যেন নতুন এক শহর নওগাঁ


যেন নতুন এক শহর নওগাঁ

নওগাঁ জেলা প্রতিনিধি: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এ যেন নতুন এক শহর নওগাঁ। আগে যখন এই নওগাঁ শহরে যানজট লেগেই থাকতো। আর রাস্তার পাশের দেওয়ালগুলোতে লিখা থাকতো নানারকম অশ্লীল লিখা আর বিভিন্ন বিজ্ঞানের পোষ্টার। সেই দেওয়ালগুলোই এখন সোভা পাচ্ছে নানা রকম সুন্দর গ্রাফিতিতে। রাস্তায় নেই কোন পুলিশ নেই কোন ট্রাফিক, রাস্তার যানজটের চিত্র নেই আগের মত। শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে এক ঝাঁক শিক্ষার্থী, এর পাশাপাশি দেওয়ালের বিভিন্ন পোস্টার ও নোংরা লেখাগুলোকে সরিয়ে শহরের রাস্তার দুপাশের দেয়ালগুলোতে আঁকা হচ্ছে নানারকম গ্রাফিতি। রাস্তায় ট্রাফিকের কাজ যেমন করছে শিক্ষার্থীরা ঠিক তেমনি এই গ্রাফিতি অঙ্কনেও কাজ করছে এক ঝাঁক তরুণ শিক্ষার্থী।  শিক্ষার্থীরা নতুন কিছু করতে পারে এ যেন তারই এক প্রতিচ্ছবি। অপরিচ্ছন্ন নওগাঁ শহরকে পরিচ্ছন্ন এবং সুন্দর এক রূপ দিতেই কাজ করছেন তারা। এমন চিত্র দেখা যাচ্ছে নওগাঁ শহরের বিভিন্ন স্থানে, বিভিন রাস্তায়। সাধারন জনগনও তাই ছাত্র সমাজকে দিচ্ছে ধন্যবাদ।
  

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget