নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদ এর ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি কবি-প্রাবন্ধিক ড.আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর উপজলা নির্বাহী কর্মকর্তা এস.এম রবিন শীষ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড.শামসুল আলম, জেলা কালচারাল অফিসার মো.তাইফুর রহমান, বরেন্দ্র গবেষক ও কথাসাহিত্যিক বরেন্দ্র ফরিদ, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি চ্যানেল আই ও বাসাস প্রতিনিধি কয়েস উদ্দীন, যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ রেডিও প্রতিনিধি শফিক ছোটন,সাপ্তাহিক প্রজন্মে আলো সম্পাদক আব্দুর রহমান রিজভী, গল্পকার হাবিব রতন প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।
আলোচনার ফাঁকে ফাঁকে স্বরচিত কবিতা পাঠ করেন, কবি রফিক বকুল,অনিন্দ্য তুহিন, রিমন মোরশেদ,রোকেয়া শাকিলা,আসলাম হোসাইন,মোহাম্মদ নাসির, আবু রেজা, ফরহাদ হোসেন।
আলোচনা ও কবিতা পাঠ শেষে কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি উদ্যাপন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন