Articles by "পিরোজপু"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

 

ময়মনসিংহের ধোবাউড়া থানা পরিদর্শন করেন -অতিরিক্ত ডিআইজি।

তাপস কর,ময়মনসিংহ : ময়মনসিংহের ধোবাউড়া থানা পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি। আজ মঙ্গলবার (২২ জুন) সকালে ময়মনসিংহের ধোবাউড়া থানা পরিদর্শন করেন ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি শাহ্ মোঃ আবিদ হোসেন বিপিএম (বার)। প্রথমে মোঃ শাহ আবিদ হোসেনকে,অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একদল পুলিশ সশস্ত্র সালাম জানান। পরে কুচকাওয়াজ শেষে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ধোবাউড়া থানা পুলিশ। পরিদর্শন শেষে ধোবাউড়া থানায় মাল্টা গাছের চারা রুপন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ্ আবিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ওসি( তদন্ত) মোঃ জালাল উদ্দিনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
ওসি আবুল কালাম আজাদ জানান, তিনি ধোবাউড়া থানায় যোগদানের পর নতুন করে তৈরী করেছেন একটি মোটরসাইকেল গ্যারেজ ,লাশঘর, আগুন নেভানোর গ্যাস সিলেন্ডার, মেইন রোড থেকে রাস্তা পাকা করন, মসজিদের ইমাম সাহেবের থাকার ঘর, ধোবাউড়া থেকে ২৫ কিলোমিটার দূরে মেঘালয় থেকে আশা চোরাচালান ক্রাইম বন্ধ করার জন্য সিসি ক্যামেরা স্থাপন, অস্ত্র ভাণ্ডারে এসি সহ ধোবাউড়া থানাকে দালাল মুক্ত করতে সক্ষম হয়েছেন। এরপর থানা পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। পরিদর্শনকালে থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


প্রতিনিধি নওগাঁ: মৎস ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাই উপজেলার খাল-বিল ও নদীর পানি কমতে শুরু করার সাথে সাথে জেলেদের জালে ধরা পড়ছে দেশি নানা প্রজাতির মাছ। ফলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে জমে উঠেছে দেশি মাছে ভরপুর আড়তগুলো।
 
হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে টেংরা, বাতাশি, কৈ, বোয়াল, আইড়, পাবদা, শোল, খলিশা, সরপুঁটি, গচি, শিং, রুই, কাতল, মৃগেলসহ প্রায় ৩০-৪০ প্রজাতির দেশি মাছ । দাম কোথাও একটু বেশি আবার কোথাও কম। প্রতিদিন কাক ডাকা ভোর থেকে শুরু করে বিকেল পর্যন্ত চলছে এ বেঁচাকেনা। বিভিন্ন জাতের দেশি মাছগুলো দেশের বিভিন্ন স্থানে কিনে যাচ্ছেন পাইকাররা।
নওগাঁ আত্রাইয়ের মাছের আড়তে খাল-বিলের দেশী মাছে ভরপুর

সরেজমিনে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়, উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন বৃহৎ মাছের আড়ত, ভবানীপুর বাজার, বান্দাইখাড়া বাজার, নওদুলি বাজার, শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারসহ বিভিন্ন মাছ বাজারে উঠছে এসব দেশি মাছ। সময়, স্থান-কাল ভেদে এবং ক্রেতাদের চাহিদা অনুপাতে বিভিন্ন দরে এসব মাছ পাইকারি ও খুচরা বিক্রি হচ্ছে।
 
মৎস সংশ্লিষ্টরা জানান, এক সময় এই এলাকায় দেশি প্রজাতির মাছের প্রাচুর্য ছিল। নদী ও খাল-বিলে এসব মাছ ধরা পড়তো সহজেই। কিন্তু দিন দিন দ্রুত বর্ধনশীল মাছের বাণিজ্যিক চাষ, সংরক্ষণের অভাব ও নানা প্রাকৃতিক কারণে দেশি মাছের বহু জাতই বিলুপ্তি হয়েছিল। কিন্ত গত কয়েক বছরে মৎস বিভাগের উদ্যোগে বিল নার্সারি স্থাপন, পোনা মাছ অবমুক্ত, মা মাছ উৎপাদন বাড়াতে অভয়াশ্রম স্থাপনসহ নানামুখী পদক্ষেপ নেয়ায় বর্তমানে বিলুপ্তি হওয়া বিভিন্ন প্রজাতির মাছের আবির্ভাব ঘটেছে।
 
ব্যবসায়ীদের অভিযোগ, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় আগের মতো মাছের আমদানি হচ্ছে না। মাছের আমদানি বাড়াতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী। প্রতিদিন ভোর থেকে জেলেরা বিভিন্ন পরিবহনে করে বিক্রির জন্য মাছ নিয়ে আসেন আত্রাইয়ের মাছ বাজারের আড়ত গুলোতে। প্রতিদিন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টা চলে কেনাবেচা। খালে, বিলে, নদীতে দেশি মাছ ধরা পড়ায় নওগাঁর আত্রাইয়ে জমে উঠেছে মাছের আড়তগুলো। বেশির ভাগ বিক্রিত মাছ যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।
 
মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, দীর্ঘদিন ধরে এই বাজারে মাছের ব্যবসা করে আসছি। আত্রাই ও আশপাশের এলাকা থেকে এই বাজারে দেশি মাছের আমদানি হয়। এই মাছগুলো আমরা আড়তের মাধ্যমে দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুরসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করি।
 
জেলার আত্রাই উপজেলাসহ আশপাশের চলনবিল, হালতিবিল, বিলসুতি বিলসহ আত্রাই নদীর মাছ নিয়ে প্রান্তিক পর্যায়ের জেলেরা মাছ কেনাবেচার জন্য প্রতিদিন ভোরে এই মাছের আড়তে আসেন।
 
প্রতিদিন সকালে ট্রেনে করে নাটোর থেকে আত্রাই মাছের বাজারে মাছ কিনতে আসেন এমনই একজন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী মজিবুর রহমান। তিনি বলেন, আত্রাই থেকে ভোরবেলা মাছ কিনে নাটোরের বিভিন্ন হাটে নিয়ে বিক্রি করেন তিনি। এতেই তাঁর সংসার চলে।
 
উপজেলার পতিসরের সন্দিপ কুমার জানান, প্রতিদিন ভোরবেলা তিনি এই মাছের হাটে আসেন। নদী ও বিলের বিভিন্ন জাতের মাছ হাট থেকে কিনে নিয়ে যান। পাবদা, পাতাসি, গুচি, ট্যাংরা, শৈল, শাটিসহ বিভিন্ন জাতের মাছ পাইকারি কিনে নিয়ে বিভিন্ন হাটে সারা দিন বিক্রি করেন।
 
আত্রাই মাছ বাজার সমিতির সাধারণ সম্পাদক মজনু আকন্দ অভিযোগ করে বলেন, ভোরবেলা হাট বসার কারণে দূর-দূরান্তের পাইকারদের রাতেই হাটে এসে থাকতে হয়। কিন্তু এখানে থাকার তেমন কোনো ব্যবস্থা নেই। টাকা-পয়সা নিয়ে পাইকাররা নিরাপত্তাহীনতার মধ্যে রাত যাপন করেন। এ জন্য হাটে পাইকারদের থাকার ব্যবস্থা করার জন্য সরকারি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
 
আত্রাই মাছ বাজার সমিতির সভাপতি বাবলু আকন্দ বলেন, আত্রাই মাছের আড়তের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ মাছ আড়তে আনতে পারছেন না। অতিরিক্ত বর্ষায় আড়ত এলাকা পানির নিচে ডুবে যায়। প্রায় ৩৫ বছরের পুরোনো এই মাছের আড়ত থেকে দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাছ সরবরাহ করা হয়। ঐতিহ্যবাহী এই মাছের আড়তটিকে টিকিয়ে রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আড়তগুলো সংস্কারের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
 
আত্রাই উপজেলার আশপাশের চলনবিল, সিংড়া বিল, হালতিবিলসহ কমপক্ষে ১০টি বিল ও নদী এলাকার প্রায় অর্ধকোটি টাকার মাছ প্রতিদিন কেনাবেচা হয় এই আড়তগুলোতে। অতিসত্বর যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করা গেলে আত্রাই মাছের বাজার ফিরে পাবে তার হারিয়ে যাওয়া যৌবন।


নওগাঁর মান্দায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ: নওগাঁর মান্দায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০১৯ উপলক্ষে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কর্মশালা মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ হলরুমে বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়েছে। এসময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীদেরকে নির্ভূলভাবে ভোটার হালনাগাদ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান, মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান স ম জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) তারেকুর রহমান সরকার, মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন।#

পিরোজপুরে পরকীয়ার টানে স্বামীর ঘর থেকে স্বর্নালঙ্কার, টাকা লুট করে করে স্ত্রীর পলায়ন

রিপোর্ট : ইমাম বিমান: পরকিয়ার টানে শারমিন আক্তার সাথী পিতা শাহাদত হোসেন। মাতাঃ রেহেনা বেগম সাং বেলুয়া ডাঘর দিঘা থানা নাজিরপুর জেলা পিরোজপুর। সাইফুল ইসলাম রিপন পিতা আব্দুল রশিদ মাতা রশিয়া বেগম সাং রাজা বাড়ী থানা নেছারা বাদ জেলা পিরোজপুর। অনেক দিন যাবৎ পরকিয়া প্রেম করে আসছিল। 

এই ব্যাপারে সাথীর স্বামি জহিরুল ইসলাম (ফাহিম) বলেন,তার স্ত্রী সাথী অনেক দিন যাবৎ রিপনের সাথে পরকিয়া প্রেম ও শাররীক সম্পর্ক করে আসছিল। গত  তারিখ ১২/০৫/১৯ সাথী ও রিপনকে অপিত্তিকর অবস্থায় দেখতে পাই।সামাজিক ভাবে হেনস্থ না ওয়ার জন্য পারিবারিক ভাবে বসি তখন আমার স্ত্রী ক্ষমা চায় এবং আমাদেরকে বলে সে আর রিপনের সাথে কোন সম্পর্ক রাখবে না। তার কথার উপর ভিত্তি করে তাকে ক্ষমা করে দেই। তার অবৈধ সম্পর্কের কথা  আমার ইজ্জত রক্ষার্থে তাকে ক্ষমা করার পর আমার সরলতা ও অন্ধ বিশ্বাষকে পুজি করে আমাকে দূর্বল ভেবে সুযোগে আমার বসত ঘর থেকে পালিয়ে যায়। ঘটনার দিন সকাল বেলা উঠে দরজা খোলা পাওয়া যায় এবং ঘরের সব কিছু এলোমেলো দেখা যায়। তখন সাথীকে খোজা হয় কোথাও পাওয়া যায় না। ঘরের এলোমেলো জিনিস গোছাতে গিয়ে দেখা যায় তার ব্যবহারের জামা কাপড়,, ব্যবহারের দশ ভরি সোনা ও আমার মার ব্যবহারিত বারো ভরি চার রতি সোনা নিয়ে চলে যায়। আমার বাড়ী থেকে সকালে পালিয়ে গিয়ে বিকেল বেলায় আমার স্ত্রী  আমাকে ফোন দিয়ে বলে আমার কাবিনের টাকা আগামী কালকের মধ্যে না পেলে তর নামে মামলা করে টাকা নিব ও তর চাকরীও খাব। 

তার কিছু দিন পর রিপন ও সাথী অনলাইন যোগাযোগ ফেসবুক এর মাধ্যমে আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে টাকা আদায় করে। আমি বিভিন্ন সময় জানতে পারি রিপন, সাথীকে দিয়ে বিভিন্ন হোটেলে দেহ ব্যবসা করায়। সাথী,রিপন ছাড়া ও আরো কয়েকটি বিয়ে করেছে বলে প্রমান আছে। দেহব্যবসা ও বিভিন্ন মানুষকে ব্লাকমেইল করেন তারা। তাদের সাথে যুক্ত হয়ে কাজ করেন আর কয়েক জন। তারা হলেন, আব্দুল হালিম,মোঃ ওয়াসিম, আব্দুল রশিদ সহ আর কয়েক জন। তিনি আর বলেন, রিপন ওয়ালটন কাস্টমার কেয়ারে কর্মরত থাকা অবস্থায় সেখানে পুলিশ নারী ও মাদক ব্যবসা সাথে জড়িত থাকার কারণে তাকে আটক করতে যায়। পিরোজপুর সদরে অবকাশ হোটেলের কাইয়ুম বলেন, শারমিন আক্তার সাথী আমাদের হোটেলে মাঝে মাঝে রাত কাটান বিভিন্ন লোকের সাথে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget