয় করা সম্ভব। এছাড়া ল্যান্ডফিল স্টেশন আধুনিকায়ন এবং নতুন একটি ল্যান্ড ফিল স্টেশন নির্মাণ সম্ভব হলে বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়ন সাধন হবে। নতুন অর্ন্তভুক্ত ওয়ার্ডসমূহে অবকাঠামো উন্নয়নেও অনেক কাজ করতে হবে।

এ সময় মেয়র জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন ও সড়ক প্রশস্তকরণ, বিনোদন কেন্দ্র নির্মাণ, মা ও শিশুর স্বাস্থ্য সেবায় মাতৃসদন নির্মাণ এবং সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধিতে আগামীতে বাস্তবায়নের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে তুলে ধরেন।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ MGSP প্রকল্পের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনে বাস্তবায়নযোগ্য গুরত্বপূর্ণ  বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। মতবিনিময় সভার পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। 

সভায় প্যানেল মেয়র ০১ আসিফ হোসেন ডন সহ অন্যান্য প্যানেল মেয়র ও কাউন্সিলরবৃন্দ, MGSP পরামর্শক প্রকৌশলী এসএম মহিবুল্লাহ, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জেলা নাগরিক আন্দলোনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, বিএমএ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এইচ এ গোলন্দাজ তারা, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম সহ বিভিন্ন  পেশাজীবী, সামাজিক ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু-আক্রান্তের নতুন রেকর্ড

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা ও উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে,সোমবার (২আগষ্ট) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ২৩ জনের মধ্যে ৭ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৬ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

এছাড়া গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৪শ ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৬জন। এদিকে হাসপাতালের করোনা ইউনিটে রোগীদের অতিরিক্ত চাপ বেড়েছে। হাসপাতালটিতে নির্ধারিত বেড়ের চাইতে দ্বিগুণ রোগী এখন ভর্তি রয়েছে। 

চাপ সামলাতে হিমশিম পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।  শুধু তাই নয় ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রবিবার থেকে আইসিইউ বেড ২০ থেকে ২৫ বেডে উন্নীত করেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মো. আবিদ মিয়া (৪৫), মাহবুব (৪০) ও লাইলী বেগম (৫০), ঈশ্বরগঞ্জের আলতাফ উদ্দিন (৮৫), হালুয়াঘাটের আবুল হোসেন (৭০), নেত্রকোনার রাজা আলী (৭০) এবং মোহনগঞ্জের বিউটি আক্তার (৫০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের আব্দুল মজিদ (৫৫) ও গিয়াসউদ্দিন (৬৫), মুক্তাগাছার আব্দুল খালেক (৬০) ও রবি সেন (৬০), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাঁওয়ের নূরজাহান (৭০), ফুলপুরের সূরুজ আলী (৬০), তারাকান্দার আব্দুল হাকিম (৭০) ও আব্দুল জব্বার (৬৩), ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৬৫), নেত্রকোনা অলি (১৭), জামালপুরের গাজিবুর (৬৫), সরিষাবাড়ির সেতারা (৫০) দেওয়ানগঞ্জের আফসার আলী (৬৫), গাজীপুরের সাজেদা আক্তার (৩০) এবং শ্রীপুরের মালেকা বানু (৭০)। রবিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৪৯৫ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ২৫৮ জন ও আরটিপিসিআর টেস্টে ২৩৭জন রয়েছেন। যাদের মধ্যে ময়মনসিংহ সদরে ২৭৯জন, নান্দাইলে ১৪জন, ঈশ্বরগঞ্জে ১৫জন, গৌরীপুরে ২১জন, ফুলপুরে ৫জন, তারাকান্দায় ৭জন, হালুয়াঘাটে ২১জন, ধোবাউড়ায় ৫জন, মুক্তাগাছায় ৩২জন, ফুলবাড়িয়ায় ১৬ জন, ত্রিশালে ২৫জন ও ভালুকায় ২৫জন ও গফরগাঁওয়ে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফুলপুরে মুক্তিযোদ্ধা এম এ হাকীম সরকার আর নেই


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলপুরে মুক্তিযোদ্ধা আলহাজ এম এ হাকীম সরকার (৭৫) মৃত্যুবরণ করেছেন (ইন্নাালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।শনিবার (৩১ জুলাই)সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

তিনি মুক্তিযোদ্ধাদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। এম এ হাকীম সরকার ছাত্রজীবনেই মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ফুলপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছিলেন।

প্রবীণ এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর শুনে তার বাসভবনে ছুটে যান ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করীম রাসেল, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, পৌর মেয়র মি. শশধর সেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, ওসি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মোস্তফা খান, শাহ নাফিউল্লাহ সৈকতসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করীম রাসেল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, ফুলপুর-তারাকান্দা মুক্তিযোদ্ধা সংসদ, ফুলপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর মুকুল,প্রমুখ।

ময়মনসিংহে ৫০টি অক্সিজেন সিলিন্ডার অ্যাম্বুলেন্স প্রদান করলেন মসিক মেয়র

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিটি মেয়র তার ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন সিটি কর্পোরেশন মেয়র মো.ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।

বুধবার বেলা ১২টায় মমেকহার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবীরের হাতে এসব সামগ্রী তুলেদেন মসিক মেয়র ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।

অনুষ্ঠানে মেয়র টিটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,করোনা মহামারিতে সারা বিশ্বে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য নজির স্থাপন করেছে। আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকেই পূর্বের মতো করোনার এই অশুভ লগ্নে স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনেও করে যাবো।

মেয়র আরো বলেন,আমরা ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশকে দেখেছি যে করোনার সাথে মোকাবেলা করতে না পেরে তারা ভেঙ্গে পড়েছে,তাই আমাদের পরিস্থিতি যেনো সেইরকম না হয় এই দিকে সবাইকে সচেতনতার দৃষ্টি রাখতে হবে।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন,আপনারা সর্বাবস্থার সংকটে একটি পথপ্রদর্শক হিসবে কাজ করেন এবং করছেন। এই জন্য আপনাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আপনারা সামনেও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করোনা প্রতিরোধ করতে সর্বত্র আগের মতো প্রচার প্রচারণা করে যাবেন।

তিনি আরো বলেন,করোনাভাইরাসের এই সংকটময় মুহুর্তে সবচেয়ে বেশি যে জিনিসটির সংকট দেখা দিচ্ছে সেটি হচ্ছে অক্সিজেন,ময়মনসিংহ মেডিকেলে এর কিছুটা সংকটও রয়েছে তাই আমরা দেরি না করে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও একটি ফ্রী অ্যাম্বোলেন্স সার্ভিস প্রদান করেছি।

অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম করোনা প্রতিরোধে সকল ব্যবসায়ীদেরক এক যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন,আমরা পূর্বেও সবার পাশে ছিলাম এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ সভাপতি ডাঃ মতিউর রফমান ভূইয়া, বিএমএ সাধারণ সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ জেল মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের পরিচালক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, প্রমুখ।


ময়মনসিংহে লকডাউনের ৪ দিনে ১৪৮৪ মামলায় জরিমানা ৮,৬৩,৪৭৩ টাকা


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে করোনাভাইরাস রোধে লকডাউনের পরবর্তী ৪ দিনে সরকার আরোপিত কঠোর লকডাউন অমান্য করায় ২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ৪ দিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতে মোট ১ হাজার ৪ শত ৮৪ টি মামলায় সাকুল্যে ৮ লক্ষ  ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তন্মধ্যে সোমবার (২৬ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত একদিনে ময়মনসিংহ জেলা, উপজেলা প্রশাসন ও সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ৩৪০ মামলায় ২লক্ষ ৩৯ হাজার ৭৩০ টাকা জরিমানা আদায় করেছেন।

এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক জানান, ২৬ জুলাই তারিখে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে জেলা প্রশাসন ১৪৮ টি মামলায় ৭২,০০০ টাকা, উপজেলা প্রশাসন ১৭৬ টি মামলায় ১,৬২,৩৮০ টাকা, ময়মনসিংহ সিটি করপোরেশন ১৬ টি মামলায় ৫,৩৫০ টাকা জরিমানা আদায় করে। একদিনে সর্বমোট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি করপোরেশন মোট ৩৪০ মামলায় ২,৩৯,৭৩০ টাকা জরিমানা আদায় করে।

তিনি আরও বলেন, কঠোর লকডাউন শুরুর পর থেকে চার দিনে ১ হাজার ৪৮৪ মামলার বিপরীতে ৮ লক্ষ ৬৩ হাজার ৪৭৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার কথাও বলেন তিনি।

ময়মনসিংহে করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু
তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও করোনা উপসর্গ নিয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। যা সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়েছে হাসপাতালটিতে। করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। আজ সোমবার (২৬জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের মৃত ২৩ জনের মধ্যে ৯ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১৪ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় ৩শ ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। যা আগের রেকর্ড ভঙ্গ করে নতুন রেকর্ড স্থাপন করেছে। 
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আলি ফতেন্নেসা (৬৮), সুক্লা (৬১), হালুয়াঘাটের মোহাম্মদ আলি (৬০), ত্রিশালের সাব্বির (৪২), মুক্তাগাছার লিয়াকত আলি (৬০), গফরগাঁওয়ের বকুলা (৮২), নেত্রকোনা সদরের হামিদা খাতুন (৫২), খালিয়াঝুড়ির শাহজাহান (৫০), গাজীপুরের শ্রীপুররের ফয়েজ বানু (৮০)।
 
এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন-ময়মনসিংহ সদরের মো. সাইফুজ্জামান (৬৪), ফিরোজা খাতুন (৬৫), ইসমাইল (৩৫) ও আব্দুস সিদ্দিক (৬৪), নান্দাইলের রমেসা (৭৮), ত্রিশালের আঞ্জুমান (৭০), ভালুকার তাজুদ্দিন (৪৫), গফরগাঁওয়ের আব্দুস রাজ্জাক (৮০), ফুলপুরের আব্দুল সেলিম (৫০), নেত্রকোনা সদরের পাপিয়া (৩৫), পূর্বধলার আব্দুর রশিদ (৮৫), টাংগাইল সদরের বিনয় কিশ পোদ্দার (৬২) ও মধুপুরের খলিল (৮৫) এবং গাজীপুর শ্রীপুরের নুরুল ইসলাম (৬০)। 
 
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪শ ৫৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ১৯জনএদিকে রবিবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৩শ ৭০ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ২শ ৫৫ জন ও আরটিপিসিআর টেস্টে ১শ ১৫জন রয়েছেন।এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরে ১শ ৮০জন, নান্দাইলে ১৪জন, ঈশ্বরগঞ্জে ৫জন, গৌরীপুরে ২২জন, ফুলপুরে ৩২জন, তারাকান্দায় ৫জন, হালুয়াঘাটে ৩জন, মুক্তাগাছায় ৩৪জন,  ফুলবাড়িয়ায় ১৩ জন,  ত্রিশালে ২৪জন, ভালুকায় ২০জন ও গফরগাঁওয়ে ১৮জনের করোনা শনাক্ত হয়েছে।

ঈশ্বরগ‌ঞ্জে ৩ যমজ বাচ্চার জন্ম


তাপস কর,ময়মনসিংহ : ময়মন‌সিং‌হের ঈশ্বরগঞ্জে তিন যমজ বাচ্চার জন্ম দিয়েছেন এক গর্ভদারিনী মা। ঈশ্বরগঞ্জের  রাজিবপুর ইউ‌নিয়‌নের মম‌রেজপুর গ্রা‌মের স্বপন ও লাকী দম্প‌তি একসঙ্গে ৩ নবজাতকের জন্ম দিয়ে‌ছেন।

রবিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৩০ মি‌নি‌টে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড্ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী বিভা‌গের লেবার ওয়া‌র্ডে স্বাভা‌বিক অবস্থায় ২‌টি পুত্র সন্তান ও ১‌টি কন‌্যা সন্তান প্রসব ক‌রেন।

প‌রিবার সু‌ত্রে জানা যায়, গ্রা‌মের বা‌ড়ি‌তে থাকা অবস্থায় র‌বিবার ভোর রাতে প্রসব ব্যাথা শুরু হ‌লে লাকী আক্তারকে সিএন‌জি করে ময়মন‌সিংহ চুরখাই ক‌মিউ‌নি‌টি বেজড্ মে‌ডি‌কেল ক‌লে‌জ হাসপাতা‌লে গাইনী ওয়া‌র্ডে নি‌য়ে যাওয়া হয় । নি‌য়ে যাওয়ার ১৫ মি‌নি‌টের ম‌ধ্যেই প্রথ‌মে ২‌টি ছে‌লে সন্তান ও সব‌শে‌ষে ১‌টি কণ্যা সন্তান প্রসব ক‌রেন । লাকী আক্তার এর আগে ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তানের জননী 

নবজাতক ত্রয়ের পিতা আ‌জিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান , আলহামদু‌ল্লিাহ রাব্বুল আলামী‌নের কা‌ছে শুক‌রিয়া আদায় কর‌ছি নবজাতক ৩ জন সহ নবজাত‌কের মা সক‌লেই সুস্থ‌ আ‌ছে। সক‌লের কা‌ছে দোয়া চাই ।

ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে জেএমবির সদস্য গ্রেফতার


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে জেএমবির এক সক্রিয় সদস্য কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‍্যাব। আমির হামজা ওরফে আমিরুল (২৮) নামে জেএমবির সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। এ সময় তার কাছ থেকে ৫ টি উগ্রবাদি বই, ৫ টি বুকলেট ও ৪ টি লিফলেট ও নগদ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আমির হামজা ওরফে আমিরুল পৌর শহরের ৯ ওয়ার্ডের মো. আ. হাকিমের ছেলে।

রবিবার (২৫ জুলাই) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে র‍্যাব-১৪ কোম্পানী কমান্ডার মো. আখের মুহম্মদ জয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার জোরবাড়ীয়া এলাকায় জেএমবির কয়েকজন সদস্য নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে। এমন সংবাদ পেয়ে র‍্যাবের একটি অভিযান চালালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও আমির হামজা ওরফে আমিরুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমির হামজা স্বীকার করে যে, সে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ’র সক্রিয় সদস্য। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের জন্য কৌশলে সে বিভিন্ন এলাকা থেকে সদস্য সংগ্রহের কাজ করে আসছেন বলেও স্বীকার করেন।

গৌরীপুরে বিনামুল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে বিনামুল্যে অক্সিজেন ও অ‍্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে এই সংগঠনটি।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এসো গৌরীপুর গড়ি’র বিনামূল্যে অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা চালু করেন।

সংগঠনের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনে উপজেলায় যানবাহন চলাচল সীমিত হয়ে গেছে। সীমিত পরিসরে যানবাহন চলাচল করলেও জরুরি প্রয়োজনে সেগুলোর দেখা মিলে না। অপরদিকে করোনা মহমারির মধ্যে অক্সিজেন সিলিন্ডারের দাম বেড়ে গেছে। করোনা রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে জরুরি প্রয়োজনে অক্সিজেন পাওয়া যায় না।

এমন পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে দরিদ্র রোগীদের হাসপাতালে পৌঁছে দিতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেন সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা পেতে হটলাইন চালু করেছে সংগঠনটি। জরুরি প্রয়োজনে হটলাইনে ফোন করলে অ্যাম্বুলেন্স বাড়ি পৌঁছে যাবে। পাশাপাশি সংগঠনের স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার বাড়িতে পৌঁছে দিবে।

এসো গৌরীপুর গড়ি’র প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি বলেন, নিজেদের অর্থায়নে একটি মাইক্রোবাস ও অটোরিকশা ভাড়া নিয়ে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবার কার্যক্রম শুরু হয়েছে। আপাতত এই সেবা শুধু গৌরীপুর পৌরসভায় দেওয়া হবে। ফান্ড বাড়লে এই সেবা সারা উপজেলায় দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়ি’র উদ্যোগে বিনামূল্যে অ্যাম্বুলেন্স ও করোনা রোগীদের অক্সিজেন সরবরাহের উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। তাদের এই উদ্যোগে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে। 

গৌরীপুরে ১০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে ১শ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব‍্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম‍্যমান আদালত । উপজেলার গৌরীপুর-শ্যামগঞ্জ সড়কে মেছিডেঙ্গি গ্রাম থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টায় এই মাদক উদ্ধার  ও একজনকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালত।

উদ্ধারকৃত মালামালসহ ওই দিন দুপুর ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালীবাজাইল গ্রামের আঃ গণির ছেলে আবু সাঈদ (৩০)। এ সময় সাথে থাকা মোটরসাইকেল আরোহী অন্যজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আবু সাঈদ জানান, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম শিবলু (৩৫)। তার বাড়ি ময়মনসিংহের আকুয়ার ভাঙাপুল এলাকায়। তিনি আরো জানান, দুর্গাপুর বাজার থেকে এসব মাদক কিনে বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাচ্ছিলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, সকালে ভ্রাম্যমান আদালত চলাকালীন মেছিডেঙ্গী গ্রামে দুইজন মোটর সাইকেল আরোহীকে দেখে সন্দেহ হয়। এসময় তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পিছন থেকে ধাওয়া দিলে আবু সাঈদ মোটর সাইকেল থেকে পরে যায়। এসময় তার সাথে থাকা ব্যাগটি রাস্তায় ফেলে দৌড় দেয়। ব্যাগ খুলে দেখা যায় ভিতরে ফেনসিডিলের বোতল। পরে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দৌড়ে আবু সাঈদকে আটক করে। ব্যাগে ১শ বোতল ফেনসিডিল, একটি এন্ড্রয়েড ও একটি সাধারণ মোবাইল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরী আর নেই

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে সাবেক এমপি খুররম খান চৌধুরী আর নেই ।  

সাবেক চার বারের এমপি বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি.... রাজিউন)। শনিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন খুররম খান চৌধুরী। এজন্য তাঁকে গত ৮ জুলাই ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ১৪ জুলাই হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়।

তিনি ময়মনসিংহ-৮ ও ময়মনসিংহ-৯ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগে করোনায় আক্রান্ত ২০ হাজারের অধিক-মৃত্যু ২৮৪

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না। বেড়েই চলেছে যেন মৃত্যুর মিছিল। করোনাভাইরাসের হটসপট এখন ময়মনসিংহ বিভাগ। কিছুদিন কম থাকলেও ইদানিং আবারো আক্রান্ত, মৃত্যু, ঝুঁকি, আতংক এই বিভাগে সবই বাড়ছে। বিভাগের জামালপুর, ময়মনসিংহ, শেরপুর ও নেত্রকোণা জেলায় গতকাল পর্যন্ত সর্বমোট ২০ হাজার ২শ ৩৮জন লোক আক্রান্ত এবং মৃত্যুবরণ করেছে ২শ ৮৪ জন। এপর্যন্ত করোনা ১লাখ ৬১ হাজার ১শ ২৪টি নমুনা টেস্ট করা হয়েছে। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে  ১৪ হাজার ২শ ৮৯জন। সরকার বাইরে সকলকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অধিকাংশ মানুষই মাস্ক পড়ছে না। 

ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. শাহ আলম জানান, গত চব্বিশ ঘন্টায় বিভাগের চার জেলায় মোট ৭২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে তন্মধ্যে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ১৬৯জন। তন্মধ্যে ময়মনসিংহে ১০৮, নেত্রকোণায় ৮, জামালুরে ৩৭ ও শেরপুরে ১৫জন। বিভাগে অক্রান্তর হার ২৩.৩৭ শতাংশ।

এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮জন করোনায় এবং ৯জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪শ ৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন। 

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪শ ৩৬টি নমুনা পরীক্ষা করে ১শ ০৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৪ দশমিক ৭৭ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। 

ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. শাহ আলম আরো জানান, করোনায় আক্রান্ত জেলাওয়ারী ময়মনসিংহে ১১,২৯৭জন, নেত্রকোনায় ২,৫৯৫,  জামালপুরে ৩,৭৬৬ জন, জন এবং শেরপুরে ২৫৮০ জন। এনিয়ে বিভাগে সর্বমোট মারা গেছেন ২৮৪  জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ১১৩ জন, নেত্রকোনা জেলায় ৫২ জন, জামালপুরে ৭৪ জন এবং শেরপুর জেলায় ৪৫ জন।

অকারণ ঘোরাঘুরি, শপিংসহ সবকিছু খুলে দেয়ার প্রেক্ষিতে অবাধ চলাচলের প্রভাব পড়তে শুরু করেছে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানান। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য চলছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘুরাঘুরি করার প্রেক্ষিতে করোনা সংখ্যা দিন দিন ব্যাপক হারে বাড়ছে। দ্রুত আক্রান্তের লাগাম ধরে টানতে হলে স্বাস্থ্যবিধি মানাতে জনগণকে বাধ্য করা ছাড়া কোনো পথ খোলা নেই বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান।

মেয়র মো. ইকরামুল হক টিটু জানান, করোনা সংকট মোকাবিলায় সিটি করপোরেশনের বরাদ্দ থেকে দেওয়া হয়েছে ১ হাজার ৩শ ২৭ টন চাল ও ৬৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা। করোনায় তার মেয়র ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০ হাজার প্যাকেট খাবার বিতরণ করেছেন। সিটি করপোরেশনের উদ্যোগে জনবহুল ৫শ ২৫টি স্থানে করা হয়েছে হাত ধোয়ার ব্যবস্থা ও ১শ টি মাইকে দৈনিক সচেতনতা বার্তা প্রচার, ২০টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা এবং বিতরণ করা হয়েছে কয়েক লক্ষ মাস্ক। ৪টি গাড়ি এবং ২৫টি স্প্রে ম্যাশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটানো হচ্ছে নিয়মিত। 

তিনি আরো জানান, কাঁচাবাজারকে সুপ্রশস্ত স্থানে- প্রথমে কাঁচারিঘাটে ও পরবর্তীতে রেলস্টেশনের সামনে স্থানান্তর করা হয়েছে। মাস্ক, সামাজিক দুরত্ব এবং করোনা প্রতিরোধে সরকার নির্ধারিত বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন করেছে মসিকের ভ্রাম্যমান আদালত।

মেয়র টিটু জানান, স্থাপন করা হয়েছে জীবাণুনাশক টানেল। ডাক্তারদের যাতায়াত এবং স্বাস্থ্য কর্মীদের নমুনা সংগ্রহে করা হয়েছে পরিবহনের ব্যবস্থা। মানুষ যেন ঘরে থেকে চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য চালু করা হয়েছে টেলিমেডিসিন সেন্টার। এছাড়াও করোনা সচেতনতা বাড়াতে নগরীর একাধিক পয়েন্টে নিয়মিত বিরতিতে করা হচ্ছে মাস্ক ক্যাম্পেইন।

করোনা ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনায়ও সিটি করপোরেশন দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। শুরু থেকেই ময়মনসিংহ বিভাগের সকল জেলার মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন এবং টিকা গ্রহণের পরিমাণ ছিল সর্বোচ্চ।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান জানান, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে সকললে এগিয়ে আসতে হবে। একটি নিরাপদ ময়মনসিংহ গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় পরিষদের ময়মনসিংহ বিভাগীয় করোনা মনিটরিং সেলের সমন্বয়ক, বি.এম.এ ময়মনসিংহ জেলা শাখা ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. এইচ. এ. গোলন্দাজ জানান, সরকার মাস্ক বাধ্যতামূলক করলেও এখনো মাস্ক পড়ছে না। গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি অমান্য চলছে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত না করে করোনায় আক্রান্ত রোগীরা বাইরে ঘুরাঘুরি করার প্রেক্ষিতে করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন ব্যাপক হারে বাড়ছে। 


ময়মনসিংহে এমপি পরিচয়ে প্রতারণা-নারীসহ আটক ২


তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহে এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামের পরিচয় দিয়ে ফোন করে প্রতারণার অভিযোগে জহির উদ্দিন বাবলু নামে এক ব্যক্তি ও তার সহযোগী এক নারীকে আটক করেছে ডিবি পুলিশ। চাকরি দেওয়ার প্রলোভনে নগদ টাকা ও চেক হাতিয়ে নেওয়ার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে।

প্রতারকের প্রকৃত নাম মো. জহির উদ্দিন বাবুল (৬০)। তিনি কিশোরগঞ্জের বাজিতপুরের হালিমপুর গ্রামের প্রয়াত ডা. মাহতাব উদ্দিনের ছেলে। ১৯৯১ সালে তিনি কিশোরগঞ্জ – ৫ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

গতকাল বুধবার সকালে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে তার মাধ্যমে ময়মনসিংহ নগরীর সেনবাড়ি মসজিদ সংলগ্ন এলাকা থেকে গুলশান আরা খানম লাভলী (৪৫) নামে এক নারীকে আটক করা হয়। তিনি প্রয়াত পুলিশ উপ-পরিদর্শক হায়দার আলী খানের স্ত্রী।

পুলিশ জানায়, গত ১৫ জুন গুলশান আরা খানম লাভলী ময়মনসিংহ পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। ব্যবসার অংশীদারিত্বের টাকার পরিবর্তে চেক দিলেও তা প্রত্যাখ্যাত হওয়ায় টাকা প্রাপ্তির দাবি জানিয়ে অভিযোগটি করা হয় নগরীর বাউন্ডারি রোডের নজরুল ইসলামের স্ত্রী আফরোজা আক্তার ডালিয়ার বিরুদ্ধে। পুলিশ তদন্ত শুরু করলে এইচ টি ইমামের ছেলে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য তানভীর ইমামের পরিচয়ে তদবির শুরু করেন প্রতারক জহির। ডিবির ওসি ও অভিযোগের তদন্ত কর্মকর্তাকে ফোন দিয়ে দ্রুততম সময়ের মধ্যে টাকা উদ্ধারের ব্যবস্থা নিতে নির্দেশ দেয় সে। পরে প্রতারণার শিকার হয়ে উল্টো ঝামেলায় পড়া পরিবারটি পুলিশের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

ভুক্তভোগী আফরোজা আক্তার ডালিয়া জানান, নগরীর নতুন কুঁড়ি স্কুলে নিজের সন্তানকে নিয়ে যাওয়ার সময় দুই বছর আগে পরিচয় হয় গুলশান আরার সঙ্গে। তিনি নিজেকে এইচ টি ইমামের ছেলের খালাতো বোন পরিচয় দিতেন। ওই অবস্থায় তিনি নিজের ভাসুরের ছেলে ও মেয়ের চাকরির জন্য কথা বলেন গুলশান আরার সঙ্গে। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে চলতি বছরের জানুয়ারিতে ১৭ লাখ টাকায় চুক্তি হয়। ৬ লাখ টাকা নগদ ও ৫টি ব্ল্যাংক চেক নেয় গুলশান আরা। তিনি আরও বলেন, চাকরি ও টাকা ফেরত না দিয়ে খালি চেকে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে চেক ডিজঅর্নার করে তাদের নামে উকিল নোটিশ পাঠায় গুলশান আরা। তার ভাতিজার বন্ধু দরিদ্র পরিবারে শরীফ ভিটে রেখে বাকি জমি বিক্রি করে ২ লাখ টাকা তুলে দিয়েছে গুলশান আরার হাতে।

আফরোজা ছাড়াও আরও বেশ কয়েকজনের কাছ থেকে চাকরির প্রলোভনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। বুধবার বিকেল পর্যন্ত ডিবি পুলিশের কাছে ৫টি অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক ভাবে নগদ ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য এসেছে পুলিশের কাছে।

পুলিশ আরও জানায়, গুলশান আরার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৮টি চেক। চেক গুলোতে টাকার অংক উল্লেখ করা হয়েছে ৪৪ লাখ ৩০ হাজার টাকা। চক্রের প্রধান জহির উদ্দিনের মুঠোফোন তল্লাশি করে বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করার তথ্য পাওয়া গেছে। গ্রুপ ভিত্তিক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে অসহায় নারীদের চাকরির প্রলোভনে খালি চেক নিয়ে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে টাকা দাবি করতো চক্রটি। টাকা না দিলে পুলিশের সহায়তা চাওয়া হয়।

ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান, বিষয়টি নিয়ে বুধবার বিকেলে কোতোয়ালি থানায় মামলা করেছেন আফরোজা আক্তার। এতে জহির উদ্দিন বাবুল, গুলশান আরা ও মামুন নামে তিন নামের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান বলেন, এমপি পরিচয়ে তদবির করায় সন্দেহ হয়। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার ফকিরাপুল এলাকার একটি হোটেল থেকে তাকে আটক করা হয়েছে। ময়মনসিংহ নগরীর সেনবাড়ি এলাকা থেকে তার সহযোগী এক নারীকেও আটক করা হয়েছে। চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

তবে কেউ চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করলে টাকা না দিয়ে পুলিশকে জানানোর কথাও বলেন পুলিশ সুপার।


ষড়যন্ত্র কারীরা দেশ ও জাতির শত্রু গণপুর্ত  প্রতিমন্ত্রী


তাপস কর,ময়মনসিংহ : ষড়যন্ত্র কারীরা দেশ ও জাতির শক্র  গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এমনিতেই আসেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ও মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা লাল সবুজের দেশ সোনার বাংলাদেশ, স্বাধীনরাষ্ট্র ও নিজস্ব পতাকা পেয়েছি। 

বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে আজ বুধবার নগরীর টাউন হল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণশেষে তিনি এ সব কথা বলেন। 

প্রতিমন্ত্রী আরো বলেন, যারা স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র করে তারা দেশ ও জাতির শত্রু পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

এর আগে টাউনহল প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রতিমন্ত্রী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। 

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. ফরিদ আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় এছাড়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মমতাজ উদ্দীন মমতা, এম এ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবীলীগ, তাঁতী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়া মহানগর আওয়ামীলীগের উদ্যোগে শীববাড়ি দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়েছে।


 

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে করোনায় আরও ৪ জনের মৃত্যু

তাপস কর,ময়মনসিংহ :  ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা থেকে আজ বুধবার (২৩ জুন) সকাল ৮টার মধ্যে ওই চারজন মৃত্যুবরণ করেন। তারা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রেনু আক্তার (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা (৫৫) এবং ফাতেমা বেগম (২৫)। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে সাতজন রোগীর মৃত্যু হলো। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মো. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ওই চারজন মমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন। পরে এদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ ওয়ার্ডে এবং অন্য তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আরও বলেন, আজ বুধবার বেলা ১১টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ১৪৯ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১১ জন। এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় নতুন করে ৪শ ৫০জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এই হিসেবে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ।

 

 

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (২২ জুন) রাতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হরিনাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া, আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া এবং লাল মিয়ার ছেলে অন্তর মিয়া।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানিয়েছেন, রাতে একটি মোটরসাইকেলে তিনজন উপজেলার রসুলপুর থেকে চারিপাড়া গ্রামে আসার পথে হরিনাতলা নামক স্থানে মুক্তাগাছাগামী একটি ট্রাক পিছনদিক থেকে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের সেখানে মৃত্যু হয়।

পুলিশ ট্রাকের চালক ইনসাফকে আটক করেছে। ট্রাকটি জব্দ করে মুক্তাগাছা থানায় নিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

 

ময়মনসিংহে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তাপস কর, ময়মনসিংহ : ময়মনসিংহে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) ময়মনসিংহ জেলায় “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”এর বিভাগীয় পর্যায়ে আন্তঃজেলা ট্যুর্নামেন্টের শুভ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জনাব কে এম খালিদ এমপি, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিভাগীয় কমিশনার,ময়মনসিংহ; জনাব ব্যারিস্টার হারুন আর রশিদ বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা, পুলিশ সুপার, ময়মনসিংহ; জেলা পরিষদ চেয়ারম্যান জনাব এহতেশামুল আলমসহ জেলা প্রশাসন, ময়মনসিংহের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন মহলের ক্রীড়ামোদী ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget