নওগাঁ জেলা প্রতিনিধি: ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপ-পরিচালকের কার্যালয়ে ইঁদুর দমন অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক এর কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ফসলে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষার জন্য ইঁদুর দমন করতে বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.