Articles by "জয়পুরহাট"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় অপহরণকারী চক্রের দুইজন সদস্য গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধি: অপহরণ মামলার ২৪ ঘন্টার মধ্যে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা হতে অপহরণকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
 
আজ সোমবার সকালে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫ সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃতে রবিবার রাত সাড়ে ১১ ঘটিকায় নওগাঁ জেলা ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা হতে  অপহরনকারী মোঃ নাঈম হাসান (২৩), এবং মোঃ আবু বক্কর ছিদ্দিক (৫০) কে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত মোঃ নাঈম হাসান (২৩), জেলার ধামুইরহাট থানার রসপুর কুর্সামারী গ্রামের মোঃ আবু বক্কর ছিদ্দিকের ছেলে এবং মোঃ আবু বক্কর ছিদ্দিক (৫০) একই গ্রামের বারু মন্ডলের ছেলে।
 
র‌্যাব আরও জানায়, মাদারীপুর জেলার শিবচর থানার মাতব্বরের চর গ্রামের সুমন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (১৬) গত ১০/১১/২০২৩ তারিখ দুপুর অনুমানিক ২টা ৩০ মিনিটে ঢাকার গোড়ানের বাসা হতে বের হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায়  বিভিন্ন জায়গায় খোজাখুজি করা হয়ে থাকে। খোজাখুজির এক পর্যায়ে এলাকার লোক মারফত  জানা যায়,  ১০/১১/২০২৩ তারিখ দুপুর অনুমাণিক ৩টা ১০ মিনিটে খিলগাঁও থানাধীন দক্ষিন গোড়ান এলাকায় বাসা নং ৩৮০/বি এর সামনে পাকা রাস্তার উপর পৌছা মাত্র পূর্ব হইতে ওৎ পেতে থাকা মোঃ নাঈম হাসানসহ কয়েকজন ভিকটিম স্মৃতি আক্তারকে ফুসলিয়ে অজ্ঞাতনামা পরিবহনযোগে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়েছে। পরবর্তীতে সোমবার খিলগাও থানায় একটি অপহরনের মামলা দায়ের করা হয়।মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায় ভিকটিম ও অপহরণকারীরা নওগাঁর ধামইরহাট এলাকায় অবস্থান করছে এবং খিলগাও থানা থেকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের নিকট সহায়তা চাওয়া হলে র‌্যাব-৫, সিপিসি-৩ টিম এর একটি আভিযানিক দল অপহরনকারীদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দুইজন অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
 
পরবর্তীতে গ্রেফতারকৃত অপহরণকারীদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে খিলগাঁও ঢাকা জেলার খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নওগাঁয় ৪হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর বদলগাছতে শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল। অভিযানে সন্ধা ৭টার দিকে ৪হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল এবং ৪,৫০০ টাকাসহ ২জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

মাদক ব্যবসায়ীরা হলো, নওগাঁর বদলগাছী থানার থুপশহর গ্রমের মো. আজাহার আলীর ছেলে  মো. সুমন হোসেন(২৫) এবং মো. পিন্টু হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন(২৬)। 

বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক স¤্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।  

পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক ব্যাবসায়ী আটক

আজকের দেশসংবাদ ডেস্ক : জয়পুরহাটে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এবং স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে আজ বুধবার সকাল ১১.৫০ মি. জেলার সদর থানাধীন ধলহার ইউপির বিষ্ণপুর সৈয়দ আলীর মোড়ে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নুরী খাতুন (৫৫) নামক এক মাদক ব্যাবসায়ীকে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

নুরী খাতুন বগুড়া জেলার সদর থানার বেলগাড়ী  গ্রামের মৃত আব্দুল কাদেরের স্ত্রী। র‌্যাব জানায়, নুরী খাতুন দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহপূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। 
 

পরবর্তীতে  আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।




নওগাঁয় পৃথক পৃথক অভিযানে ৫৭জন মাদকসেবী ও ৪জন জুয়াড়িসহ ৬১ আটক

সালমান ফার্সী (সজল) নওগাঁ : নওগাঁয় পৃথক পৃথক অভিযানে ৫৭ জন মাদকসেবী ও ৪ জন জুয়াড়িসহ ৬১ জনকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার (২৫অক্টোবর) জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ এর নেতৃত্বে সকাল সাড়ে ১০টা হতে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নওগাঁ জেলার সদর থানাধীন বোয়ালিয়া বাইপাস, তুলশীগঙ্গা ব্রীজ ও নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনকারীদের কাছ থেকে দেশীয় মদ ৭.৫ লিটার, গাঁজা ১১৫ গ্রাম, কলকি ৫ টি, কাঁচি ২ টি, ব্লেড ১ টি, আলাপাতা ১৫ গ্রাম ও জুয়ারীদের কাছ থেকে তাস ২ বান্ডিল, জুয়া খেলার নগদ অর্থ ২৩০০/- টাকাসহ আসামীদের আটক করা হয়।

আটককৃত আসামীরা হলেন, মোঃ মামুন (৪০), মোঃ মিলন (৪০), মোঃ এরশাদ (২৮), শ্রী নরেশ রবিদাস (৫৮), মোঃ এমরান হোসেন রাসেল (৩০), মোঃ বকুল হোসেন (৬৪), মোঃ মাহমুদুর রহমান (৫০), মোঃ গোলাম মোস্তফা (৪০), মোঃ কালাম হোসেন (৩০), মোঃ রিপন আলী (৪০), শ্রী গোপাল মহন্ত (২৫), মোঃ আব্দুর রাজ্জাক (৫০), মোঃ রাজন শেখ (২৫), মোঃ রবিউল ইসলাম (১৯), মোঃ আরিফ হোসেন (১৯), মোঃ আতোয়ার রহমান (৬২), মোঃ নয়ন ইসলাম (২৫), মোঃ শাহীন (২২), মোঃ সাজু (১৯), মোঃ কালাম হোসেন (২৫), মোঃ শামীম (২৭), মোঃ সাজেদুল ইসলাম (২৭), মোঃ আজিজুল হক, মোঃ রিপন শেখ (২৫), মোঃ সাগড় হোসেন (২৭), মোঃ আবু বকার সিদ্দিক (৩৮), মোঃ আলমগীর হোসেন (৩৩), মোঃ শহিদুল ইসলাম (৫৫), মোঃ সোহরাব হোসেন টুকু (৫০), মোঃ সোলতান মাহমুদ (২৩), মোঃ রাজু আহম্মেদ (২০), মোঃ আলামিন (২২), মোঃ শাহীন আলম (২৪), মোঃ সোহেল তানবীর (২৫), শ্রী উত্তম কুমার (৩২), শ্রী কাঞ্চন  কুমার শাহ (২৩), শ্রী সাগর চন্দ্র মোহন্ত (১৯), মোঃ সুজা মন্ডল (২৩), মোঃ জুলফিকার আলী (২০), মোঃ মান্নান সরদার (৩৭), মোঃ হৃদয় খান (১৯), শ্রী সুজন কুমার চক্রবর্তী (৪৪), মোঃ জামাল চৌধুরী তুষার (৫৮), মোঃ সাদেক মাহমুদ স¤্রাট (২৮), মোঃ আলামিন সরদার (৩০), মোঃ রবিন হোসেন (৩২), শ্রী সুনজিত কুমার (৩৬), মোঃ মেহেরাব (১৯), মোঃ জাহাঙ্গীর আলম (২৯), মোঃ নাঈম হাসান (২১), মোঃ মাহফুজুর রহমান (২০), মোঃ সোহেল (২০), মোঃ নিশাদ আহম্মেদ নহু (২২), মোঃ মেহেদী হাসান রাসেল (২২), মোঃ নাঈম উদ্দিন নাহিদ (৩০), মোঃ আব্দুস সালাম দীপ (৩৩), মোঃ রাসেদুল ইসলাম রনি (৩২), মোঃ আশিফ আদনান (২৫), মোঃ মোশফিকুর রহমান সাগর (২৮), মোঃ তানভির রেজা তানি (২৪), মোঃ আবিদ হাসান (২৫),

আসামীদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রকাশ্যে জুয়া খেলায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।
 

জয়পুরহাটে শিশুকে অপহরণের পর হত্যা, ৫ জনের ফাঁসি


রাশেদুজ্জামান, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আড়াই বছরের শিশু আরাধাকে অপহরণের পর হত্যা মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার রশিদপুর মোলান গ্রামের উত্তম কুমার সরকার (২৯), বিরেন চন্দ্র বর্মন বিরেশ (৩৮), সন্তেষ সরকার (২৮), মোস্তাফিজুর রহমান (৩৮) ও ওবাইদুল ইসলাম (২৬)। মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত আসামিদের মৃত্যুদণ্ডের রশিদে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৫ সালের ২২ ডিসেম্বর উপজেলার রশিদপুর মোলান গ্রামের পরেশ চন্দ্রের আড়াই বছরের শিশুকন্যা আরাধা রানি বাড়ির পাশে খেলা করছিল।

খেলাধুলার সময় শিশুটিকে অপহরণের পর মুক্তিপণ দাবি করেন দণ্ডপ্রাপ্তরা। মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধে হত্যার পর শিশুর মরদেহ রশিদপুর মোলান বাজারের একটি পুকুরে ফেলে দেন তারা। এ ঘটনায় শিশুর বাবা পরেশ চন্দ্র মামলা করেন।


পরে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে উত্তম কুমার, বিরেন চন্দ্র ও ওবায়দুল ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৬ সালের ১০ মার্চ আদালতে সাজাপ্রাপ্ত পাঁচজনকে অভিযুক্ত করে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে সোমবার এ রায় দেন বিচারক।

আদালত সূত্র জানায়, প্রথমে অপহরণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেন আদালত। দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে একই আসামিদের মৃত্যুদণ্ড ও জামিনে গিয়ে পলাতক থাকায় উত্তম কুমার সরকারকে পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং অন্য চারজনের তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।

 

আসামি ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্যু

রাশেদুজ্জামান,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সহকারী পরিদর্শক কর্পোরাল সাহেদুজ্জামানের (৩৬) মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার টেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।


জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ওই দিন বিকেলে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে যান সাহেদুজ্জামানসহ কয়েকজন র‌্যাব সদস্য। এ সময় তাদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেন।

পরে অন্য র‌্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখেন। উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদ হোসেন জানান, র‌্যাব কর্মকর্তা সাহেদুজ্জামানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

জয়পুরহাটে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৯ মামলার আসামি নিহত

রাশেদুজ্জামান: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিউল ইসলাম মিন্টু (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২৪ জুন) ভোররাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি শুটার গান, ৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, এক হাজার ২০০ পিস ইয়াবা ও ৫০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত মিন্টু জয়পুরহাটের উত্তর গোপালপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযান চলকালে ভোররাতে উপজেলার রতনপুর এলাকায় র‌্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। র‌্যাবের পাল্টা গুলি বর্ষণে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও মিন্টু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

নিহত মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, চোরাচালান, অপহরণ, বিজিবি ও পুলিশের ওপর হামলাসহ ১৯টি মামলা রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

 জয়পুরহাটে ডোবায় মিলল দুই বোনের লাশ

রাশেদুজ্জামান, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে একটি ডোবা থেকে মরিয়ম আক্তার (৬) ও মুনিরা পারভীন (৫) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পূর্বউঁচনা গ্রামের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা ওই গ্রামের সহোদর রুবেল ও মোখলেছ হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো-জেঠাতো বোন।

নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম আক্তার ও মুনিরা পারভীন সোমবার বিকেলে বাড়িতে খাবার খেয়ে বৃষ্টির মধ্যে খেলতে বের হয়। কিন্ত সন্ধ্যার পরও তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। তাদের সন্ধানে স্থানীয় মসজিদের মাইকে মাইকিংও করা হয়। পরে মঙ্গলবার সকালে প্রতিবেশী ফিরোজের বাড়ির সামনের একটি ডোবাতে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঁচবিবিতে সেফটি ট্যাঙ্কির বিষাক্ত গ্যাসে গৃহকর্তাসহ ২ জনের  মৃত্যু,আহত ১

সাজেদুল ইসলাম টিটু,পাঁচবিবি(জয়পুরহাট):  সোমবার জয়পুরহাটের পাঁচবিবিতে শালাইপুর গ্রামে নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির শার্টার খুলতে গিয়ে গৃহকর্তাসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হল বাঁশখুর গ্রামের নজরুল ফকিরের ছেলে নাঈম হোসেন (১৭) ও গৃহকর্তা শালাইপুর গ্রামের  নূর মোহাম্মদ (৩৮)। এ ঘটনায়  গুরুতর আহত হন  শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া।
এলাকাবাসী জানান, বেলা ১১ টায়  নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কির শার্টার খুলতে একে একে তিনজন নিচে  নেমে পড়লে বিষাক্ত গ্যাসে ২ জন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ও পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।

  মিডিয়ার সম্ভাবনাময় তারকা জয়পুরহাটের কৃতি সন্তান শফিউল বারী রাসেল দুই মাসের সাংস্কৃতিক সফরে যাচ্ছেন ভারত তাজাকিস্থানসহ ছয়টি দেশে

সংবাদ প্রেরক: শারমিন আশা স্বর্ণা, :বিনোদন রিপোর্ট:
সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখায় বিচরণ করা এ সময়ের উজ্জল সম্ভাবনাময় তারকা শফিউল বারী রাসেল যিনি একাধারে সাংবাদিক, কলাম লেখক, কবি, গীতিকার,  ছড়াকার, সুরকার, নাট্যকার, নাট্য পরিচালক, প্রযোজক ও বিশিষ্ট ব্যবসায়ী। আগামী অক্টোবরে তিনি দুই মাসের সাংস্কৃতিক সফরে ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা, সিঙ্গাপুর ও তাজাকিস্থান যাচ্ছেন। এই দেশগুলোতে তিনি কয়েকটি সাহিত্য সম্মেলন, কবি আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিল্পীর গান রেকর্ড, কয়েকটি শর্টফিল্মের শ্যুটিং ও একটি মিডিয়া ওয়ার্কশপে যোগ দেবেন। তুলে ধরবেন বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিকে।  বাংলাদেশ বেতার, বিটিভি, গ্রামোফোন, চলচ্চিত্র ও অডিও মিডিয়ার  প্রখ্যাত গীতিকার ও সুরকার শাসসুদ্দিন হীরা ও সামিনা বেগম দম্পত্তির প্রথম সন্তান শফিউল বারী রাসেল। ১৯৭৭ সালের ২৭ অক্টোবর মাতুতালয় নওগাঁ জেলার বদলগাছি উপজেলার খামার আক্কেলপুর গ্রামে জন্ম গ্রহন করেন। পৈত্রিক নিবাস জয়পুরহাট জেলার কালাই উপজেলার সড়াইল গ্রামে।

বাবার লেখা চুরি করে পড়তে পড়তে একসময় লেখার প্রতি একটা ঝোক চলে আসে সাংস্কৃতিক পরিবারে জন্ম নেয়া প্রতিভাবান লেখক শফিউল বারী রাসেলের। অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত সময় থেকে তার লেখালেখিটা শুরু। এরপর আর থেমে থাকেননি একে একে সাহিত্য সাংস্কৃতির নানা শাখায় সদর্পে বিচরন করতে শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভূক্ত গীতিকার। তার রচিত অনেক গানে দেশের সুনামধন্য শিল্পীরা কন্ঠ দিয়েছেন। খুব শিগ্রই তার কথা ও সুরে আসছে আসিফ আকবর, পূজা, ঝিলিক, আশিক, প্রমিত, শফি মন্ডল, কামরুজ্জামান রাব্বীসহ বেশ কিছু নবীন প্রবিন শিল্পীর গান। সবগুলো গানই একে একে রিলিজ হবে তার মিউজিক কোম্পানী  ভয়েস এন্ড ভিশন মিউজিক থেকে।লিখছেন শর্টফিল্ম ও টেলিনাটকের স্ক্রিপ্টও। তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে টেলিনাটক “বাক্স”, ”কবিতার কান্না” টেলিফ্লিম “নাইট কোচ”, শর্টফিল্ম  ”টোকাইও মানুষ” ও ”অন্তরের মানুষ”। এছাড়া তার পরিচালনায় রোকন রাসেল রচিত বাহান্ন পর্বের ধারাবাহিক টেলিনাটক ”জামাই নিবাস”, নিহাজ খান রচিত শর্টফিল্ম  ”ক্রাশ”,  দেবাশীষ দেবু রচিত শর্টফিল্ম ”রং স্টেশন”, শারমিন আশা স্বর্ণা রচিত শর্টফিল্ম  ”প্রেম কড়চা”সহ আরো বেশকিছু শর্টফিল্ম ও নাটকের কাজ চলছে। টেলিভিশনের পাশাপাশি এসব দেখতে পাবেন ভয়েস এন্ড ভিশন এন্টারটেইনমেন্টে।এছাড়া তার লেখা ছড়া, কবিতা, গল্প, ফিচার, উপ-সম্পাদকীয়, গবেষনাধমী প্রবন্ধ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকা, সাহিত্য পত্রিকা, লিটল ম্যাগাজিন ও যৌথ গ্রন্থে প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত কাব্যগ্রন্থ “উদয়ের চলন্তিকা”, “স্বপ্নীল স্বদেশ”, “সোনালী জলের ঘ্রান ”, “নোনা জলের ঘ্রাণ”, “ ছুঁয়ে যাও এই প্রান্তর ” “ কাঁচা রোদের সকাল”, “জোৎ¯œা প্লাবণ” “অরণ্য”, “ক্ষ” এবং সাম্প্রতিক বিষয় নিয়ে লেখা ছড়াগ্রন্থ ”ছড়া এখন ভীষণ কড়া” অন্যতম। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর গবেষণা গ্রন্থেরও প্রাবন্ধিক। সম্পাদনা করছেন লিটল ম্যাগ ‘শব্দের মিছিল’।

পেশায় তিনি একজন সফল সাংবাদিকও। ১৯৯৫ সালে তিনি তিনি দৈনিক খবর পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় পা রাখেন। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়া ‘চ্যানেল আই’তে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি একজন সফল ব্যাবসায়ীও। বর্তমানে তিনি আলিফ এগ্রো পার্কের চেয়ারম্যান, প্রযোজনা প্রতিষ্ঠান ভয়েস এন্ড ভিশন মিডিয়া এবং কথক ক্রিয়েটিভ জোনের ব্যবস্থাপনা পরিচালক, রিজেন গ্রুপের পরিচালক(পিআর), আইপি টেলিভিশন দর্পন টিভির পরিচালক এবং ভয়েস এন্ড ভিশন মিউজিক, ভয়েস এন্ড ভিশন এন্টারটেইনমেন্ট ও জান্নাত বিডি টিভির কর্ণধার। শত ব্যস্ততার মাঝেও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। জাতীয় কৃষক সংগঠন ”হৃদয়ে মাটি ও মানুষ কৃষক ফোরাম বাংলাদেশের” প্রতিষ্ঠাতা ও সভাপতি, জাতীয় সাংবাদিক সংগঠন ”বাংলাদেশ তৃণমূল সাংবাদিক সোসাইটির” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, ”বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের” সাংগঠনিক সম্পাদক, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ”ওয়ার্ল্ড গ্রীন সোসাইটির” মহাসচিব, জাতীয় সাহিত্য সংগঠন ”বাংলাদেশ লেখক কল্যান পরিষদের” আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক  এবং ”জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের” সভাপতির  দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি লোক সংস্কৃতি গবেষনা পরিষদ জয়পুরহাট এর সফল সংগঠকও। প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটি, ঢাকা কর্তৃক হিউম্যান রাইটস গোল্ড এ্যাওয়ার্ড-২০১১, স্বাধীন বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক স্বাধীন বাংলা পারসোনালিটি এ্যাওয়ার্ড-২০১১, অভিযাত্রিক সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, রংপুর কর্তৃক স্বপ্নীল স্বদেশ সম্মাননা-২০১২, প্রজম্ম, রাজশাহী কর্তৃক শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা-১৪২০,  স্বদেশ বাংলা ঢাকা কর্তৃক তরুন লেখক সম্মাননা-২০১৪, ঊনিশ্বর সাহিত্য সাংস্কৃতিক পরিষদ ঢাকা কর্তৃক সেরা কবি সম্মাননা-২০১৮ ।

জয়পুরহাট: জয়পুরহাটে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার প্রতিবাদে জেলাজুড়ে ৮ শতাধিক ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বুধবার বিকেলে জেলা প্রশাসনের এ জরিমানার পর রাত সাড়ে ৮টা থেকে অনির্দিষ্ট কালের জন্য ওষুধের দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা জানান, সওদাগর ফার্মেসি নামের দু’টি ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে দোকান দু’টিকে মোট ৪০ হাজার টাকা জরিমান করা হয়।


জয়পুরহাট জেলা ওষুধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল জানান, জয়পুরহাটসহ সারা দেশের ওষুধের দোকানগুলোতে বিভিন্ন কোম্পানির অগনিত ওষুধ মজুত রেখে ব্যবসা করতে হয়। এ সমস্ত ওষুধের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা অস্বভাবিক নয়। তবে মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো সংশ্লিষ্ট প্রস্তুতকারক কোম্পানিকে ফেরত দেয়ার জন্য প্রত্যেকটি দোকানের নির্দিষ্ট বাক্সে জমা রাখা হয়। সেখান থেকে ওই সব অব্যবহৃত ওষুধ জব্দ করে প্রায়ই ভ্রাম্যমাণ আদালত ওষুধ ব্যবসায়ীদের এ ধরনের শাস্তি দেন। এর প্রতিবাদে জরুরি সভা ডেকে অনির্দিষ্ট কালের জন্য জেলার সবকটি ওষুধের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার নারায়ণপাড়া গ্রাম থেকে শারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন উপজেলার নারায়ণপাড়া গ্রামের আলামিন হোসেনের স্ত্রী ।


স্থানীয়দের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বিকেলে শারমিন শোবার ঘরের দরজা বন্ধ করে দেন। পরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে সন্ধ্যায় প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঠিক কী কারণে শারমিন আত্মহত্যা করেছেন সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি বলে জানান ওসি।

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈলের তাজপুর গ্রামে চোর সন্দেহে গণপিটুনি দিলে ইয়াসিন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন আলী একই উপজেলার বনখুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।


গত বৃহস্পতিবার গভীর রাতে তাজপুর গ্রামে চুরি করতে গিয়ে ধরা পরে ইয়াসিনকে গণপিটুনি দেয় বিক্ষুব্ধ গ্রামবাসী। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করে দেন। চিকিৎসাধীন আবস্থায় গত শুক্রবার বিকেলে তিনি মারা যান।


জয়পুরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওসি মমিনুল হক জানান, গণপিটুনিতে মারা যাবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে। তবে ইয়াছিনের বিরুদ্ধে থানায় চুরির অভিযোগ রয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাট শহরের কালীমন্দির এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্তু কুমার দাস (২২) নামে এক রিকশাচালক খুন হয়েছেন। মঙ্গলবার মধ্য রাতে এ ঘটনা ঘটে।নিহত সন্তু দাস শহরের কন্ডুপাড়া মহল্লার রঘুনাথ দাসের ছেলে।


জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন জানান, বুধবার মধ্য রাতে শহরের কালীমন্দির এলাকায় কয়েকজন যুবকের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত দাসের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা রিকশাচালক সন্তু দাসকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় সন্তুকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


ওসি বলেন, মাদক সেবনকে কেন্দ্র করে সন্তুকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget