Articles by "নাটোর"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমএসএফ
নাটোর, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর পেশাগত দায়িত্ব পালন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন। এ সময় মিডিয়া গুলোকে সরকার ঘোষিত ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য মালিকপক্ষের নিকট আহ্বান জানান। মফস্বলের সাংবাদিকরা সংবাদ প্রকাশ করতে গিয়ে নিত্যনৈমিত্তিক মামলা, হামলা, হয়রানির শিকার হয়ে বেতন ভাতা না পেয়ে অসহায়ত্ব ভোগ করছেন।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: বিএমএসএফ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সেবা মাস উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় নাটোরের সাংবাদিকদের সাথে ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার আয়োজনে সিংড়া মডেল প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জাতীয় কমিটির সদস্য ও নওগাঁ জেলা সভাপতি মোফাজ্জল হোসেন,কেন্দ্রের আজীবন সদস্য মোস্তাক আহমেদ খান।

জুলহাস কায়েমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফজলে রাব্বী, বেলাল হোসেন বাবু, রবিন খান,লিটন আহমেদ, মাসুদ রানা , আনোয়ার ইবনে হাসিফ, আনোয়ার হোসেন আরিফ প্রমুখ।

নেতৃবৃন্দ এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ঘোষিত চৌদ্দ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

নওগাঁয় ট্রিপল মার্ডার মামলায় ৯ জনের ফাঁসি


আজকের দেশ সংবাদ ডেস্কঃ নওগাঁর  বদলগাছীতে আলোচিত তিন খুনের মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৪ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় দেন।

বিস্তারিত আসছে...................

নওগাঁর সাপাহারে বজ্রপাতে কৃষক নিহত

সালমান ফার্সী (সজল), নওগাঁ : নওগাঁর সাপাহারে বজ্রপাতে কৃষক আয়েশ আলীর (৪৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালমারী খাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃত আয়েস আলী উপজেলার আইহাই ইউনিয়নের হাঁসপুকুর গ্রামের ফজর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে নওগাঁয় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলেও ১০ টার দিকে আয়েশ আলী বোয়ালমারী খাড়ি এলাকায় নিজ জমিতে কৃষি কাজের জন্য যান। কাজ করার সময় বেলা ১১টার দিকে একটি বজ্রপাত তার শরীরের উপর আছড়ে পড়ে। এতে আয়েস আলী মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গিয়ে মৃত অবস্থায় পান।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

নওগাঁয় গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের কর্মশালা অনুষ্ঠিত

সালমান ফার্সী, নওগাঁ : নওগাঁয় গ্রাম আদালত পরিচালনায় হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের সম্পৃক্তকরণ শীর্ষক জেলা পর্যায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১০ডিসেম্ব) সকাল ১০টা থেকে দুপুর ০১টা পর্যন্ত নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার এর উপপরিচালক গোলাম মোঃ শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক  মোঃ হারুন-অর-রশীদ বলেন, নওগাঁ জেলায় ০৬টি উপজেলার ৪৯টি ইউনিয়নে গ্রাম আদালত প্রকল্প চলছে। প্রকল্পের শুরু থেকেই গ্রাম আদালতের মামলার সংখ্যাগত দিক থেকে প্রকল্পভূক্ত ২৭টি জেলার মধ্যে নওগাঁ বরাবরই সর্বোচ্চ স্থানে রয়েছে। তাছাড়া সারাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির জন্য নওগাঁ জেলা ২১ বার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ধন্যবাদ পত্র পেয়েছে। গ্রাম আদালতের ক্ষেত্রে নওগাঁ জেলার এই সাফল্যের পিছনে গ্রাম আদালত প্রকল্পের অবদানের পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ পর্যায়ে এসে প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও আমাদের সকলকে সম্মিলিতভাবে গ্রাম আদালতের সাফল্যের এই ধারাবহিকতা ধরে রাখতে হবে। তার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদেরকে যেহেতু সরকারি সিদ্ধান্ত মোতাবেক গ্রাম আদালতের পেশকারের দায়িত্বসহ মামলার নথি সংরক্ষণের দায়িত্ব প্রদান করা হয়েছে, সে কারণে আমি মনে করি প্রকল্পের আওতায় নিয়োগকৃত গ্রাম আদলত সহকারীদেরকে প্রত্যাহার করে নিলেও এবং প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও নওগাঁ জেলার গ্রাম আদালতের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

বাবা-মার সঙ্গে নদীতে গিয়ে ডুবে গেল শিশু


রেজাউল করিম রেজা,নাটোর : নাটোরের বড়াইগ্রামে বড়াল নদীতে পড়ে সারোয়ার হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়াইগ্রাম পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সারোয়ার ওই গ্রামের মজর আলীর ছেলে।

স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, সকালে মজর আলী ও তার স্ত্রী ছেলেকে নিয়ে বাড়ির পাশে বড়াল নদীতে পাটের আঁশ ছড়াতে যান। সবার অগোচরে শিশুটি পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লাশবাহী অ্যাম্বুলেন্স

রেজাউল করিম রেজা : নাটোরের বাগাতিপাড়ায় লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার স্যান্নাল পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মৃতের চাচা মাসুদ (৪০), ভাই সুমন (১৭), মা রত্না বেওয়া (৫৫), শ্বাশুড়ি লিলি বেগম (৫০) ও শ্যালক হান্নান (৩২)। এছাড়া চালক সোহাগ (৩৫) ও হেলপার মিলন (১৮)।

আহতদের স্বজনরা জানান, বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড় দিয়াড় ইউনিয়নের নতুন কলাবাড়িয়া গ্রামের মৃত সাদেক আলীর ছেলে আতিয়ার রহমান অসুস্থ হয়ে চার দিন আগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান মারা যান। বুধবার সকালে রাজশাহীর একটি লাশবাহী প্রাইভেট অ্যাম্বুলেন্সে মৃতের স্বজনরাসহ মরদেহ বাগাতিপাড়ায় আনা হচ্ছিল। বাড়ি থেকে কিছুদূরে উপজেলার স্যান্নালপাড়া এলাকায় পৌঁছালে ভাঙা সড়কে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় যাত্রীসহ অ্যাম্বুলেন্সটি উল্টে রাস্তার পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এতে ৭ জন আহত হন। আহতদেরকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স, দয়ারামপুরের স্থানীয় ক্লিনিক এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছিল। আহতদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।

 ছেলের বউয়ের অত্যাচারে থানায় বৃদ্ধ দম্পতি

রেজাউল করিম রেজা: নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ খোরশেদ আলী (৯০) ও তার স্ত্রী আয়শা খাতুনকে (৭৫) ছেলের বউ মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিকেলে থানায় গিয়ে তারা এমন অভিযোগ করেছেন। তাদের তিন ছেলে ও দুই মেয়ে। ছেলে-মেয়েদের বিয়ে হয়ে গেছে। এই বৃদ্ধ দম্পতির বাড়ি উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর মধ্যপাড়া গ্রামে।

ভুক্তভোগী বৃদ্ধ দম্পতির প্রতিবেশীরা জানান, তারা একটি ছাপরা ঘরে থাকেন। সেটিও ঝড়ে ভেঙে গেছে। জোড়াতালি দিয়ে ওই ঘরেই থাকেন তারা। বয়োবৃদ্ধ হওয়ার কারণে ছোট ছেলে বাহারের স্ত্রী মঞ্জু বেগম (৩৭) তাদের ভালো চোখে দেখেন না। মাঝেমধ্যেই মারধর করেন। খেয়ে না খেয়ে দুঃখ কষ্টে চলছে তাদের জীবন। বাড়িটুকু ছাড়া তাদের কোনো সহায় সম্পত্তিও নেই। তিন ছেলের খরচে চলেন তারা। বড় দুই ছেলে থাকেন ঈশ্বরদীতে। ছোট ছেলের স্ত্রী মঞ্জু বেগম মাঝে মধ্যেই বৃদ্ধা আয়শা খাতুনকে মারধর করেন। প্রতিবাদ করলে খাবার দেন না।

এদিকে থানায় যাওয়ার পথে তাদের কাছে থাকা ৪শ টাকা নিয়ে চম্পট দিয়েছে জনৈক ভ্যানচালক। পরে তাদের কান্নাকাটি করতে দেখে চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী বাবু মোল্লা থানায় নিয়ে যান।

বৃদ্ধ খোরশেদ আলী জানান, বয়স্কভাতা ছাড়া জীবনে কোনো সাহায্য সহযোগিতা পাননি। এমনকি এই করোনাকালেও কোনো স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকেও কেউ তার খোঁজ নেয়নি।

গুরুদাসপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


ভুল চিকিৎসায় নব বধূর মৃত্যু

রেজাউল করিম রেজা, নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নববধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে হাসপাতালের মালিককে আটক করা হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি সিলগালা করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ।

এর আগে ভোর ৪টার দিকে ভুল চিকিৎসায় উপজেলার বড়াইগ্রামের রামেশ্বরপুর গ্রামের সবুজ হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুনের মৃত্যু হয়। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে সুমাইয়ার বিয়ে হয়। সুমাইয়া একই উপজেলার নগর ইউনিয়নের রাহাবুল ইসলামের মেয়ে।

আটককৃত হাসপাতাল মালিক আরশেদ আলী (৬৫) একই উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের মৃত অসিম উদ্দিনের ছেলে।

মৃত সুমাইয়ার মা মোমেনা খাতুন বলেন, শনিবার সন্ধ্যায় সুমাইয়ার পেটে ব্যথা উঠলে বনপাড়া হেলথকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে সুমাইয়ার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন হাসপাতালের চিকিৎসক সামিরা তাবাচ্ছুম সাথী। এতে অবস্থা আরও খারাপ হলে রাত ৩টার দিকে সুমাইয়াকে ইনজেকশন দেন একই চিকিৎসক। ভোর ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমাইয়া।

এদিকে, সকালে মৃতের স্বজনরা পুলিশের কাছে অভিযোগ করলে ঘটনা তদন্তে আসেন বড়াইগ্রাম সার্কেল এএসপি হারুন-অর-রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ। তদন্তে ভুল চিকিৎসার বিষয়টি প্রমাণিত হওয়ায় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয় এবং মালিককে আটক করা হয়। এ ঘটনার পর ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স পালিয়ে যান। পরে নববধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পারভেজ বলেন, হেলথকেয়ার জেনারেল হাসপাতালের কাগজপত্র ঠিক নেই। আবাসিক মেডিকেল কর্মকর্তা নেই। পরীক্ষার যন্ত্রপাতি যথার্থ না থাকায় হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে। একই সঙ্গে হাসপাতাল মালিককে আটক করা হয়েছে।

নাটোর: নাটোরের বড়াইগ্রামে উপজেলার দিয়ারপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আমিরুল নামে নসিমন চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নছিমন উল্টে গেলে ঘটনাস্থলেই চালক আমিরুল নিহত হন।


অপরদিকে, সকালে একই উপজেলার রেজুর মোড়ে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম নামে এক ট্রাক চালক গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এ ঘটনায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে যান চলাচল প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল বলে বলে জানান ওসি দিলিপ কুমার।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গত বৃহস্পতিবার মালঞ্চি রেল স্টেশনের অদূরে রেল লাইনের ওপর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে রেল স্টেশনের দেড়শ গজ উত্তর দিকে রেল লাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানান তারা। পরে খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এসআই সুকুমার চন্দ্র বর্মন জানান, নিহত নারীর বয়স আনুমানিক ২৭ বছর। ট্রেনে কাটা পড়ে ওই নারীর মুখ মন্ডল বিকৃত হওয়ায় তাকে চেনার উপায় নেই। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

নাটোর: নাটোরে গাছ থেকে পাকা আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আম সংগ্রহের এই সময়সীমা নির্ধারণ করা হয়।


জেলা প্রশসাক শাহিনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় আগামী ২৫ মে থেকে গোপালভোগ, ৫ জুন থেকে রাণী পছন্দ, খিরসাপাত, হিমসাগর, ১০ জুন থেকে ল্যাংড়া, লকনা, নাক ফজলি, ৩ জুলাই থেকে আমরুপালি, এবং ১০ জুলাই মল্লিকা ও ফজলি আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়। এছাড়া ১৫ জুলাই থেকে বারি আম-৪ এবং ২৫ জুলাই আশ্বিনা আম সংগ্রহের সময় নির্ধরণ করা হয়।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজ্জাকুল ইসলাম, জেলা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আ.স.ম. মেফতাহুল বারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিনসহ বাগান মালিকরা।


এ সময় নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে অপরিপক্ক আম পাড়লে আইনগত ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

নাটোর: নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের ৫ কৃষক তাদের ১৬ বিঘা জমিতে ধানের বীজ লাগালেও কোনো ফলন পায়নি। তেজ নামে হাইব্রিড ধানের বীজ লাগানোর পর কৃষক সেই ধান ঘরে আনতে পারেনি।


ধান আছে অথচ ভেতরে কোনো চাল নেই। অর্থাৎ শতভাগ চিটা। গ্রামের অন্যান্য কৃষক অন্যান্য সব জাতের ধান ঘরে তুললেও এই নকল ধান চাষ করে ৫ কৃষকের সর্বনাশ হয়েছে। সেইসঙ্গে পুড়েছে তাদের সবার কপাল।নকল ধান বীজ


স্থানীয় সূত্রে জানা যায়, মাঝগাঁওয়ের গুরুমশৈল গ্রামের কৃষক লুৎফর রহমান তার সাড়ে ৮ বিঘা, আলমগীর হোসেনের দুই বিঘা, জামালউদ্দিন প্রামাণিকের আড়াই বিঘা, জিয়াউল রহমানের দুই বিঘা ও আরিফুল ইসলামের এক বিঘা ১৬ কাঠা জমিতে অ্যারাইজ তেজ নামে হাইব্রীড জাতের ধানের বীজ কিনে রোপণ করেন।


এই ধানের বীজের প্যাকেটে উৎপাদক হিসেবে বায়ার বায়োসায়েন্স (প্রা.) লিমিটেড ও বাজারজাতকারী প্রতিষ্ঠান হিসেবে ঢাকার উত্তরার বায়ার ক্রপসায়েন্স লেখা রয়েছে।


ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, উপজেলার বনপাড়া বাজারের মজিদ বীজ ভান্ডার ও হানিফ বীজ ভান্ডার থেকে তারা গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে ৩৩০ টাকা কেজি দরে বীজগুলো কিনেন।


বীজ কেনার পর যথাযথভাবে বপন ও পরিচর্যা করা হয়। কিন্তু ধান পাকার মুহূর্তে দেখা যায়, ওই ধানের গাছ মরে গিয়ে মাটিতে শুয়ে পড়েছে। ধানের ভেতরে চাল নেই। সবই চিটা।


এ ব্যাপারে কৃষকেরা ওই বীজ বিক্রেতা মজিদ সেখ ও হানিফ সেখকে কারণ জিজ্ঞাসা করলে তারা জানায়, বায়ার কোম্পানি থেকে এ বীজ আমরা কিনে বিক্রি করেছি।


এদিকে, বায়ার ক্রপসায়েন্স’র স্থানীয় বিক্রয় প্রতিনিধি রাকিব হোসেন জানান, ওই দুই বীজ ভান্ডারের কাছে এই কোম্পানি কোনো বীজই বিক্রি করেনি।


উপায় না পেয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা গত ১০ মে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকবাল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেন। পরে কৃষি কর্মকর্তা এ বিষয়ে সরেজমিনে মাঠ পরিদর্শন করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।


কমিটি কয়েক দফায় পরিদর্শন করে যথাসময়ে রিপোর্ট দাখিল করার পর কৃষি কর্মকর্তার কাছে পুনরায় এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি এই বীজগুলো সরাসরি ধান থেকে বীজ করে থাকে তবে ফলন আসবে না।


হাইব্রিডের ক্ষেত্রে ল্যাবরেটরিতে ক্রসিং করে বীজ উৎপাদন করলে তবেই ধানের ফলন হবে। এখন বায়ার ক্রপসায়েন্সই বলতে পারবে এর আসল কথা।


এ ব্যাপারে তিনি বায়ার ক্রপসায়েন্স’র প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। তারা এ বীজ সরবরাহ করেননি বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তাকে।


এদিকে, আসল বীজের পরিবর্তে নকল বীজ বিক্রির দায়ে ওই দুই বীজ ভান্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে কৃষি কর্মকর্তা বলেন, প্রমাণ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, এক বিঘা জমিতে এই ধান বপন থেকে কাটা পর্যন্ত খরচ হয়েছে সাড়ে ১২ হাজার টাকা। যদি এ ধানের ফলন হতো তাহলে তারা বিঘা প্রতি ১৭ হাজার টাকার ধান পেতো। এ ধান রোপণ করতে অনেকেই চড়া সুদে বিভিন্ন ব্যক্তি ও এনজিও’র কাছ থেকে লোন নিয়েছেন। তারা এর ক্ষতিপূরণ দাবি করেন।


মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম বলেন, সরেজমিনে ওই ধানের জমিতে আমি গেছি এবং কৃষকদের অভিযোগ সত্য হিসেবে প্রমাণ পেয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবার দাবি করারটা যৌক্তিক।

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নিখোঁজের তিন দিন পর সিয়াম হোসেন নামে চার বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরোইল গ্রামে এক ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


সিয়াম নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের মিন্টু সেখের ছেলে। সিয়াম হোসেন গত সোমবার থেকেই নিখোঁজ ছিল। এ ঘটনায় আইয়ুব আলী নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আইয়ুব আলী বিষ্ণপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে।


মাঝগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলিম জানান, সিয়াম মাতৃগর্ভে থাকাকালীন তার বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে সিয়ামের মা সীমা খাতুন বড়াইগ্রামের তিরাইল পূর্বপাড়া তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানেই শিশুটি বড় হচ্ছিল। গত সোমবার বাড়ির পাশে খেলতে খেলতে হঠাৎ সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে দুই দিন পর থানায় লিখিত অভিযোগ করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।


বড়াইগ্রাম থানা পুলিশের এসআই সামসুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আইয়ুব আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নাটোর : নাটোরের বড়াইগ্রামের কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং নামে যৌন সন্ত্রাস ও মাদক বন্ধের দাবিতে র‌্যালী ও মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টা ব্যাপী শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াসিন আলী সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক ইসরাফিল হক, সহকারী শিক্ষক মহসিন আলীসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।

উল্লেখ্য, গত ১ মে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১০ ছাত্রীকে স্থানীয় কিছু বখাটেরা ইভটিজ করে। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ সহ বড়াইগ্রাম থানায় পৃথক লিখিত অভিযোগও দেয়া হয়। মানববন্ধনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget