Articles by "চট্টগ্রাম"
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

সন্দ্বীপে অজ্ঞাত লাশ উদ্ধার!

মিলাদ মূদ্দাচ্ছির, সন্দ্বীপ : উত্তর সন্দ্বীপ কালাপানিয়া ঘাটের উত্তর পশ্চিম দিকের নদীর কিনারের চর থেকে  এক অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। আজ (২৫ শে মে) সকাল ৮ টায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী সন্দ্বীপ থানায় ফোন করে সন্দ্বীপ থানায় জানালে সন্দ্বীপ থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পরে সন্দ্বীপ উপজেলা ১০ শয্যা বিশিষ্ট হসপিটালের লাশের পোস্টমর্টেম সম্পূর্ণ করার জন্য প্রেরণ করা হয়। 

এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। সন্দ্বীপ থানায় এস এই কামরুজ্জামান ও এস আই মোফাজ্জল যৌথভাবে জানান। পোস্ট মর্টেম সম্পূর্ন হলে সরকারী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিচয় না পাওয়া অজ্ঞাত লাশ হিসেবে দাফন সম্পূর্ন হবে। 

থানায় একটি অপমৃত্যু মামলা লিপিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই কামরুজ্জামান।

যানজট প্রতিরোধে সন্দ্বীপে ব্যাটারীচালিত অটো রিক্সা নিয়ন্ত্রণে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ

মিলাদ মুদ্দাসসির-সন্দ্বিপ : সন্দ্বীপে ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচলে সৃষ্টি করছে বিশাল যানজট। প্রতিনিয়ত  দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের দাবীতে আন্দোলন করে করে আসছে সিএনজি চালক ও মালিক সমিতিসহ সমাজের বিশিষ্ট নাগরিকেরা।

এরই প্রেক্ষিতে গত ২০/০৬/২০২১ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারক লিপির ভিত্তিতে যানজট ও দুর্ঘটনা এড়াতে আজ ১৫/১১/২০২১ ইং তারিখে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে তার কার্যালয়ে সিএনজি চালক ও মালিক সমিতির প্রতিনিধি ও ব্যাটারীচালিত অটো রিক্সা সমিতির প্রতিনিধিদের সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিএনজি চালক ও মালিক সমিতি ঐক্য আন্দোলনের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, সিএনজি চালক সমিতির আহবায়ক জনাব সোহেল রানা, ব্যাটারীচালিত অটো রিক্সা সমিতির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর, সমাজকর্মী ইলিয়াছ কামাল বাবু, সাংবাদিক ইলিয়াছ সুমন, মানবাধিকার কর্মী ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ন আহবায়ক মিলাদ মুদ্দাসসির এবং অন্যন্য সামাজ প্রতিনিধিবৃন্দ।

বৈঠকে দুই পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে, জনবহুল সন্দ্বীপের প্রধান সড়ক গুপ্তছড়া সড়কের পূর্ব দিকে মগধরা বেড়ীবাঁধ হতে পশ্চিম দিকে রহমতপুর বেড়ীবাঁধ পর্যন্ত এই এলাকায় কোন ব্যাটারীচালিত অটো রিক্সা চলাচল করবে না।

দেলোয়ার খাঁ সড়কের উত্তর দিকে চৌমুহনী বাজার হতে দক্ষিণ দিকে পণ্ডিতের হাট এলাকা পর্যন্ত কোন ব্যাটারি চালিত অটো রিক্সা চলাচল করবে না।

অটো রিক্সায় কোন অপ্রাপ্ত বয়স্ক চালক হিসেবে নিয়োগ দিবে না।

এছাড়া যানজট কমাতে সরকার নির্দেশিত সড়কের আইন কানুন মেনে চলা ও চালকদের প্রশিক্ষণের ব্যাবস্থা নেয়ার জন্য উভয়পক্ষ একমত পোষণ করেন।

সচেতন মহল মনে করে প্রশাসনিক এই উদ্যোগগুলো যানজট মোকাবিলায় কিছুটা হলেও সহায়ক হবে। তাই গৃহীত পদক্ষেপগুলো দ্রুত বাস্তবায়নের দাবী সকলের।

 

ত্যাগীরা উপেক্ষিত  দুঃসময় আসলে এলিয়েনদের খুজে পাওয়া যাবে না! - হুইপ-স্বপন

মিলাদ মোদাচ্ছির, সন্দ্বীপ : জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, সন্দ্বীপের সাবেক সাংসদ মুস্তাফিজুর রহমানের স্মরণসভার বক্তৃতায় প্রথমেই বলেন, এইযে অনুষ্ঠানে গলায় ব্যাচ পড়ে যারা দাড়িয়ে আছেন তাদের কে দায়িত্ব দেয়া হয়েছে অনুষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু তারা অনুষ্ঠানে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা করে, তারা শৃঙ্খলার দায়িত্ব নিয়ে একেকজন হিরো সাজে, তাদের পিছনে যে মুরুব্বিরা রয়েছেন তাদের কোন দাম নেই, এবং এ সমস্ত এলিয়েনদের কারনে রাজনীতি আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। মঞ্চের সামনে অনেক জায়গা তারা সেখানে না বসে মঞ্চে দাড়িয়ে বিশৃঙ্খলা করে ছবি তুলে পড়ে দেখা যাই সাত দিন পর এ সমস্ত কিছু ছবি গোল দাগ পড়ে পত্রিকায় নিউজ হয় নাম খারাপ হয় আমাদের, মনেহয় উনাদের ছেয়ে বড়নেতা আর সন্দ্বীপে নাই। আর বাকিরা সবাই ছলিম-কলিম উদ্দিন! এত কথা বলার পরও তারা মঞ্চ থেকে নামে না। তাদের চামড়া মোটা হতে হতে কোন জায়গায় পৌঁছেছে তা আমরা জানি না। এদের কারনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি বলেন ১৯৭৫ সালের পড়ে যারা ঘরের ফসল ও নিজের জমি বিক্রি করে নিজের স্ত্রী সন্তান কে বঞ্চিত করে আওয়ামী লীগের জন্য জীবন উৎসর্গ করছেন সেসব মানুষ গুলি আজ উপেক্ষিত। আল্লাহ না করুক আবার যদি ৭৫/৯৬/২০০১ সাল পরবর্তী সময়ের মতো দুঃসময় আসে তখন এসব সুবিধা বাদীদের খুজে পাওয়া নাও যেতে পারে ।

দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান কথা বলতে গিয়ে তিনি বলেন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমানের কারনে আজ সন্দ্বীপ সুপরিচিত, তার অবদান সন্দ্বীপ বাসী কেন দিন ভুলবে না, তিনি ছিলেন মানবতাবাদী নেতা, মানুষের কল্যানের জন্য কাজ করে গেছেন। দ্বীপবন্ধু কথা বলতে তিনি বলেন জীবন মহিমান্বিত হলে মৃত্যু ও মহিমান্বিত হয়, আজকের স্মরণ সভার উপস্থিত সেটা প্রমান করে।  তিনি বলেন সন্দ্বীপ এখন বাংলাদেশের অনেক থানা হেডকোয়ার্টার বা জেলা শহর থেকে অনেক উন্নত। 

 উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  মাস্টার শাহাজাহানের সভাপতিত্বে ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন, আওয়ামী লীগ নেতা আলাউদ্দীন বেদন, ও সফিকুল মাওলার সঞ্চালনায় স্মরণ সভায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি, বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, মগধরা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,  সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছিদ্দিকুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুল হাসান আলাল,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন প্রমুখ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ, তাতীলীগ, মৎস্যজীবিলীগ,বীর মুক্তিযুদ্ধা বৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাম্প্রদায়িক উস্কানি বরদাস্ত করা হবে না - হুইপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন

মিলাদ মোদাচ্ছির, সন্দ্বীপ চট্রগ্রাম : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, সন্দীপের সাবেক সাংসদ, দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমানের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদানকালে বলছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম এবং এই দেশের ৯০ ভাগ মুসলিম হলেও সকল সংবিধান সকল ধর্মের স্বাধীনতা ও নিরাপত্তার ব্যাপারে সমান অধিকার দিয়েছে।

সাম্প্রতিককালে সংবিধানে রাষ্ট্রধর্ম নিয়ে যে বিতর্ক এবং সমালোচনা চলছে, সে বিষয়ে ইঙ্গিত করে হুইপ বলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের  হুইপ হিসাবে দায়িত্ব নিয়ে বলছি, রাষ্ট্র ধর্ম ইসলাম পরিবর্তনের কোন পরিকল্পনা নেই সরকার ও আওয়ামী লীগের। তবে সংবিধানে উল্লেখিত সকল ধর্মের পূর্ণ স্বাধীনতা ব্যাপারে কঠোর অবস্থানে সরকার, সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে ষড়যন্ত্র কারীদের খুজে বের কঠোর শাস্তির মুখোমুখি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার প্রতিজ্ঞাবন্ধ। এ ব্যাপারে কোন ছাড় নাই।

স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি । আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসগঠনের নেতৃবৃন্দ।

বেহাল দশা সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের : ৭টি পদের ৫ টি খালি !


মিলাদ মুদাছ্ছির, সন্দ্বীপ (চট্টগ্রাম) : বর্তমানে সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসে ৭ টি পদ রয়েছে পদ গুলো হলো উপজেলা শিক্ষা অফিসার একজন, ২ জন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার ১ জন হিসাবরক্ষক,  ১ জন অফিস সহকারী, একজন পিয়ন, ও ১ জন নৌশপ্রহরী, বর্তমানে একজন হিসাবরক্ষক ও একজন নৌশপ্রহরী অফিস চালাচ্ছেন। 

সন্দ্বীপ মাধ্যমিক বিদ্যালয় ২৮ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৩ টি, দাখিল মাদ্রাসা ৮'টি ফাজিল মাদ্রাসা ৩ টি, কলেজ ৬ টি, এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ছাত্র ছাত্রী রয়েছে ৩৮ ৭৪৪ তার মধ্যে ৬ টি  কলেজে ছাত্র ছাত্রী হলো ৫৫১৭ আর স্কুল মাদ্রাসায় ছাত্র ছাত্রী ৩৩২২৭ ছাত্র ১৩৬৬৮ ছাত্রী ১৯৫৫৯ মোট ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, কিন্ত সে মাধ্যমিক শিক্ষা অফিস চলছে বর্তমানে কর্মকর্তা ছাড়া। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যাই বর্তমানে সন্দ্বীপ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার না থাকায় এস এম জিয়াউল হায়দার হেনরি জেলা শিক্ষা অফিসার চট্টগ্রামের সন্দ্বীপে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যদি ও তিনি সন্দ্বীপ নিয়মিত যাতায়াত কম করেন, ফলে কাজের কোন অগ্রগতি নেই বললেই চলে। 

সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সর্বশেষ ১৬ মে ২০১৯ থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত শিক্ষা অফিসারের দায়িত্ব পালন করছেন কে এম আলমগীর। ২ বছর যাবৎ কোন মাধ্যমিক  শিক্ষা অফিসার নাই সন্দ্বীপে। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তীর অফিসিয়াল টেলিফোন(০৩১২৫৫৩১৪৪) বার বার যোগাযোগ করা হলে ও টেলিফোন সংযোগ দেয়া সম্ভব হয় নি। 

এ ব্যাপারে টেলিফোনে যোগাযোগ করা হলে সন্দ্বীপ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি বলেন, এর দায়বদ্ধতা সম্পুর্নরুপে চট্টগ্রাম-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। আমি বিভিন্ন সময় মাননীয় মন্ত্রী মহোদয় ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-চট্টগ্রাম, চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছি, আশা করি সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সমস্যা সমাধান করবে কতৃপক্ষ।

সন্দ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচন


মিলাদ মুদাছ্ছির সন্দ্বীপ : কিছু কিছু কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রেই সকাল থেকে ব্যাপক ভোটার উপস্থতির মধ্য দিয়ে শুরু হয় ভোট। কিছু কিছু কেন্দ্রে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা জানা যায়। সরেজমিনে মুছাপুর ৯নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ব্যাপক ভোটার উপস্থিতি। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে ভোটারের ভিড় বাড়তে থাকে। মুছাপুর ৯নং ওয়ার্ডের পুরুষ বুথ গুলোর প্রধান প্রিসাইডিং কর্মকর্তা ছিল  উপজেলা সমবায় কর্মকর্তা জনাব আজিম উদ্দিন। পুরুষ বুথ গুলোর পুলিং এজেন্টদের সাথে কথা বলে জানা যায় পুরুষ বুথ গুলোতে সুষ্ঠ ভোট হচ্ছে। অন্য দিকে মহিলা বুথ গুলোর প্রধান প্রিসাইডিং ছিলেন উত্তর সন্দ্বীপ কলেজের শিক্ষক আনোয়ার হোসেন। কিন্তু তার বিরুদ্ধে বেশ কিছু প্রার্থী নির্দিষ্ট প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্ব করার অভিযোগ পাওয়া যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায় কোন প্রার্থীর এজেন্ট কার্ড ছাড়াই কয়েকজন যুবক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার পাশে দাড়িয়ে রয়েছে।

হারামিয়া ৭নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় সুন্দর উৎসবমুখর নির্বাচন হচ্ছে। মেম্বার প্রার্থী আহসানের ইসলামের নির্বাচন সমন্বয়ক জাল ভোট হচ্ছে বলে অভিযোগ তুললে ও তার এজেন্টরা কোন জাল ভোট সনাক্ত করতে পারেনি।

হারামিয়া ৫ নং ওয়ার্ডে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি একদম কম। হারামিয়া ৫ নং ওয়ার্ডের ভিতরে গেলে মেম্বার প্রার্থী মুহাম্মদ করিম (সাবেক মেম্বার) এর পুলিং এজেন্ট জানায় সকালে ভয় ভীতি দেখিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রায় এক ঘন্টা তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।


হারামিয়া ৮ নং ওয়ার্ডে বেলা ১২ টা বাজে গিয়ে দেখা যায় ভোটারেরা শৃংখলা বজায় রেখে ভোট দিচ্ছে। 

হারামিয়া ৮ নং ওয়ার্ডের প্রিসাইডং কর্মকর্তা ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। তিনি সুন্দর ও সুস্থ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন।

হারামিয়া ৪ নং ওয়ার্ডে ভোটার উপস্থিতি সন্তোষজক দেখা গেলেও ভিতরের পরিস্থতি অত্যন্ত ঢিলে ঢালা ছিল।


বেলা ১২.৩০টা পর্যন্ত হারামিয়া ৬ নং ওয়ার্ডে সুষ্ঠ নির্বাচনের চিত্র দেখা গেলে ও তার পরে জোরপূর্বক জালভোট গ্রহণের কথা জানা যায়।

উল্লেখ্য, হারামিয়া ৬ নং ওয়ার্ডে ২ প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল আপন ২ভাই।


অন্যন্য ইউনিয়নের বেশ কিছু ওয়ার্ডে বিচ্ছিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়া সহ বিভিন্ন অনাকাংখিত ঘটনার কথা জানা যায়। বিশেষ করে আমান উল্লাহ ইউনিয়নের নৌকার প্রার্থী তার প্রতদ্বন্দ্বী সত্বন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ করেছেন।


বেলা ৪টায় ভোট গ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করে। ফলাফল: গাছুয়া ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ আবু হেনা নৌকা প্রতীকে পেয়েছেন ৬৪৪২ ভোট। নিকটতম স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান পেয়েছেন ৮৮০ ভোট। রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ফরিদুল মাওলা (কিশোর) পেয়েছেন ২৬৩১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলাল পেয়েছেন ৬৭৫ ভোট।

আজিমপুর ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মোঃ রকি আনারস প্রতীকে পেয়েছেন ৬৬৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ পেয়েছেন ৪০২ ভোট। মাকসুদূর রহমান পেয়েছেন চশমা প্রতীকে ২৮৭ ভোট। মাইটভাঙ্গা ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন ৮৪০৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাঈল হোসেন মনি পেয়েছেন ৩৪৪ ভোট।

মুছাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল খায়ের (নাদিম) সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে নিকটতম স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইদ্রিস আলমকে পরাজিত করেন বলে জানান আবুল খায়ের নাদিমের প্রধান নির্বাচনী এজেন্ট আরিফুল ইসলাম আরজু। হরিশপুর ইউনিয়নে আওয়ামীলীগের আবুল কাশেম মোল্যা নৌকা প্রতীকে ২০২৮ ভোট পেয়ে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম আনারস প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট।

আমানউল্যা ইউনিয়ন থেকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম আনারস প্রতীকে ১৮৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাহবুবুল আলম নওশাদ নৌকা প্রতীকে পেয়েছেন ৩২৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহাদাত চৌধুরী পেয়েছেন ২১৫ ভোট। সন্তোষপুর ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন(জাফর) নৌকা প্রতীকে জয় লাভ করেছেন। তিনি পেয়েছেন ৩৯৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল করিম আনারস প্রতীকে পেয়েছেন ১৮৩৪ ভোট। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন বাউরিয়া ইউনিয়ন থেকে সাবেক এমপি দ্বীপবন্ধু আলহাজ্ব মুস্তাফিজুর রহমান এর ছেলে ও বর্তমান সাংসদ মাহফুজুর রহমান মিতার ছোট ভাই মোহাম্মদ জিল্লুর রহমান, সারিকাইত ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম (পনির), মগধরা ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও হারামিয়া ইউনিয়ন থেকে বর্তমান চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন।

সন্দ্বীপ উপজেলার ইউএনও এবং ওসি সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখা নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

মিলাদ মুদাছ্ছির চট্রগ্রাম : ১৬ সেপ্টেম্বর ২০২১ সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার উপজেলা শাখা নেতৃবৃন্দের পৃথক ২টি সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমে বেলা ১২ টায় সন্দ্বীপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে পরে বেলা ১ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেপি দেওয়ান ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মদ খানের কাছে বিগত ০৪/০৯/২০২১ তারিখে নব গঠিত বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক কমিটির তালিকা হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দের সাথে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাংগঠনিক লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ইলিয়াছ সুমন, যুগ্ম আহবায়ক, আমিনুল হক চারু মিল্লাত, যুগ্ম আহবায়ক, মিলাদ মুদ্দাসসির, যুগ্ম আহবায়ক, কাউছার মাহামুদ দিদার, সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার, সদস্য সাংগঠনিক দিদারুল আলম, ও সদস্য অর্থ সবুজ চন্দ্র দাস। 

এ সময় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দ কে সার্বিক সহযোগিতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশ ও জাতির কল্যানের জন্য কাজ করার আহবান জানান।

একইভাবে, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকতা বশির আহম্মদ খান ক্লাবের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সত্য সংবাদ পরিবেশন করে জনকল্যানে কাজ করার আহ্বান জানান


সন্দ্বীপে বৃটিশ যোদ্ধার ১১৫ বছর পর্দাপনে সংবাদ সম্মেলন । স্বীকৃতি, সম্মাননা, সাহায্যের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বেশী বয়স্ক হিসেবে স্বীকৃতির দাবী

মিলাদ মুদ্দাসসির,সন্দ্বীপ : দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে বৃটিশ সৈনিক হিসাবে সরাসরি যুদ্ধে অংশ গ্রহণ কারী সন্দ্বীপ উপজেলার ৩ নং গাছুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ আবু বক্কর ছিদ্দিক পিতা আবদুল আজিজের জোষ্ঠ পুত্র NID NO.1517830300757 জম্ম তারিখ ৫ এপ্রিল ১৯০৭ ইং অনুযায়ী ১১৫ বছর পদার্পনে সংবাদ সম্মেলন করছেন। শুক্রবার(৩ সেপ্টেম্বর)এনাম নাহার হাই স্কুলের মোড়ে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে বিকেল ৪ টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  হয়। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন একজন সৈনিক ও যোদ্ধা হিসেবে ১১৫ বছর কালের সাক্ষী হয়ে রয়েছি। বার্ধক্যজনিত শারীরিক অক্ষমতা ছাড়াও অনেক জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে অভাব অনটনে কাটছে জীবন।

তিনি আকুতি করে বলেন,   শতাব্দীর মহানায়ক হাজার বছরের শেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোষ্ঠ কন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় এবং বৃটিশ হাই কমিশনের দৃষ্টি আকর্ষনার্থে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে অংশ গ্রহণকারী জীবিত বৃটিশ সৈনিক হিসাবে সম্মাননা এবং মাননীয় প্রধানমন্ত্রী ত্রান তহবিল হইতে আর্থিক অনুদানের জন্য বিনীত অনুরোধ করছি। তিনি আরো বলেন ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকারী ঘুণীঝড় ও জলোচ্ছ্বাসে আমার বসত বাড়ি সহ আমাদের যাবতীয় দলিল পত্রাদি বন্যার পানিতে ভেসে যাই, যার কারনে আমার প্রয়োজনীয় দলিলাদি উপস্থাপনে দিতে ব্যর্থ। তবে তিনি দাবি করেন ব্রিটিশ হাইকমিশন বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নথি অনুসন্ধান করলে তার বিস্তারিত তথ্য খুজে পেতে পারেন। তিনি বলেন, আমার কোম্পানির নাম ২৪১ নং ডক কো- অপারেশন ( ২) আমার সেনা ক্রমিক নম্বর ১৯৬৫১৭, তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে প্রশিক্ষণ শেষ করে যুদ্ধে ঝাপিয়ে পড়ি। ভারতের বোম্বে মুম্বাই, আকিয়ার, দুলালি, মালয় এবং বার্মার রেঙ্গুনে যুদ্ধে শেষ করি। যুদ্ধ শেষে বৃটিশের রাজকীয় মোহনায় হয়ে অনন্য বৃটিশ সৈনিকের সাথে জাপান সফর করি। আমার স্ত্রী সহ ৯ জন ছেলে মেয়ে ভরন পোষণ ও সংসারের চাকা ঘুরাতে কৃষি শ্রমিক হিসাবে কৃষি কাজে মনোযোগ দেই। বর্তমানে আমার একটা জরাজীর্ণ বসতঘর ও ভিটেমাটি ছাড়া আর কিছু নেই। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও বৃটিশ হাইকমিশনারের সার্বিক সহযোগিতা কামনা করি। 

সংবাদ সম্মেলনে আবু বক্করের ৪ ছেলে ২ ভাতিজা সহ ২৫ জন আত্মীয় উপস্থিত ছিলেন।

এছাড়াও এই ব্রিটিশ মুক্তিযোদ্ধার বড় ছেলে দাবী করেন বর্তমানে গ্রিনেশ বুকের রেকর্ডকৃত বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠের বয়স ১১৪ বছর সেই হিসেবে আমার বাবা ১১৫ বছরে পা রেখে বিশ্বের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে বেঁছে আছেন। এই ব্রিটিশ মুক্তিযোদ্ধা, তার আত্মীয় স্বজন ও সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ  মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু বক্কর ছিদ্দিককে গিনেস বুকে অন্তর্ভুক্ত করার দাবী জানান।


বাংলাদেশ প্রেস ক্লাব- সন্দ্বীপ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু

মিলাদ মুদ্দাসসির,সন্দ্বীপ, চট্টগ্রাম : আজ (৩ সেপ্টেম্বর) শুক্রবার মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো… এই স্লোগানকে সামনে নিয়ে সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব- সন্দ্বীপ শাখার আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

বাংলাদেশ প্রেস ক্লাব- সন্দ্বীপ শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু
আহবায়ক কমিটি গঠন সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ কর্মী এবং সাংবাদিক ব্যক্তিত্ব মাইটভাঙ্গা আওয়ামীলীগ সভাপতি নবগঠিত বাংলাদেশ প্রেস ক্লাব- সন্দ্বীপ শাখার সাংগঠনিক সদস্য জনাব দিদারুল আলম, নবগঠিত বাংলাদেশ প্রেস ক্লাব- সন্দ্বীপ শাখার আহবায়ক জাতীয় “দৈনিক আমার সংবাদ” সন্দ্বীপ প্রতিনিধি সাংবাদিক ইলিয়াছ সুমন, যুগ্ন আহবায়ক রেডিও সাগর গীরি সন্দ্বীপ প্রতিনিধি ও ব্যুরো প্রধান, সোনালী সন্দ্বীপ এবং সাবেক সন্দ্বীপ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক সাংবাদিক আমিনুল হক চারু মিল্লাত, যুগ্ন আহবায়ক সজাগ সন্দ্বীপের স্টাফ রিপোর্টার কাউসার মাহমুদ দিদার, যুগ্ন আহবায়ক আহবায়ক দৈনিক চট্টবাংলা ও সাপ্তাহিক পুর্বাঞ্চলের সন্দ্বীপ প্রতিনিধি জনাব মোঃ মিলাদ হোসেন ( প্রকাশ মিলাদ মুদ্দাসসির), সদস্য সচিব, দৈনিক যায় যায় দিন / CTG বাংলা TV সন্দ্বীপ প্রতিনিধি পুষ্পেন্দু মজুমদার, সদস্য অর্থ -দৈনিক আলোর দিগন্ত সন্দ্বীপ প্রতিনিধি সবুজ চন্দ্র দাস, সাধারণ সদস্য দৈনিক লাল সবুজের বাংলা ও CTG ক্রাইম টিভি সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমান সহ স্থানীয় সমাজকর্মী, সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সকলে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়ন ও সাংবাদিক সমাজের উন্নয়নের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ও আশাবাদ ব্যক্ত করেন।


মিতু হত্যা - সাবেক এসপি বাবুল আক্তার গ্রেফতার
 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার বাদী তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় তাকে গ্র্রেফতার করা হয়। এর আগে মিতু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে বাবুল আক্তারকে চট্টগ্রামে নেওয়া হয়। চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পুলিশের এই সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদের পর পিবিআই মহাপরিচালক বনজ কুমার মজুমদার বলেন, ‘মিতু হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, বাদী বাবুল আক্তারের সাথে পিবিআইয়ের লাগাতার আলোচনা হচ্ছে। আজও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’ 

গত ৩০ জানুয়ারি মিতু হত্যা মামলায় তদন্তের সর্বশেষ লিখিত অগ্রগতির তথ্যসংবলিত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। 

২০১৬ সালের ৫ জুন সকালে নগরের ও.আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। 

এ ঘটনায় বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তবে বাবুল  আক্তার মামলার বাদী হলেও তার শ্বশুর মোশাররফ হোসেন অভিযোগ করে আসছেন, বাবুল  আক্তার তার মেয়ের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। 

এ মামলায় সন্দেহভাজন হিসেবে আবু নসুর গুন্নু, শাহ জামান ওরফে রবিন, সাইদুল আলম শিকদার ওরফে সাক্কু ও শাহজাহান,
আনোয়ার ও মোতালেব মিয়া ওরফে ওয়াসিমকে আটক করে পুলিশ।

এ হত্যার ঘটনায় অস্ত্র সরবরাহকারী হিসেবে আটক হন এহেতাশামুল হক ভোলা ও তার সহযোগী মনির। তাদের কাছ থেকে পয়েন্ট ৩২ বোরের একটি পিস্তল উদ্ধার করা হয়, যা মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশ দাবি করেছিল তখন।

গ্রেফতার আনোয়ার ও মোতালেব মিতু হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের স্বীকারোক্তিতে মিতু হত্যার পরিকল্পনাকারী হিসেবে নাম আসে বাবুল আক্তারের সোর্স হিসেবে পরিচিত মো. মুছার।

২০১৭ সালের ২৪ জুন রাতে ঢাকার বনশ্রীর শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে ঢাকা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

চাঞ্চল্যকর এই মামলার কোনো কূলকিনারাও করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত ২০২০ সালের জানুয়ারিতে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এর আগে সেটি নগর গোয়েন্দা পুলিশ তদন্ত করেছিল।


শাক তুলতে ডোবায় নেমে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু



 আবু আজাদ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নে ডোবা থেকে কলমি শাক তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে আধুনগর এনআরবি গ্লোবাল ব্যাংকের পেছনের ডোবা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলেন-স্থানীয় বাসিন্দা মা রাশেদা আকতার (৩৮) ও তার মেয়ে ময়না (১২)।

স্থানীয় বাসিন্দা মো. আরিফ জাগো নিউজকে বলেন, ‘গতকাল থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে এলাকাবাসী মা-মেয়ের মরদেহ ডোবায় পড়ে থাকতে দেখে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।’


চট্টগ্রামে মেরিডিয়ান চিপস কারখানায় আগুন

চট্টগ্রামের কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান চিপস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আবু আজাদ,চট্টগ্রাম : সোমবার (২৭ জুলাই) ভোর ৫টা ২8 মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ এ বিষয়ে বলেন, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, কালুরঘাট, চন্দনপুরা ও বায়েজিদের চারটি ইউনিটের ১০টি গাড়ি কাজ করছে। ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো পুরোপুরি নির্বাপণ কাজ শেষ হয়নি। আমরা কাজ করছি।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

চট্টগ্রামে শারীরিক নির্যাতনে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার নাজির পাড়া এলাকায় স্বামীর নির্যাতনে শারমিন আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সোলায়মান হোসেন লিটনকে (২৫) আটক করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জাগো নিউজকে বলেন, ‘পারিবারিক দাম্পত্য কলহের জেরে শারমিন আক্তার সুমি নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। শারমিনের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযোগ পেয়েই রাতে অভিযান চালিয়ে স্বামী লিটনকে আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

সুমির পরিবার সূত্রে জানা গেছে, মাত্র দুইমাস আগে নোয়াখালীর উত্তর শুল্লিকা এলাকার কামাল উদ্দিনের ছেলে লিটনের সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়েতে নগদ ৫০ হাজার টাকা এবং ফার্নিচারসহ অন্যান্য মালামাল দেয়া হয়। কিন্তু বিয়ের পর থেকে সুমির ওপর শাররীক নির্যাতন শুরু করেন লিটন। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বিচার হয়েছে। সোমবার সন্ধ্যায় সুমির স্বামী লিটন শ্বশুর বাড়িতে ফোন করে জানান, সুমি অসুস্থ, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। রাতে সুমির স্বজনরা হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে সুমির গলায় ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

লোহাগাড়ায় পাহাড়কাটা সন্ত্রাসি কর্তৃক সাংবাদিককে হুমকির ঘটনায় বিএমএসএফ’র প্রতিবাদ

ঢাকা ২৮ এপ্রিল ২০১৯ইং: চট্টগ্রামের লোহাগাড়ায় পেশাগত দায়িত্ব পালনে সিপ্লাস টিভির প্রতিনিধি এরশাদ হোসেনকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। রোববার রাতে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ ঘটনার সাথে জড়িত পাহাড়কাটা শাহ আলমকে গ্রেফতারের দাবি করা হয়।

শাহ আলম উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরবিলা এলাকায় মৃত আকরাম উল্লাহর পুত্র ও বিবিএম ইটভাটার মালিক।

বিএমএসএফ’র স্থানীয় সূত্রে জানাগেছে ২৭ এপ্রিল (শনিবার) দুপুরে চরম্বা এলাকায় পাহাড়-টিলা কাটার সংবাদ সংগ্রহ করতে যায় এরশাদ। শাহা আলমের বক্তব্য নিতে গেলে পাহাড়-টিলা কাটার কথা স্বীকার করে গত বছর এপ্রিলের ২৬ তারিখ সিপ্লাসে তার বিরোধে অবৈধ পাহাড় কাটার নিউজ করায় তার ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রতিবেদকের উপর চড়াও হয়। এক পর্যায়ে তিনি ক্যামেরা ভেঙে ফেলার হুমকি দেন। এ ঘটনায় স্থানীয় থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন এরশাদ।

এদিকে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকের সাথে এমন আচরণে ফুঁসে উঠেছে লোহাগাড়ার কর্মরত সাংবাদিকেরা। অবিলম্বে হুমকিদাতা শাহ আলমকে হুমকি প্রদানের অভিযোগে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

বাগীশ্বরী সঙ্গীতালয়ের বর্ণাঢ্য  বর্ষপূর্তিতে সঙ্গীতানুষ্ঠান
যীশু সেন:  শুদ্ধ সঙ্গীতের ধারাকে চলমান রাখার প্রত্যয়ে প্রতিষ্ঠিত বাগীশ্বরী সঙ্গীতালয়ের ১৪ বছর পূর্তি অনুষ্ঠান গত ১৮ মার্চ ২০১৯ খ্রি. সোমবার, বিকাল ৪.৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যে সম্পন্ন হয়। সঙ্গীতালয়ের সভাপতি সাংস্কৃতিক কর্মী কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণী কথামালা ও মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত, সরকারি সিটি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. হরিশংকর জলদাস। ডা. সুপণ বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক (বিপিএম, পিপিএম-বার)। বাগীশ্বরী সঙ্গীতালয়ের পরিচালক ও সঙ্গীত প্রশিক্ষক রিষু তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মহিউদ্দিন ইমন, অনুষ্ঠানের আহ্বায়ক যীশু সেন, পলাশ দে, প্রকৌশলী সুমন সেন, লায়ন ডা. প্রণব রঞ্জন বিশ্বাস, ডা. অঞ্জন কুমার দাশ, দোলন দাশ, টিটন ধর, দীপন দাশ প্রমুখ। আলোচনাকালে বক্তারা বলেন, অন্তরাত্মার পরিশুদ্ধতায় সুস্থ ধারার সঙ্গীত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক চরিত্র গঠনে ও অপসংস্কৃতির করাল গ্রাস হতে জাতিকে মুক্ত করতে সুস্থ সঙ্গীত চর্চা অনিন্দ্যসুন্দর ভূমিকা পালন করে। সঙ্গীতচর্চা সুখের সন্ধান দেয়। অস্থির সময়ে শান্তির পরশ পেতে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। শিশুদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-ে যুক্ত রাখতে হবে। এতে করে শিশুরা নৈতিক অবক্ষয় থেকে মুক্ত থেকে সুন্দর ভবিষ্যত রচনা করতে পারবে। বাগীশ্বরী সঙ্গীতালয় গত ১৪ বছর ধরে শুদ্ধ সঙ্গীত চর্চায় যে ভূমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আলোচনা শেষে অতিথিরা যীশু সেন সম্পাদিত “সুরপুষ্প” শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।
 
মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের যাদের অকুতোভয় যুদ্ধের কারণে আমরা একটি পতাকা, একটি মানচিত্র ও একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সাত বীরশ্রেষ্ঠ তাদের অন্যতম। সাত বীরশ্রেষ্ঠের স্মরণে উৎসর্গিত বাগীশ্বরী সঙ্গীতালয়ের ১৪ বছর পূর্তিতে সঙ্গীতাঞ্জলি। সুদক্ষ সঙ্গীত প্রশিক্ষক, নন্দিত টিভি ও বেতারের কন্ঠশিল্পী রিষু তালুকদারের সঙ্গীত পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়েছিল। ‘বুদ পবন পুরবাঈ (ধ্রুপদ-কেদার রাগে)’ ও ‘দোলা লাগিল দখিনার বনে বনে (নজরুলের ছায়ানট রাগে)’ অংশগ্রহণে ছিলেন অগ্রজ প্রতীম ঐশি তালুকদার, জয়দীপ চৌধুরী, রিমন সাহা, মৌমিতা দত্ত, মণিষা সরকার, তৃষ্ণা সেন, বিজয় দেবনাথ, সুমন সেন, মৌমিতা বিশ্বাস, দুর্জয় দত্ত, সানি ধর, অধর দত্ত, চুমকী সেন, পুষ্পিতা চৌধুরী, সৌমেন মজুমদার, অর্পিতা ঘোষ, লুসিয়া নাফসি জুঁহি, দেবারতি বিশ্বাস, জয় দে, শুক্লা পাল, অমি চক্রবর্ত্তী, ইমন সেন, স্বস্তিকা দাশ, অর্পিতা দেব, তন্বী দেবী, সুষ্মিতা রায়, নবনীতা দেব, পৃথুলা বিশ্বাস, ধ্রুব পাল, অতন্দ্রিলা দে, সনাতন দাশ, নিগার সুলতানা, রবিন মিত্র, আকাশ দত্ত, শোভন বিশ্বাস ও রানা চৌধুরী।
 
অনুজ প্রতীমদের হাতে লাল সবুজের পতাকা নিয়ে নেড়ে নেড়ে গাইলেন ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ তখন সত্যি গর্বে বুকটা ভরে উঠেছিলো। অংশগ্রহণে ছিলেন সৌমিক দত্ত, জয়িতা দত্ত, অনিতা ঘোষ, রুম্পা দাশগুপ্তা, অহনা মজুমদার, অনিন্দ্য রায় বিশ্বাস, প্রজ্ঞা মজুমদার, পাপিয়া পাল, কৌশিক সেনগুপ্ত, নবনীতা দাশ, ঋতম ঘোষ, তৃষ্ণা চৌধুরী, রাজ চৌধুরী, পূজা দে, প্রিয়ন্ত সেন, নাদিয়া সুলতানা, অদ্রি সেন, পূজা দাশ, অনিন্দ্য রুদ্র ও সাদনিম সুলতানা।
সপ্ত বীরশ্রেষ্ঠের স্মরণে শুরু হয় মনমুগ্ধকর একক ও দ্বৈত সঙ্গীতানুষ্ঠান।
 
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘মাগো ভাবনা কেন’ অর্পিতা দে, ‘আকাশে হেলান দিয়ে’ নবনীতা দাশ, ‘ধিতাং ধিতাং বোলে’ কৌশিক সেনগুপ্ত, ‘আমার মাথা নত করে’ অহনা মজুমদার, ‘জাত গেল জাত গেল বলে’ ধ্রুব পাল।
 
বীরশ্রেষ্ঠ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘কে নিবি ফুল’ প্রজ্ঞা মজুমদার, ‘যবে তুলসী তলায়’ আকাশ দত্ত, ‘বাড়ির কাছে আরশি নগর’ দেবারতি বিশ্বাস, ‘নতুন পাতার’ সৌমেন মজুমদার, ‘বনের হরিণ আয়’ তন্বী দেব।
 
বীরশ্রেষ্ঠ স্কোয়াড্রন লিডার রুহুল আমিন গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘আমি খুঁজে বেড়ায়’ শোভন বিশ্বাস, ‘একাদশীর চাঁদরে’ জয়িতা দত্ত, ‘কিনে দে রেশমী চুড়ি’ পাপিয়া পাল, ‘এসো হে সজল শ্যাম ঘন দেয়া’ নবনীতা দেব, ‘গান গাই আমার মন রে বুঝায়’ সৌমিক দত্ত।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রুপে একক সঙ্গীত পরিবেশন করেন- ‘অনেক বৃষ্টি ঝরে’ লুসিয়া নাফসি, ‘থাকতে পার ঘাটাতে’ নিগার সুলতানা, ‘ইশারায় শীষ দিয়ে’ ঐশি তালুকদার, ‘দুটি মন আজ’ মৌমিতা দত্ত, ‘গুরু তোমার নাম’ সনাতন দাশ।
 
বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল গ্রুপে সঙ্গীত ও গীটার পরিবেশন করেন- ‘ভুলিতে পারিনা তারে’ অর্পিতা ঘোষ গীটারে শব্দযন্ত্রের সংযোগ করে আনন্দ দিলেন অতিথি শিল্পী অরূপ তালুকদার, ‘আজ জীবন খুঁজে পাই’ ‘ও পলাশ ও শিমুল’ বিশুতোষ তালুকদার। দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন ‘মন মোর মেঘের সঙ্গে’ বিজয় দেবনাথ ও পৃথুলা বিশ্বাস।
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর গ্রুপে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন- ‘তুমি আমার প্রথম সকাল’ জয়দীপ চৌধুরী ও অমি চক্রবর্ত্তী, ‘আমার বুকের মধ্যখানে’ মৌমিতা বিশ্বাস ও জয় দে, ‘ভালবাসা যত বড়’ দুর্জয় দত্ত ও শুক্লা পাল, ‘ভালো আছি ভালো থেকো’ ইমন সেন ও পুষ্পিতা চৌধুরী।
 
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রুপে দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন- ‘তুমি আমার কত চেনা’ মণীষা সরকার ও রবিন মিত্র, ‘যেটুকু সময় তুমি থাকো’ সুমন সেন ও তৃষ্ণা সেন, ‘পাথরের পৃথিবীতে’ অধর দত্ত ও চুমকী সেন, ‘চম্পা চামেলী’ সানি ধর ও স্বস্তিকা দাশ।
 
সমগ্র অনুষ্ঠানে যন্ত্রে সহযোগিতা করেন- কীবোর্ডে: নিখিলেশ বড়ুয়া, অক্টোপ্যাডে: রনি চৌধুরী, বেইজ গীটার: তন্ময় বড়ুয়া, তবলায়: দোলন দাশ, পলাশ দে, টিটন ধর (টিটু) ও দীপন দাশ

চট্টগ্রাম থে‌কে সা‌হেদুল ইসলাম: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকার নিজ বাসা থেকে  দিলহাম বিনতে নাসিম (১২) নামে এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সৈয়দশাহ রোডের ল্যান্ডমার্ক সোসাইটির লায়লা ভবনের ষষ্ঠ তলায় নিজ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।


ইলহাম চট্টগ্রামের মেরন সান স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন। জানা যায়, সকালে তার ছোটভাইকে স্কুলে নিয়ে যান মা নাসরিন আক্তার মা আর বাবা মো. নাসির উদ্দিন সৌদী আরব প্রবাসী। তাদের গ্রামের বাড়ী সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে।


মা নাসরিন আক্তার পুলিশেকে বলছেন, ৯টার দিকে বাসায় ফিরে তিনি ঘরের দরজা চাপানো অবস্থায় পান। পরে ইলহামের ঘরে গিয়ে তাকে বালিশ চাপা অবস্থায় শোয়ানো দেখতে পান।


তিনি বলেন, অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বালিশ তুলে দেখি রক্তে ভেসে যাচ্ছে। তখন আমি চিৎকার দিলে পাশের বাসা থেকে আমার জা ছুটে আসেন। পরে মেয়েকে মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলে মেয়ে মারা গেছে।


তিনি আরো জানান, তাদের তিন কক্ষের বাসায় তিন মেয়ে ও শাশুড়িকে নিয়ে তিনি থাকতেন। ঈদে সাতকানিয়ায় গ্রামের বাড়ি যাওয়ার পর এখনও ফেরেননি তার শাশুড়ি। তার দাবি, আলমারি থেকে তাদের বেশ কিছু গয়না খোয়া গেছে।


এদিকে প্রতিবেশীরা জানান, মেয়ের এ অবস্থা দেশে মা নাসরিন আক্তার খুশবু নিজেই ছুরি দিয়ে অাত্মহত্যার চেষ্টা চালায়। এতে তার হাত কেটে যায়।



চট্টগ্রাম মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহির ইসলাম ভুঁইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন-ইলহামকে বাসায় রেখে তার মা বাহিরে গিয়েছিল । পরে মা বাসায় ফিরে দেখেন ইলহাম রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। তাৎক্ষণিক মেয়েকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



এদিকে খবর পেয়েই ছুটে যান সিএমপির বাকলিয়া থানা পুলিশ, সিআইডি, পিবিআই ও নগর গোয়েন্দা পুলিশ। তারা ঘটনার তদন্ত শুরু করেছেন।

চট্টগ্রাম থে‌কে সা‌হেদুল ইসলাম: চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জ রোড়ের বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চা‌লি‌য়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জন নারী পুরুষকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। হোটেলের বিভিন্ন কক্ষ হতে ৩৮০টি রাজা কনডম উদ্ধার করা হয়।


মঙ্গলবার রাত পৌনে ১১টায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই নারী পাচারকারী, পতিতা ও খদ্দের বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।


গত মঙ্গলবার রাত পৌনে ১১টায় খাতুনগঞ্জ রোড়ে অবস্থিত বনানী আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চালানো হয়। ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস এখবর নিশ্চিত করেন।


এদিকে বিকালে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে গ্রেফতার


জিজ্ঞাসাবাদে তারা জানায়, পলাতক আসামীদের সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে দীর্ঘ দিন ধরে।


এ ব্যাপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায়  মামলা দায়ের করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget