Articles by "বগুড়া"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

রূপালী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে মাদক, জঙ্গিবাদ বিরোধী এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে মাদক, জঙ্গিবাদ বিরোধী এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত এই শ্লোগানে আজ আদমদীঘি উপজেলার মুড়ইল বাজারে রূপালী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সমিতির হলরুমে  এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আলহাজ্ব আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও রূপালী সমবায় সমিতি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো: মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের প্রতিনিধি এ কে সাজু, সাংবাদিক তৌফিক আহম্মেদ তাপস, জনাব মো: হেলাল উদ্দিন, রফিকুল বাড়ী, মোফাখ্খারুল আলম, একরাম হোসেন, মো: রেজাউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ, রূপালী সমবায় সমিতির সদস্য  স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক, উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মাদক, জঙ্গিবাদ বিরোধী এবং বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সমিতির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা সমিতির সদস্যদের মাঝে উপহার বিতরণ করা হয়।

 

দেশবাসিকে রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষথেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাসুদ রানা

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ব্যাবস্থাপনা পরিচালক মো : মাসুদ রানা।

বুধবার ( ২৮ জুন) এক বার্তায় এই শুভেচ্ছা জানান তিনি। 


তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংস্থাটির সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও সকল শুভানুধ্যায়ীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।


তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করেন তিনি।


রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষথেকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার বেলা বারটায় সংস্থাটির প্রধান কার্যালয় আদমদিঘির মুরইল বাজারে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো: আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থাটির ব্যাবস্থাপনা পরিচালক মো: মাসুদ রানা। এসময় প্রায় ২০০ জন দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

সংস্থাটি দারিদ্র বিমোচনে দীর্ঘদিনধরে কাজ করে আসছে। এসময় সংস্থাটির ব্যাবস্থাপনা পরিচালক মো: মাসুদ রানা বলেন, রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি সবসময় দারিদ্র ও অসহায় মানুষদের পাশে দাড়িয়ে মানব সেবায় কাজ করে যাচ্ছে ও তাদের সাবলম্বি করে গড়ে তুলতে কাজ করছে। এছাড়াও সংস্থাটি দারিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন প্রকার সেবামূলক কাজ করে আসছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: বেলাল হোসেন সরদার, মো: সোহেল রানা, আব্দুস সালাম, রাশেদুল ইসলাম হেলাল উদ্দিন, জয়নাল আবেদিন, রাজিবুল ইসলাম রাজিব, শফিকুল ইসলাম লিটন ও আজিজুল হক সহ সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বিএমএসএফ অতীতের ন্যায় কাজ করবে

বগুড়া, বুধবার,৭ ডিসেম্বর ,২০২২ সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বিএমএসএফ অতীতের ন্যায় কাজ করবে।বুধবার দুপুরে সাংগঠনিক সেবা মাস উপলক্ষে মতবিনিময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, সংগঠনটি সাংবাদিকদের স্বার্থ, অধিকার এবং মর্যাদা রক্ষার আন্দোলনে বিগত ১০ বছর ধরে কাজ করছে, আগামীতেও সাংবাদিকদের পাশে থাকবে।


নারী সাংবাদিক জিনাত জেবীন টিউনের সভাপতিত্বে ও মো: আশরাফুল ইসলাম রহিত এর সঞ্চালনায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে এবং সাংবাদিকদের ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (৭ ডিসেম্বর) বগুড়ার তিনমাথা এলাকায় দৈনিক সুপ্রভাত বগুড়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, এই ফোরাম সাংবাদিকদের অধিকার এবং স্বার্থ রক্ষার দাবি সংশ্লিষ্ট ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে ৩ শতাধিক শাখায় প্রায় ১৫ হাজারের বেশি সাংবাদিক কাজ করছেন।


এই ১৪ দফা দাবি সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং নিশ্চয়তা রক্ষা করবে, এটি সাংবাদিকদের বেঁচে থাকার রক্ষা কবচ। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। বিএমএসএফ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন হিসেবে ২০১৩ সাল থেকে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে আসছে। এছাড়া যে কোন ধরনের হয়রানি মামলা নির্যাতন এবং নিপীড়নে সাংবাদিকদের পাশে থাকছে সংগঠনটি।


সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ জাতীয় পরিষদের নেতা ও নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জ্বল হোসেন, জাতীয় পরিষদের নেতা ও আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান, জাতীয় পরিষদের নেতা ফয়সাল আজম অপু।


বক্তব্য রাখেন সাংবাদিক সাজেদুর রহমান সবুজ, আব্দুল ওহাব, মাকসুদ আলম হাওলাদার, আলী ইব্রাহীম, হায়দার আলী মিঠু, রায়হানুল ইসলাম, ইমদাদুল হক, প্রামাণিক রতন, শ্যামল সরকার ও রাসেল সরকার আকাশ।

বগুড়ার কাহালুতে মিনিট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ- নিহত ৪

 নিজস্ব প্রতিনিধি : বগুড়ার কাহালুতে  প্রাইভেটকার ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হন আরও ১জন। শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কাহালু উপজেলার দরগাহাট এলাকার বগুড়া-নওগাঁ মহাসড়কে সজল ফ্যাক্টরির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়নের তনসের আলী মাষ্টার (৬০) ও তার ছেলে ফজলে রাব্বী টগর (৩৫), একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান বিজয় (৩৫) এবং প্রাইভেটকার চালক পত্নীতলা এলাকার মান্নুর ছেলে সুমন (৩০)। আহতের নাম শাকিল (২০)। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা গেছে, নিহত তনসের আলী নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,

 তনছের আলী ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-২২ -১৪৯৮) নওগাঁ থেকে বগুড়া যাচ্ছিল তারা,পথিমধ্যে কাহালুর দরগাহহাট এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁ গাঁমী একটি মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-গ-২৩-১৭১৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তনছের আলী, তার ছেলে টগর এবং প্রাইভেটকারচালক সুমন মারা যান। পরে আহত শাকিল ও আব্দুর রহমান বিজয়কে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আব্দুর রহমান বিজয়ের মৃত্যু হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় ঘটনাস্থলে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে ট্রাকচালক পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। ট্রাক জব্দ করা হয়েছে।

ভোক্তা ও কৃষক উভয়ের স্বার্থে চাল আমদানির সিদ্ধান্ত - খাদ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা, সান্তাহার : ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় সরকার চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এই মুহুর্তে চালের মজুদ ১৭ লাখ মেট্টিক টন। চলমান বোরো সংগ্রহ মৌসুমে ইতি মধ্যে সাড়ে ৮ লাখ মেট্টিক টন চাল সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, চাল সংগ্রহের সময়সীমা আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই শতভাগ চাল সংগ্রহ হয়ে যাবে। এসময় খাদ্য গুদামে মানসম্মত চাল সংগ্রহের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন চালের মানের সাথে কোন আপোষ করা যাবে না। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি সান্তাহার কেন্দ্রীয় সংরক্ষনাগার (সিএসডি) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রনালয়ের দ্বায়ীত্ব নেয়ার আগে দেশে বেসরকারি ভাবে চাল আমদানি হতো শুন্য শতাংশ কর আরোপে এবং যে কেউ আমদানি করতে পারতো। এর ফলে বাজারে আমদানিকৃত চালের সরবরাহ বেশী ছিল। ফলে দামও কমে গিয়েছিল। এর ফলে কৃষক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছিল। প্রান্তিক কৃষক ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলে অন্য ফসলের চাষ শুরু করে।

মন্ত্রী বলেন, মন্ত্রনালয়ে দ্বায়ীত্ব গ্রহনের পর কৃষক যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেটি নিশ্চিত করতে এবং আমদানি নিরুৎসাহীত করতে চালের আমদানিতে সাড়ে ৬২ শতাংশ কর আরোপ করা হয়েছিল। মুল উদ্দেশ্য ছিল কৃষককে আবারো ধান চাষে আগ্রহী করে তোলা এবং স্থানীয় সংগ্রহের মাধ্যমে খাদ্য মজুদ গড়ে তোলা। বর্তমান সরকার এখন কৃষকদের নিকট থেকে যৌত্তিক দামে ধান সংগ্রহ করায় কৃষক উপকৃত হচ্ছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরেক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, দেশে খাদ্য উৎপাদন যেমন বেড়েছে তেমনি ভোক্তাও বেড়েছে। চালের এখন হিউম্যান ও ননহিউম্যান ব্যবহার হচ্ছে। মোটা চালের বেশীর ভাগ ননহিউম্যান খাতে ব্যবহার যা’ সাধারণত হিসাব করা হয় না। এছাড়াও প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিপুল সংখ্যক প্রবাস ফেরত এবং ১০ লাখের বেশী রোহিঙ্গাদের জন্য খাদ্যের সংস্থান করতে হচ্ছে বলে চালের বাজারে চাপ পড়েছে।

তিনি আরও বলেন, চালের বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নেয়া হচ্ছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি বেসরকারি ভাবে চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে। শিঘ্রই এর সুফল দৃশ্যমান হবে। এর আগে খাদ্যমন্ত্রী স্থানীয় মিল মালিক ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিদের সাথে খাদ্য সংগ্রহ পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় করেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি,এম ফারুক হোসেন পাটোয়ারি, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফ উজ্জামান এবং সান্তাহার সিএসডির ব্যবস্থাপক(ভারপ্রাপ্ত) দুলাল উদ্দিন খান প্রমুখ।

আদমদীঘিতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করায় ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা

মোঃ সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) : বগুড়ার আদমদিঘীতে সরকার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করার অপরাধে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন আদমদীঘি উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন। 

এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সীমা শারমিন সাংবাদিকদের বলেন সান্তাহারে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবহার নিষিদ্ধ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। 

এমন সংবাদের ভিত্তিতে ২টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সে সময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ভঙ্গের অপরাধে সান্তাহার পৌর শহরের বৈশাখী চাউল কলকে ২০ হাজার টাকা ও বুশরা চাউল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের তিন নারীসহ আটক ৫

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় সংঘবদ্ধ চোরচক্রের তিন নারী সহ ৫ জনকে গ্রেফতার ও চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে সেলিম(২৪), একই এলাকার মুকুলের ছেলে আরিফ(২৫), মৃত আবদুল লতিফের মেয়ে ঋতু(৪৫), হানিফের মেয়ে সেলিনা(৩৮) ও রফিকের মেয়ে আয়শা(৩২) কে আটক করে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৬ মে ) সকাল সাড়ে ১১টায় সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রকিবুল আক্তার এই তথ্য জানান। তিনি আরও জানান পুলক কুমার কুন্ডুর অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার দুপুর ১২টায় এক্সিম ব্যাংক নওগাঁ শাখা থেকে ৫০ হাজার টাকা ৪ টি বান্ডিল সর্বমোট ২ লক্ষ টাকা উত্তোলন করে দুই পকেটে রাখে এবং পূর্বালী ব্যাংকে টাকা গুলো জমা দেয়ার উদ্দেশ্যে রওনা হলে শহরের বাটার মোড় ডক্টরস্ ফুডস্ নামক দোকানের সামনে ভীড়ের মধ্যে ধাক্কা দিয়ে প্যানটের ডান পকেট থেকে কৌশলে নগত ৫০ হাজার টাকা চুরি করে নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এ কে এম মামুন খান চিশতী, সহকারী পুলিশ সুপার জেলা বিশেষ শাখা (ডিএসবি) সুরাইয়া খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাইদ, সদর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত ফয়সাল বিন আহসান প্রমুখ সহ বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ চাইলেন জামাই


প্রতিনিধি বগুড়া : বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জামাই আবু সাঈদ (৩০)। এ ঘটনায় অপহৃত শ্বশুর আব্দুল গাফফারকে (৬০) উদ্ধার এবং জামাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রাম দীঘিরপাড়া এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে অপহৃত আব্দুল গাফফারের জামাই আবু সাঈদ (৩০), একই উপজেলার চকজগৎপুর এলাকার মৃত কমের উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৩৮) ও জাঙ্গালপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে মো. হৃদয় প্রাং (২২)।

জানা গেছে, বগুড়া সদরের বুজরুক বাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল গাফফার স্থানীয় বায়তুল রহিম জামে মসজিদের মুয়াজ্জিন। গত সোমবার (৩১ আগস্ট) রাতে তিনি মসজিদে ঘুমিয়েছিলেন। রাত ১০টার দিকে তার জামাই আবু সাঈদের নেতৃত্বে কয়েকজন তাকে মসজিদ থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার ছেলে আলালের কাছে মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়। বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশের পরামর্শে আলাল অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করেন।

অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিয়ে বগুড়া সদরের চন্ডিহারা বন্দর এলাকায় যেতে বলেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে মুক্তিপণের টাকা নিয়ে চন্ডিহারা বন্দরে যায় অপহৃতের ছেলেসহ পুলিশ। আলাল অপহরণকারীদের সঙ্গে টাকা লেনদেনের সময় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত আব্দুল গাফফারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহৃতের ছেলে আলাল বাদী হয়ে গ্রেফতার তিনজনসহ চারজনের নামে মামলা করেছেন।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, অপহৃত মসজিদের মোয়াজিন আব্দুল গাফফারকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহৃতের জামাইসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

প্লাজমা দিতে ঢাকায় আসছেন বগুড়ার ৪০ পুলিশ



করোনাজয়ী পুলিশ সদস্যরা প্লাজমা দিতে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার আগে সাংবাদিকদের ব্রিফ করেছেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। বগুড়ায় করোনাজয়ী পুলিশদের মধ্যে প্রথম ধাপে ৪০ জন সদস্য প্লাজমা দান করতে ঢাকার রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতালে আসছেন। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এই পুলিশ সদস্যরা রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল থেকে একটি মেডিকেল দল বগুড়ায় এসেছিল। তারা জেলার করোনা আক্রান্ত ১১৭ জন পুলিশ সদস্যদের শরীরে অ্যান্টিবডি পরীক্ষা করেন। এর মধ্যে ৫৯ জন পুলিশ সদস্যের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে তারা জানান। পরে তাদের প্লাজমা দেয়ার জন্য নির্বাচিত করা হয়। তাদের মধ্যে ৪০ জন প্রথম ধাপে রোববার ঢাকায় আসছেন প্লাজমা দান করতে। বাকি ১৯ জন সদস্য দ্বিতীয় ধাপে কাল সোমবার আসবেন।


রোববারের ৪০ জন পুলিশ সদস্যের মধ্যে পুলিশ পরিদর্শক রয়েছেন ১ জন, ১২ জন উপপরিদর্শক (এসআই), ৮ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ১৯ জন কনস্টেবল রয়েছেন।

প্লাজমা দান করার সুযোগ পেয়ে পুলিশ সদস্যরাও আনন্দিত। তারা বলছেন, পুলিশ সব সময়ই মানুষের কল্যাণে কাজ করে। এর অংশ হিসেবে আমরা প্লাজমা দান করতে যাচ্ছি।

রোববার প্লাজমা দিতে যাওয়ার আগে বগুড়ার পুলিশ লাইন্স মাঠে কথা হয় কাহালু থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. শেখ ফরিদ উদ্দিনের সঙ্গে। তিনি জানান, ‘মহামারী করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা দেয়ার সুয়োগ পেয়ে আমরা খুশি। পুলিশ সদস্য হিসেবে দেশের এমন সেবায় অবদান রাখতে পারছি; এটা খুব আনন্দেরও খবর।’

পুলিশ কনস্টেবল মোসাদ্দেক হোসেনও যাচ্ছেন প্রথম ধাপে। কথা হয় তার সঙ্গে। তিনি জানালেন তার অভিব্যক্তি। বললেন, তিনি জুন মাসের ৮ তারিখে করোনা শনাক্তের কথা জানতে পারেন। পরে ১৪ দিন পর পরীক্ষায় নেগেটিভ আসে। করোনা আক্রান্ত হলে কী ধরনের কষ্ট তা বুঝেছেন। সেই কষ্ট থেকেই প্লাজমা দেয়ার বিষয়ে নিজের মধ্যে একটি বোধ কাজ করে।


তিনি বলেন, প্রথমবার এমন অভিজ্ঞতা হতে যাচ্ছে। এজন্য একটু ভয়ও করছে। তার উপর কিছুদিন আগে করোনা থেকে সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার রেশ এখনও শরীরে রয়ে গেছে।

রোববার বগুড়া থেকে প্লাজমা দিতে যাওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা এ সময় সংক্ষিপ্ত প্রেস ব্র্রিফিং করেন।

জেলার পুলিশ প্রধান জানান, মেডিকেল টিমের পরীক্ষায় ৫৯ জন পুলিশ সদস্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন প্রথম ধাপে ঢাকায় যাচ্ছেন। সোমবার যাবেন আরও ১৯ জন। করোনা মহামারিতে প্লাজমা দান করে পুলিশ দেশের এই ক্রান্তিকালে যে অবদান রাখছে তা বিশেষভাবে লক্ষ্য করার মতো।

জেলা পুলিশ জানায়, এখন পর্যন্ত বগুড়ায় মোট ১৪৯ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৪২ জন সুস্থ হয়েছেন।

বগুড়ার সান্তাহারে গলা কেটে স্কুলছাত্র হত্যা, আহত ২

‘ঈদের দিনে দুই পক্ষের মারামারির জেরে’ এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার সন্ধায় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের রক্তদহ বিলের বেইলি ব্রিজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় আরো দুই তরুণ গুরুতর আহত হয়েছে।

নিহত এসএসসি পরীক্ষার্থী শিহাব হোসেন (১৭) ওই গ্রামের হারুনুর রশিদের ছেলে।

আদমদীঘি থানার ওসি জালাল হোসেন জানান, ঈদের দিন বিকালে একই উপজেলার দমদমা গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে করজবাড়ি গ্রামের তরুণদের মারামারি হয়।


পর দিন রোববার সন্ধ্যায় শিহাব প্রহর (১৫) ও জাকির হোসেন (১৮) নামের দুই বন্ধুসহ ব্রিজ এলাকায় যায়।

ওসি বলেন, সেখানে করজবাড়ি গ্রামের কয়েকজন তরুণ তাদের ওপর হামলা চালায়। এ সময় ছুরি দিয়ে জাকির হোসেনের গলা কেটে দেয়। প্রহর ও জাকিরকে ছুরিকাঘাত করে তারা।

গুরুতর আহত অবস্থায় ওই তিন জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে শিহাব মারা যায় বলে জানান ওসি।

ওসি আরো জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।

বগুড়ার ইউপি সদস্যের প্রাণ গেল ট্রেনের ধাক্কায়

বগুড়ার কাহালুতে ট্রেনের ধাক্কায় হিরন চন্দ্র সাহা (৬৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) দুপুর দেড়টার দিকে কাহালু পৌরসভার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন চন্দ্র কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরোকা গ্রামের বাসিন্দা। তিনি পর পর সাতবার মালঞ্চা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কাহালু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, হিরন চন্দ্র রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সান্তাহারে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন

নওগাঁ জেলা প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম সংশোধনের দাবিতে সান্তাহার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় সান্তাহার দলীয় কার্যলয়ে সংবাদ সম্মেলন পাঠ করেন উপজেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। এসময় উপস্থিত ছিলেন
সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছান আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারি, ডিএম দুলাল, হারুন আর-রশিদ সোহেল, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, জাহেদুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ও গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফরেজ উদ্দিন আহম্মেদ, ডাক্তার মহসীন মল্লিক, জাহান আলী সরদার, তাহের উদ্দিন সরদার, মজিবর রহমান, নজিবর রহমান, হাবিবর রহমান লাইব্রেরিয়ান, শাহ্ কাওসার আলী, মো. আব্দুস শুকুরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য জোর দাবি জানান।

উল্লেখ্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম দেখা গেছে।

সান্তাহারে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের দাবিতে অবস্থান কর্মসূচি

সান্তাহার (বগুড়া) : বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির উদ্যোগে রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতাদের নাম সংশোধনের দাবিতে স্বাধীনতা মঞ্চে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, সান্তাহার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ বাস্তবায়ন কমিটির সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আনছান আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারি, ডিএম দুলাল, হারুন আর-রশিদ সোহেল, বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আলিম, জাহেদুল ইসলাম, সাইদুর রহমান প্রমূখ। পরে সান্তাহার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেত্ববৃন্দরা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামীলীগ মনোনীত সাবেক এমপি ও গভর্নর কছিম উদ্দিন আহম্মেদ, প্রয়াত আওয়ামী লীগ নেতা ফরেজ উদ্দিন আহম্মেদ, ডাক্তার মহসীন মল্লিক, জাহান আলী সরদার, তাহের উদ্দিন সরদার, মজিবর রহমান, নজিবর রহমান, হাবিবর রহমান লাইব্রেরিয়ান, শাহ্ কাওসার আলী, মো. আব্দুস শুকুরসহ অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দদের নাম রাজাকারের তালিকা থেকে বাদ দেয়ার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় কর্তৃক ওয়েব সাইডে প্রকাশিত রাজাকার ও স্বাধীনতা বিরোধীদের তালিকায় বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩০ জনের মধ্যে স্বাধীনতা বিরোধীদের সাথে আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাদের নাম দেখা গেছে।

বগুড়ায় ট্রাকভর্তি টাকা উদ্ধার

হাসান মুসা, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,  সকালে সড়কের ওপর বিপুল পরিমাণ কুচি কুচি টাকা দেখে পুলিশকে খবর দেন। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায়। টাকার টুকরো ভাসছিল পাশের ডোবায়। এটা দেখে স্থানীয় লোকজনকে সেখানে নামিয়ে দেয়া হয়। তখন সেখানে অসংখ্য টাকার কুচি পাওয়া যায়। কয়েক বস্তা টুকরো টাকা সংগ্রহ করা হয়েছে ওই ডোবা থেকে। এর টাকার দুই বস্তা পুলিশ এবং এক বস্তা র্যাব নিয়ে গেছে আলামত হিসেবে। ১ হাজার, ৫০০ ও ১০০ টাকার নোটসহ ট্রাক ভর্তি কয়েক কয়েক বস্তা নষ্ট নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম ব্যবস্থাপক মো. শাজাহান জানান, এগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে। যা কখনোই জোড়া লাগানো যাবে না। বগুড়া পৌরসভার মাধ্যমে বর্জ্য হিসেবে নোটের টুকরোগুলো ফেলা হয়েছে। এক ট্রাক বর্জ্য ফেলা হয়েছে ওই স্থানে। এ ধরনের বিপুল পরিমাণ বর্জ্য বাংলাদেশ ব্যাংকের রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে পৌরসভার মাধ্যমে ফেলে দেয়া হবে।

 

বগুড়ায় ট্রাকভর্তি টাকা উদ্ধার
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সনাতন চক্রবর্তী জানান, বাংলাদেশ ব্যাংক বিধি মোতাবেক এসব বাতিল হওয়া নোট মেশিনে কেটে টুকরো করে বর্জ্য হিসেবে সেখানে ফেলে দিয়েছে। যা কোনো দিন জোড়া লাগানো যাবে না। এসব নোটের টুকরো এখন শুধুমাত্র বর্জ্য।

আদমদীঘিতে বিদ্যালয়ের ছাদের পলেস্টার খুলে পরছে শিক্ষার্থীদের গায়ে
ছাতিয়ানগ্রাম স:প্রা:বিতে ঝুঁকিতে পাঠদান

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। বিদ্যালয়ের ৬ কক্ষবিশিষ্ট পাকা ভবনটিতে ফাটল এবং ছাদের পলেস্টার খুলে শিক্ষার্থীদের গায়ে ও মাথায় পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সরজমিন বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে দেখা যায়, পুরনো ওই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে প্রায় ৩২৭ জন শিক্ষার্থী। ১৯১৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ১৯৯৪ সালে একটি নতুন পাকা ভবন নির্মাণ করে। নির্মাণের ২৫ বছর পারুতেই ছাদের পলেস্টার খুলে ছাত্রছাত্রী ও শিক্ষকদের গায়ে এবং মাথায় পড়ছে। ফলে ওই ভবনে সীমাহীন কষ্ট ও আতঙ্কে ক্লাস করছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র মিনহাজ ও সৌরভ জানায়, আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। এর আগে বেশ কয়েকবার পলেস্টার খুলে আমাদের হাতে পড়েছে। আজ অল্পের জন্য এক সহপাঠির মাথায় না পড়ে গায়ে পড়ায় সে বেঁচে যায়। ক্লাসের এ অবস্থার জন্য অনেকে ক্লাসে আসতে চায় না। ওই বিদ্যালয়ের ছাত্রের অভিভাবক আখতারুজ্জামান জানান, বিদ্যালয়ে এমন অবস্থায় ছেলেকে পাঠাতে ভয় লাগে, কখন ছাদের পলেস্টার খুলে মাথায় পড়ে। 
আদমদীঘিতে বিদ্যালয়ের ছাদের পলেস্টার খুলে পরছে শিক্ষার্থীদের গায়ে

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন বলেন, শতবর্ষের ঐতিহ্যবাহী বিদ্যালয়টিতে আশপাশের ১৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিইসি পরিক্ষায় অংশ নেয়। কিন্তু শ্রেণীকক্ষ সংকটের কারনে গত কয়েক বছর যাবৎ কৈকুড়ি বিদ্যালয়ে সাব-সেন্টার করে ৭টি বিদ্যালয়ের পিইসি পরিক্ষা নেয়া হচ্ছে। এছাড়া বর্তমানে এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি শ্রেণীতে শাখা করা প্রয়োজন। কিন্তু শ্রেণী কক্ষ সংকটের কারনে তা সম্ভব হচ্ছে না। বিদ্যালয়ে জন্য একটি নতুন দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন। বিদ্যালয়ের সভাপতি সুলতান আহম্মেদ জানান, বিদ্যালয় মাঠের উত্তর পার্শ্বে ৪ কক্ষ বিশিষ্ট এবং দক্ষিন পার্শ্বে ২ কক্ষ বিশিষ্ট আলাদা ভবন হওয়ায় রোদ ও বৃষ্টি উপেক্ষা করে শিক্ষকদের ক্লাসে যেতে হয়। এছাড়া একদিকে শ্রেণীকক্ষ সংকট অপরদিকে পলেস্টার খুলে পড়ছে এতে আমরা মহাবিপাকে পড়েছি। বিদ্যালয়ে লেখাপড়ার মান ভালো হলেও বর্তমানে শ্রেণিকক্ষের এমন অবস্থায় পাঠদানে কষ্টসাধ্য হয়ে পড়েছে।
আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসার সামছুল ইসলাম দেওয়ান জানান, বিষয়টি জানার পর উপজেলা সহকারি শিক্ষা অফিসারকে বিদ্যালয় পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। প্রতিবেদন সম্পন্ন হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠোনো হবে।

গেটম্যান না থাকায় ট্রেনের সাথে ধান বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ

*২০ বছর যাবৎ নেই গেটম্যান * জিবনের ঝুঁকি নিয়ে পারাপার*

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: পারবর্তীপুর থেকে খুলনাগামী রকেট মেইল বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম রেলগেটে পৌছালে গেটম্যান না থাকায় ট্রেনটির সাথে ধান বোঝাই ট্রাক্টরের সংঘর্ষ ঘটে। এতে ট্রাক্টর চালক লাফিয়ে প্রাণে বেঁচে গেলেও ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের ট্রলিটি দুমড়ে-মুচড়ে যায় এতে ধানগুলো ছিটকে পড়ে। তবে ট্রেনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় ঘটনাটি ঘটে।
 
প্রত্যক্ষদর্শিরা জানায়, ছাতিয়ানগ্রাম বাজার থেকে ধান বোঝাই করা ট্রাক্টরটি আদমদীঘি যাওয়ার উদ্দেশ্যে রেলগেট অতিক্রম করার সময় সেখানে গেটম্যান না থাকায় এবং চালকের অসাবধানতার কারনে এমন সংঘর্ষ ঘটে। আক্কেলপুর,তিলকপুর ও ছাতিয়ানগ্রাম এলাকার শতশত যানবাহনসহ পথচারীরা এই রেলগেটের ওপর দিয়ে চলাচল করে থাকে। এই রেলগেটে দির্ঘ্য ২০ বছর যাবৎ কোনো গেটম্যান না থাকায় পথচারীরা জিবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। এ ধরনের দুর্ঘটনা ইতিপূর্বে একাধিক বার ঘটছে। এছাড়া ছাতিয়ানগ্রামে ১টি উচ্চ বিদ্যালয়, ১টি বালিকা উচ্চ বিদ্যালয় ও ২টি মাদ্রাসার শিক্ষার্থীরা এই রেলগেট অতিক্রম করে বিদ্যালয়ে যাতায়াত করে। এমন ঘটনার খবরে অভিভাবক মহল সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এব্যাপরে এলাকাবাসী জরুরী ভিত্তিতে গেটম্যান দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন। এব্যাপরে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেলগেটের গেটম্যানের বিষয়টি (পিডব্লিউআই) দপ্তর দেখবেন।

আদমদীঘিতে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে সফলতা অর্জনে আনিছুর রহমান শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা মনোনীত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রথবাড়ির সর্বজনীন রাধা মাধব মন্দির ও ডালপট্রি নারায়ন মন্দিরে চুরি যাওয়া মালামালসহ আসামীদের দ্রুত গ্রেফতার করে সফলতা অর্জন করায় সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় বগুড়ায় পুলিশের মাসিক কল্যান সভায় তাকে শ্রেষ্ট তদন্তকারী কর্মকর্তা হিসাবে মনোনীত করে শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করেন বগুড়া পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভুঞা বিপিএম-বার। এসময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, থানার ওসি, এসআইসহ অনেকেই উপস্থিত ছিলেন। 
উল্লেখ্য, গত ১২ এপ্রিল রথবাড়ি সর্বাজনিন রাধা মাধব মন্দিরে চুরি যাওয়া ১৮টি পিতলের মুর্তি,১টি করতাল ,১ভরি স্বর্ণের গহনা, ১৫ ভরি ওজনের চাঁদির তৈরী মাথার মুকুট, পিতলের তৈরী ছোট বড় ৩২টি কৃষ্ণ, রাধা ও গোপালমূর্তি, কাঁসার বাসনসহ প্রায় ২লক্ষ টাকার চুরি যাওয়া মালামাল এবং অপরদিকে ২৪ মে ডালপট্রি নারায়ন মন্দিরে চুরি যাওয়া পিতলের কৃষ্ণমূর্তিসহ ছোট-বড় ১৭টি মূর্তি মিলে লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করেন । এই পৃথক দুই ঘটনায় সর্বমোট ৯জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে আলোড়ন সৃষ্টি করেন। এই মামলায় কৃতিত্ব অর্জন করায় পরিদর্শক আনিছুর রহমানকে শ্রেষ্টত্বের ক্রেস্ট প্রদান করা হয়।#

সান্তাহার পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের বাজেট ঘোষণা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার ২০১৯-২০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে বাজেট ঘোষণা করা হয়। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা, সহকারী কর নির্ধারক বিকাশ চন্দ্রসহ স্থানিয় সাংবাদিকবৃন্দ। বাজেট অধিবেশন শেষে পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু ২০১৯-২০ অর্থ বছরের জন্য রাজস্ব খাতে ১ কোটি ৫৫ লাখ ৫ হাজার ৮ শত টাকা ঘাটতিসহ প্রস্তাবিত মোট (২৩ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার ৩ শত) টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আগামী অর্থ বছরে রাজস্ব খাতে আয় ১০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৩ শত টাকা এবং সরকারি উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ১২ কোটি ৯০ লাখ টাকা।#

ধানের পর এবার মরিচেও লোকসান
আদমদীঘিতে মাত্র ১২ টাকা কেজিতে কাঁচা মরিচ হতাশ কৃষকরা

তরিকুল ইসলাম জেন্টু,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় ধানের লোকসান কাটিয়ে উঠতে লাভের আশায় মরিচ চাষ করেও কৃষকরা লোকসানের হাত থেকে রেহায় পাচ্ছেন না। চলতি মৌসুমে ইরি বোরো ধানের বাজারে দাম কম হওয়ায় কৃষকরা লোকসানে পড়েন। সেই লোকসানকে পুষিয়ে নিতে তারা কাঁচা মরিচ চাষে ঝুঁকে পড়েন। কিন্তু বর্তমান বাজারে মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করায় ধানের লোকসান পুষিয়ে নেয়াতো দুরের কথা মরিচ চাষে উৎপাদন খরচই তুলতে পারছেন না। এখানেও কৃষকদের লোকসান গুনতে হচ্ছে। ফলে তারা হতাশায় পড়েছেন।

আদমদীঘি উপজেলার কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, তেতুলিয়া, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে ১৮৮বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমান বেশী ছিল। এখানকার মরিচ ঢাকা চট্রগ্রাম সিলেট কক্স্রবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে সরবরাহ করা হয়ে থাকে। আমইল গ্রামের মরিচ চাষী জাহাঙ্গীর আলম জানায়, ইরি বোরো ধান বাজারে কম দাম পাওয়ায় সেই লোকসান পুষিয়ে নিতে এবার বেশি জমিতে মরিচ চাষ করা হয়েছে। এক বিঘা জমিতে মরিচ চাষে জমি তৈরী লাগানো, ফসলে খাবার, পোকা দমনে ঔষধ প্রয়োগ, পরিচর্যা শ্রমিকের মজুরীসহ বিভিন্ন খাতে প্রায় ২৫ হাজার টাকা খরচা হয়ে থাকে। কিন্তু মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছেনা। সালগ্রামের মরিচ চাষী হামিদুল ইসলাম সাড়ে ৮হাজার টাকা খরচ করে ১০শতক জমিতে মরিচ চাষ করে দাম কম পাওয়ায় হতাশায় পড়েছেন। 

কাঁচা মরিচ পাইকার ব্যবসায়ী সোহেল ও ফারুক হোসেন জানায়, আদমদীঘি এলাকা থেকে কক্্রবাজার, সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম রিয়াজ উদ্দিন বাজার, ঢাকার কাওরান বাজার, মিরপুর, চৌরাস্তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় আড়াই হাজার মন কাঁচা মরিচ ট্রাক যোগে সরবরাহ করা হয়।  বাজারে কাঁচা মরিচের অধিক সরবরাহ ও পাইকার কম থাকায় মূল্য কমে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবি মিঠুন চন্দ্র অধিকারি জানায়, এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে বাজারে সরবরাহ বেশি কিন্তু পাইকার বা ক্রেতা কম থাকায় কাঁচা মরিচের দাম কিছুটা কমে গেছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget