Articles by "ঠাকুরগাঁও"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf



ঠাকুরগাঁও সাংবাদিক তানুকে আইসিটি আইনে গ্রেপ্তারের প্রতিবাদে তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহার এবং তানুর নি:শর্তে মুক্তির দাবি নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট আ্যাসোসিয়েশনের
সালমান ফার্সী (সজল) নওগাঁ : ঠাকুরগাঁও হাসপাতালে করোনা রোগীদের খাবার সরবরাহের অনিয়মের সংবাদ প্রকাশ করায় হাসপাতালের তত্বাধায়কের আইসিটি আইনে দায়ের করা মামলায় ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে গ্রেফতারের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়ে তার নি:শর্ত মুক্তির দাবিতে যৌথ বিবৃতি দিয়েছে নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট আ্যাসোসিয়েশন। আজ রোববার (১১ জুলাই) দুপুরে এই বিবৃতি দেওয়া হয়েছে।  

নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিষ্ট আ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ প্রতিনিধি সাদেকুল ইসলাম, সহ-সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক ও সময় টিভির নওগাঁ প্রতিনিধি এম আর রকি, যুগ্ম সম্পাদক ও মোহনা টিভির নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, অর্থ সম্পাদক ও একাত্তর টিভির নওগাঁ প্রতিনিধি তন্ময় ভৌমিক স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সাংবাদিকদের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়ের ও সাংবাদিককে গ্রেপ্তার সাংবাদিকতার উপর নগ্ন হস্তক্ষেপ এবং স্বাধীন সাংবাদিকতায় অন্তরায়। এর মধ্যে দিয়ে দূর্নীতিবাজদের আড়াল করার সুযোগ সৃষ্টি করা হয়েছে বলে আমরা মনে করি। অবিলম্বে সাংবাদিক তানুর নি:শ্বর্তে মুক্তিসহ মামলা প্রত্যাহার ও করোনা রোগীদের জন্যে সরবরাহকৃত খাবারের অনিয়ময়ের বিষয়টি নিরপেক্ষ তদন্ত এবং আইসিটি আইন বাতিলের দাবি জানানো হয়।

উল্লেখ্য, ‘ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে করোনা রোগী প্রতি ৩শ’ টাকার বরাদ্দের বিপরীতে ৭০টাকার খাবার’ শিরোনামে ৬ ও ৭ জুলাই দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এ ঘটনায় হাসপাতালের উপ-পরিচালক (তত্ত্ববধায়ক) ডা: নাদিরুল ইসলাম চপল ৯ জুলাই ঠাকুরগাঁও সদর থানায় তানভীর হাসান তানু, নিউজ বাংলা ২৪ ডট কম অনলাইনের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রহিম শুভ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকে আসামী করে আইসিটি আইনে একটি মামলা দায়ের করেন। এরপর পরদিন শনিবার সন্ধ্যায় তনুকে গ্রেপ্তার করে পুলিশ।

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করার সময় সেনা সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বন্ধুদের নিয়ে কুলিক নদীতে গোসল করতে গিয়ে বেলাল পারভেজ আশিক (২৪) নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।

তিনি উপজেলার দক্ষিণ বাঁশবাড়ী (ভান্ডারা) গ্রামের সাবেক সেনা সদস্য মোস্তফা কামালের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ জানায়, শনিবার সকালে আশিক তার বন্ধুদের নিয়ে লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামে কুলিক নদীতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে নদী পার হওয়ার প্রতিযোগিতার আয়োজন করে তারা। নদী পার হওয়ার সময় পানির স্রোতে হারিয়ে যান আশিক। তাৎক্ষণিকভাবে তার বন্ধুরা খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তার মরদেহ উদ্বার করে।

রাণীশংকৈল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আশিক ২ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন।

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

তানভীর হাসান তানু : ঠাকুরগাঁওয়ে জমিতে আমন ধান রোপণের সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই কৃষকের নাম আমিরুল ইসলাম (৪২)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সোলটোহরি গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।

জানা যায়, আমিরুল তার বাড়ির পাশেই আমন ধান রোপণ করার জন্য জমিতে যান। বেলা সাড়ে ৩টার সময় হঠাৎ বজ্রপাতে আমিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।


আমিনুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ১৫ নং দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, বজ্রপাতে আমিরুল ইসলামের মৃত্যু হয়েছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে ব্র্যাক শিশু নিকতেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: আজ বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড ব্র্যাক শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর সম্ভাবনা ও সাফল্যে"এ স্লোগান এর আলোকে 
 
ব্র্যাক শিশু নিকেতন স্কুলের আয়োজনে জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.সাদেক কুরাইশী উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন।এ সময় প্রধান অতিথি  বলেন" বাংলাদেশ সরকারের উন্নয়ন লক্ষ্য মাত্রা বাস্তবায়নের জন্য এবং গুনগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ব্র্যাক স্কুলের মত স্কুল প্রতিষ্ঠা করা প্রয়োজন। আগামীতে ব্র্যাক কর্তৃপক্ষ চাইলে তিনি একটি স্কুল করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।তিনি স্কুলটির সার্বিক কার্যক্রম দেখে অভিভূত হন"। এ ছাড়াও ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের কার্যক্রম বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় দশ ও এগারো,সেপ্টেম্বর সোম ও মঙ্গলবার গড়েয়া বাজারে সকাল নয়টা টা থেকে বিকেল পাঁচ টা পর্যন্ত খাদ্য অধিদপ্তর পরিচালিত হত দরিদ্রদের মাঝে দশ টাকা কেজিতে জনপ্রতি ত্রিশ কেজি চাল বিতরণ করা হয়েছে।


প্রকল্প ডিলার রবীন্দ্র নাথ মোদক বলেন, হতদরিদ্র যাদের নামের তালিকা ও কার্ড আছে তারাই এই সুবিধা ভোগ করতে পারবে আমরা নয় সেপ্টেম্বর চাল উত্তোলন করেছি দশ ও এগারো সেপ্টেম্বর সুষ্ঠুভাবে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ করেছি ,আমাদের চাল বিতরণ এখনো শেষ হয়নি হয়তো বারো থেকে পনেরো তারিখের মধ্যে সমাপ্ত করতে পারবো ।


গড়েয়ায় স্বল্প মূল্যে চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউনুস আলী সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ মোদক গড়েয়া পাঁচ নং ওয়ার্ড ইউপি সদস্য আজিজুল ইসলাম সাবেক ইউপি সদস্য আঃ মজিবর মেম্বার হাসিবুল ইসলাম সহ স্থানীয় ব্যক্তিবর্গ ।

গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ঠাকুরগাঁওসহ সারা বাংলাদেশে ষড়যন্ত্র করছে। বিএনপি-জামায়াতের এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’ তাই দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি।


শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচন সেন্টার কমিটি গঠনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


রমেশ চন্দ্র সেন বলেন, ‘গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা বাংলাদেশের ক্ষতি করেছে। এবার আর তেমন সুযোগ নেই। গতবারের মত যদি এবার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পুনরায় দেশের ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমরা তা মেনে নিব না। শক্তভাবে তাদেরকে দমন করা হবে।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এবার সুন্দর ও সুষ্ঠুভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। মানুষ নির্ভয়ে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। এই সুন্দর পরিবেশ যদি কেউ নষ্ট করার চেষ্টা করে তাহলে জনগণ এবার তার উচিৎ জবাব দেবে।’


‘আওয়ামী লীগ সরকারের কারণে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এই উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকার ছাড়া কোন বিকল্প নাই। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।


জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা: সাদেক কুরাইশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।


অনুষ্ঠানে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগসহ ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্র কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভূমিকা পালন করবে।

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় বেসরকারী টিভি চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁও সমবায় মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনছুর আলী, ঠাকুরগাঁও জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান লাবু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলু, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি জিয়াউর রহমান বকুল,সময়ের কন্ঠোসর পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি এস,এম জসিম উদ্দিন, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি গোলাম সারওয়ার সম্রাট , ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি নুরে আলম শাহ, চ‍্যানেল এস টেলিভিশনের জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সন্ধ্যাবানী পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন বাচ্চু,দৈনিক গণআলো পত্রিকা রুহিয়া প্রতিনিধি গৌতম চন্দ্র বর্মন । এছাড়া জেলা উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় সাংবাদিক নেতারা আনন্দ টিভির প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে দুর্বৃত্তরা তার নিজ বাসার সামনে অতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মানববন্ধনের সভাপতিত্ব করেন আনন্দ টিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি রায়হানুল ইসলাম সোহাগ।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের রেহেনা(২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় তার স্বামীর বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মৃত রেহেনা দৌলতপুর গ্রামের আবুল খায়ারের মেয়ে।


তবে পরিবারের দাবী রেহেনার স্বামী সাইফুলেই তাকে হত্যা করে ঘরে ঝুলিয়ে রেখেছে।


গৃহবধূর ভাই শাবু অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জমি নিয়ে রেহেনার ওপর নির্যাতন চলিয়ে আসছিল তার স্বামী। রোববার সকালে রেহেনাকে সাইফুল ও তার বন্ধু আখতারুল অনেক মারধর করে। পরে স্থানীয়ারা আমাদের খবর দিলে আমার আসে দেখি আমাদের মেয়ে তার স্বামীর রুমে ঝুলে আছে। আমাদের মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে উল্লেখ করে তিনি এর বিচার দাবি করেন।


এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। মেয়ের পরিবার হত্যার অভিযোগ তুলেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাওয়ের পীরগঞ্জে পিকনিকের মিনিবাস উল্টে কমপক্ষে অর্ধশত নারী, পুরুষ ও শিশু আহত হয়েছে। তাদের স্থানীয় এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্র জানায়, শনিবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার শাটিয়া ঈদগাঁ ময়দান থেকে স্বপ্নপুরিতে পিকনিকে যাওয়ার উদ্দেশ্যে ৫০/৬০ জন নারী পুরুষ ও শিশু নিয়ে সুরুচি এন্টার প্রাইজ নামে একটি মিনিবাস রওনা দেয়। যাত্রা স্থল থেকে কিছু দুরে যাওয়ার পর সিঙ্গারোল এলাকায় বাসটি রাস্তার ধারে উল্টে পানিতে পড়ে যায়। আহতদের পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্মিরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

হাসেম আলী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সরকার পাড়ায় চাচার দায়ের কোপে নৃশংসভাবে খুন হয়েছে ভাতিজি বনবাসী বর্মন(৪৫)। এঘটনায় পুলিশ খুনি চাচা ধর্ম বর্মনকে আটক করেছে।
মঙ্গলবার ভোর ৫টায় এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
নিহত বনবাসীর স্বামী জগেশ বর্মন জানায়, ভোরে ঘর থেকে বেরিয়ে স্বামী-স্ত্রী পাশের একটি বাঁশঝাড়ের নিচে বসে ছিল। এসময় পিছন থেকে অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালায় চাচা ধর্ম বর্মন। এতে ঘটনাস্থলেই নৃশংস ভাবে খুন হয় ভাতিজি বনবাসী।
এ সময় তাকে বাঁধা দিতে গেলে বনবাসীর স্বামী জগেশ, ছেলে গৌরব দায়ের কোপে জখম হয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই দৌলা ঠাকুরগাঁওয়ের খবর ডট কমকে জানান, ঘটনাস্থল থেকে হত্যা কাজে ব্যবহৃত দা ও আসামী ধর্ম বর্মনকে আটক করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা (পিপিএম) সত্যতা নিশ্চিত করেছেন।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে ভারতীয় গরু না আসলেও দেশীয় গরু দিয়েই জমে উঠেছে তিনটি বড় বড় কোরবানির পশুর হাট। খামারীরা সারা বছর অনেক কষ্ট করে ভালো দামের আশায় গরুগুলো এ সব হাটে তুলেছে।

ক্রেতারাও তাদের পছন্দের গরুটি কেনার জন্য পশুর হাটে ভীড় করছেন। এ বছর ভারতীয় গরু না আসায় দেশীয় খামারীরা ভালো দামের আশা করছেন। এবারে ঈদে হাটে যে সব গরু আসছে তার সবগুলোই প্রাকৃতিক ভাবে মোটাতাজা করন করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার মধ্যে গড়েয়া, বড় খোঁচাবাড়ি ও চৌধুরী হাট এসব পশু হাটে গরু পাওয়া যাচ্ছে। এর মধ্যে সব চেয়ে বড় পশুর হাট হল গড়েয়া হাট। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মৌসুমী ব্যবসায়ীদের ভিড়ে জমে উঠেছে এ সকল পশুর হাট। ছোট ও মাঝারি সাইজের গরুর সরবরাহই সবচেয়ে বেশি। ২০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যেই মিলছে পছন্দের গরু।

আজ রবিবার দুপুরে গড়েয়া হাট ও গতকাল শনিবার বড় খোঁচাবাড়ি হাটে  গিয়ে দেখা গেছে, কোন প্রকার ভারতীয় গরুর দেখা মেলেনি। শুধুই দেশীয় গরু দিয়ে জমে উঠেছে পুরো হাট। ক্রেতা-বিক্রেতাদের ঢলে মুখরিত বালাহাট বাজার।

হাট শেষে রাত ৯ টায় ইজারাদার জানান, কোন ঝামেলা ছাড়াই পশুর হাটে ক্রেতা- বিক্রেতারা আনন্দ উৎসবের মাঝে তাদের পছন্দের গরু ও ছাগল কিনেছেন। তিনি জানান হাটে ১৫৭ টি গরু ও ১১৫ টি ছাগল কেনা বেচা হয়েছে।

গরু বিক্রেতা আবুল বাশার বলেন, তিনি কোন ঝামেলা ছাড়াই বাড়ীর একটি দেশীয় গরু ৭৫ হাজার টাকায় বিক্রি করেছেন। ভারতীয় গরু না আসায় এ বছর কোরবানির ঈদে গরুর দাম ভালই পেলাম।


এ ব্যাপারে সদর উপজেলার প্রাণী সম্পদ অফিস সুত্র জানায়, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ২২৮ জন খামারি ৪৩০ টি গরু ও ৫০ টি ছাগল ছাড়াও আরোও অনেক খামারীরা গরু-ছাগল প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করেছেন। অনেক আগে থেকেই উপজেলার খামারীরা যাতে কোন প্রকার ঔষুধ ব্যবহার না করে সে বিষয়ে তাদের পরামর্শ প্রদানসহ সরেজমিনে গিয়ে তদারকি করা হয়েছে। সেই সাথে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কোরবানির পশুর হাট গুলোতে প্রতিনিয়ত মনিটরিং করা হচ্ছে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ জানান, পশু হাটগুলোতে  জাল টাকা সনাক্তকরণ টিম রয়েছে এবং কোরবানী পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঢাকাসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা।


বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপি অবস্থান ও কর্মবিরতী কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ঠাকুরগাঁও জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।


ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. মনসুর আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, দৈনিক খবরের জেলা প্রতিনিধি শাহীন ফেরদৌস, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি এসএম জসিম উদ্দীন, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ফজলে ইমাম বুলবুল, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু,সকালের সময় সাংবাদিক কামরুল হাসান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাকিল আহমেদ, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য জীতেন্দ্র নাথ প্রমুখ।


বক্তারা বলেন, ঢাকাসহ সারা বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে। সাংবাদিকরা সবসময় ঘটনার তথ্য সংগ্রহ করে জনগণের সামনে সংবাদ তুলে ধরেন। আজ উল্টো সাংবাদিকরাই সংবাদের শিরোনাম হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও নির্যাতনের ঘটনা বন্ধ করতে হবে। এছাড়াও এসব ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানানো হয়।


কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গরু চুরি করে পালানোর সময় বীরগঞ্জে গরু সহ আটক ১ জন। ৬-৭ জনের বিরুদ্ধে থানায় মামলা ১ জন জেল হাজতে।


মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার সেনুয়া গ্রামের আব্দুল মালেক এর ছেলে ইসলাম ও নুর ইসলাম নামের দুই ভাই গোয়াল ঘর থেকে ২টি ষাড় গরু চুরি হয়। ঐ দিন ভোর রাতে পঞ্চগড় -ন- ১১-০০১৩ নম্বর পিকাপে করে চরাইকৃত গরু নিয়ে পিকাপ যোগে পালানোর সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গাংডারা গ্রামের চেংডাঙ্গা নামক ব্রীজে পিকাপ নষ্ট হলে গরু রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাদের পিকাপসহ ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের পিকাপ চালক হাবিবুর আলম হাবিব নামের ১ জনকে আটক করে বীরগঞ্জ থানায় জমা দেয়।


পরে পীরগঞ্জ থানা পুলিশ-বীরগঞ্জ থানায় আটক চোরাইকৃত গরুসহ পিকাপ চালককে থানায় নিয়ে আসে। রাতে গরু মালিক ইসলাম বাদী হয়ে পিকাপ চালক সহ অজ্ঞাত নামা ৬-৭ জনের বিরুদ্ধে গরু চুরির মামলা করেন। পরদিন পুলিশ পিকাপ চালককে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেন।

হাসেম আলী, জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও: আন্দোলনরত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা।

শনিবার দুপুর পৌনে ১২টা থেকে ১২ টা পর্যন্ত শহরের চৌরাস্তা মোড়ে অবস্থান নেয়া শিক্ষার্থীদের তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নিরাপদ সড়কের দাবি ও রাজধানীতে গাড়ি চাপায় স্কুল শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্কুল ও কলেজের শিার্থীরা সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসুচি পালন করে।

এ সময় কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শান্তিপূর্ন মানববন্ধন শেষে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং নিরাপদ সড়ক ও নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও চৌরাস্তায় বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী আন্দোলনে নামে। এক পর্যায়ে তারা সকল যানচলাচল বন্ধ করে দিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন গাড়িচালকের লাইসেন্স চেক করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।


ঠাকুরগাঁও সদর থানার ওসি তদন্ত রওশানারা জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, কোথাও তেমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা এলাকায় নেদু বর্মন (৭০) নামে এক নৈশ্য প্রহরীকে কুপিয়ে হত্যার করা হয়েছে । বৃহস্পতিবার সকালে রুহিয়া থানার রামনাথ এলাকার শাপলা হাস্কিং মিল থেকে ওই নৈশ্য প্রহরীর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।


নিহত নৈশ্য প্রহরী নেদু বর্মন (৭০) রুহিয়া থানার কর্ণফুলি গ্রামের প্রয়াত নয়ন বর্মনের ছেলে। রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, দীর্ঘ ১৪ ধরে রুহিয়া পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সেনের শাপলা হাস্কিং মিলে নৈশ্যপ্রহরী হিসেবে কাজ করে আসছিল বৃদ্ধ নেদু বর্মন। বুধবার রাতে নেদু বর্মন ওই হাস্কিং মিলে পাহারা দিচ্ছিলেন। রাতের কোন এক সময়ে সন্ত্রাসীরা হাস্কিং মিলে প্রবেশ করে এবং ধারালো অস্ত্র দিয়ে নৈশ্যপ্রহরী নেদু বর্মনকে কুপিয়ে হত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে শাপলা হাস্কিং মিল থেকে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ নৈশ্যপ্রহরী নেদু বর্মনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশটি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


ওসি প্রদীপ কুমার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: পিতা মাতা হারানো একই পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার উপজেলার নন্দুয়ার ইউনিয়নের শিয়ালডাঙ্গী গ্রামের মৃত মফিজুল ইসলামের সন্তান তারা।এমন ঘটনায় কঠিন দুঃচিন্তার মধ্যে বসবাস করছে এলাকার অন্যানা অধিবাসীরা।

বুধবার সরজমিনে গিয়ে দেখা যায়,শুন শান নিরব হয়ে রয়েছে মৃত মফিজুল ইসলামের এক সময়ের সুখের সংসারে গড়া বাড়ীটি। নেই কোন সুস্থ স্বাভাবিক মানুষের চলা ফেরা। মাঝে মাঝে কে যেন অস্বাভাবিক ভঙ্গিমায় আওয়াজ করে পাগলের মত আচরণ করছে মানুষজনের সাথে। সে আর কেউ নই সেই পরিবারের চার সন্তান। ভয়ে কেউ যেতে চাইনা তাদের সন্নিকটে। পাড়া প্রতিবেশীরাতো কেউ খেয়ালেই রাখে না এ রোগ যেন আবার তাদের উপর ছড়ায় এই ভয়ে। এছাড়াও মানবিক ভাবে খোজটিও রাখে না জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তর। এক ধরনের এক ঘোরা হয়ে বসবাস করছে মানসিক অসুস্থ হয়ে যাওয়া এই পরিবারটি।
বর্তমানে এই পরিবারের হাল ধরা এক মাত্র সুস্থ মৃত মফিজুলের ছোট সন্তান সফিকুল ইসলাম। তার সাথে কথা হয় এ প্রতিবেদকের। কেঁদে কেদেঁ বলেন, কি কারণে যে আমার সুস্থ স্বাভাবিক বড় চার ভাই মানসিকভাবে ক্ষতিগস্ত হয়ে পাগল বুনে গেছেন তা আমি জানি না। পিতা মাতা হারানো অভিভাবক শুণ্য সফিকুল আরো বলেন,এদের নিয়ে আমি বড় বিপদে আছি। তারা কখন কথায় যায় কি করে কি খায় তা আমি জানি না মাঝে মাঝে বাড়ী থেকে উধাও হয়ে যায় আবার নিজে নিজে ফিরে আসে। অর্থের অভাবে আমার নিজের জীবিকা নির্বাহ করায় মুশকিল হয়ে পড়ছে তাই তাদের আর উন্নত চিকিৎসা করাতে পারিনি।
সফিকুল ইসলামের কাছে এমন ঘটনার সুত্রপাত জানতে চাইলে সে বলে ভাইদের মধ্যে ১২ বছর পূর্বে ২য় ভাই কামাল উদ্দীন  এরপর ৪র্থ ভাই হাবিবুর ৩য় ভাই জামাল উদ্দীন পরিশেষে বড় ভাই বেলাল মানসিক রোগে আক্রান্ত হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রলাপ বকছে। কখনো বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার কোন ঠিক ঠিকানা নেই। তবে বেশির ভাগ সময় তারা বারান্দায় দাঁড়িয়ে থাকছে। এ সংসারের আমি সবচেয়ে ছোট তার পরও মানসিক ভারসাম্যহীন রোগী ভাইদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে আমাকে। তাদের জন্য রান্নাবান্না করা আবার সংসারের আয় রোজগার করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও বাবার মৃত্যুর পর মা ছিল তাদের একমাত্র অভিভাবক, সন্তানদের একের পর এক এমন ঘটনা সহ্য করতে না পেরে মা এক সময় পারি জমায় উপারে। ২০১৩ সালে মৃত্যুবরন করেন।
উপজেলা সমাজসেবা কর্মকতা রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনে ঘটনা স্থলে গিয়েছিলাম তাদের চিকিৎসা বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম বলেন একই পরিবারে যেহেতু ৪ জন মানসিক রোগী এটি পারিবারিক ভাবে কোন আঘাতের কারনে হতে পারে কিংবা বংশগত কারনে ও হতে পারে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান মুঠোফোনে বলেন, বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সঠিক ঠিকানা নিয়ে তাদের চিকিৎসার ব্যাবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে একটি করে গাছ লাগানোর আহবান জানিয়েছেন অতিথিরা ।


মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১১টায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সফিকুল ইসলাম।


"অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা" এ স্লোগানকে প্রতিপাদ্য করে বৃক্ষ মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলায় টাঙ্গন নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে শুক্রবার বেলা সাড়ে ১২টার পর উপজেলার সালন্দর ইউনিয়নের জামুরিপাড়া এলাকায় টাঙ্গন নদীতে ডুবে যায় বুলবুল (১৪) নামের ওই কিশোর। বুলবুল উপজেলার জামুরিপাড়া এলাকার সুরুজ উদ্দীনের ছেলে।


জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মফিদার রহমান বলেন, বুলবুল বেলা সাড়ে ১২টার দিকে মামা বাবুর সঙ্গে টাঙ্গন নদীতে গোসল করতে গিয়েছিল। এক সময় ডুবে যায়।


খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে। তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

হাসেম আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মহেন্দ্রগাও (জিগাও) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানিক হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মানিক হোসেন উপজেলার মহেন্দ্রগাও জিগাও গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, মানিক টেবিল ফ্যানের লাইন দিতে গেলে সুইচ বোর্ডে তার হাত আটকে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget