নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁর ঐতিহ্যবাহী প্যারিমোহন লাইব্রেরী অডিটোরিয়ামে গণমানুষের আওয়াজ স্বজন সমাবেশ এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নওগাঁ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি মোফাজ্জল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- নওগাঁ জেলার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ, সহ-সভাপতি আশরাফুল নয়ন, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, কার্যনির্বাহী সদস্য আবদুল মান্নান, নওগাঁ জেলা ডেকোরেটর সমিতির সাবেক সভাপতি রুহুল আমিন। দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদুল হক মিন্টু সহ সংবাদকর্মীরা।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ভূমিকা তুলে ধরার পাশাপাশি দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন সাংবাদিকরা।
পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.