নওগাঁয় বিপুল পরিমান গাঁজাসহ ২জন আটক

নওগাঁয় বিপুল পরিমান গাঁজাসহ ২জন আটক
নওগাঁ অফিস: নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকায় মাদক দ্রব্য উদ্ধার অভিযানকালে ১০১ (একশত এক) কেজি গাঁজা উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নওগাঁয় বিপুল পরিমান গাঁজাসহ ২জন আটক
আজ রবিবার দুপুরে জেলা ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ গাজিউর রহমান পিপিএম বলেন, নওগাঁ জেলায় বড় একটি গাঁজার চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার নওগাঁ মুহাম্মদ রশিদুল হক পিপিএম এর দিক নিদের্শনায় বিশেষ অভিযানের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মোঃ গাজিউর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ হাশমত আলী ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, নওগাঁ সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে শনিবার দিবাগত রাত ১২ ঘটিকার সময় নওগাঁ জেলার নিয়ামতপুর থানা এলাকার ২নং চন্দননগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সান্তোষপাড়া গ্রামস্থ জনৈক মোকলেছার এর পুকুরের সামনে ছাতড়া বাজার হতে সান্তোষপাড়া গামী পাকা রাস্তার উপর গাঁজাবাহী একটি কাভার্ট ভ্যান দাড়িয়ে পরে এবং পুলিশের উপস্থিতি বুঝতে পেড়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ২জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্চারাপুর থানার খাউরপুর গ্রামের মোহন মিয়ার ছেলে মোঃ সুমন বাপ্পি (৩৫), এবং নওগাঁ জেলার নিয়ামতপুর থানার সন্তোষপাড়া গ্রামের নাজির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ টুয়েল মন্ডল (৫৫), এবং আরও ৮/১০ জন ব্যক্তি দৌঁড়ে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে একটি কাভার্ড ভানে নিয়ে আসা ০৪টি পাটের বস্তায়  রক্ষিত থাকা ১০১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ২০,২০,০০০/-(বিশ লক্ষ বিশ হাজার) টাকা, এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি নীল হলুদ রংয়ের কাভার্ট ভ্যান যার রেজিঃ নং-ঢাকা মেট্রো ড-১৪-৮৩৯২ আটক করা হয়। এ সংক্রান্তে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয় এবং ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় যে গাঁজার চালানটি কুমিল্লা থেকে নওগাঁর ছাতড়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল। এ সংক্রান্তে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget