নওগাঁয় মূলহোতা সহ ৩৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও সিপিএসসি

নওগাঁয় মূলহোতা সহ ৩৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও সিপিএসসি

স্টাফ রিপোর্টারঃ : শনিবার ২৫ মে দুপুর ১ টার সময় পৃথক অভিযান পরিচালনা করে নওগাঁ জেলার সদর থানার বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে চাঁদাবাজ চক্রের মূলহোতা সহ ৩৩ জন চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী ও সিপিএসসি।

আজ রবিবার বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানাই, চাঁদাবাজ চক্রের মূলহোতা আসামী ১। সোহেল মৃধা (৩৫), পিতা - মো আব্দুল মজিদ, সাং- ধঞ্জইল বরুজান, ২। মো হাফিজুল ইসলাম (৩৫), পিতা- মোঃ মাজেদ আলী মন্ডল, মাতা- আফিরুল, সাং-হর্শিউজানি, ৩। সুর্যকান্ত সরকার (৩৮), পিতা- মৃত-নরেন্দ্রনাথ সরকার, মাতা- সনেকা রানী বালা, সাং- দক্ষিণ লক্ষীপুর, ৪। মো আতোয়ার (৪৫), পিতা- মৃত-মশর উদ্দিন মন্ডল, মাতা মৃত- আবেদা বেওয়া, সাং- বাগধানা দক্ষিণ  পাড়া, সর্বথানা মহাদেবপুর, ৫। মো শিপন (৩২), পিতা- মো: আবু জাকির হোসেন, মাতা- মোছাঃ রীনা পারভীন, সাং হাঁপানিয়া একডালা, থানা-ও জেলা নওগাঁ, ৬। মো আতোয়ার হোসেন (৩৪), পিতা- মোঃ মোখলেছুর রহমান, মাতা- দেলেরা বেগম সাং বরুনকান্দি ১ নং ওয়ার্ড , থানা-ও জেলা- নওগাঁ, ৭। মোঃ মামুন হোসেন(৪২), পিতা- মৃত ফজলুর রহমান, মাতা- সুফিয়া বেওয়া, সাং রসুলপুর থানা- আত্তাই, জেলা নওগাঁ, ৮। শামিম হোসেন (৪৫), পিতা- মোঃ আমজাদ হোসেন, মাতা- মোছা নাহার বেগম, সাং- দিঘা, থানা ও জেলা নওগাঁ, ৯। মো জাকির হোসেন (৩২), পিতা- মো আবুল হোসেন, মাতা মোছা: জাহানারা বিবি, সাং - চকপাথুরিয়া, ১০। মোঃ পিন্টু রহমান (৪৪), পিতা- মৃত হায়দার আলী সরকার, মাতা- মিনু বেওয়া, সাং- হাপানিয়া একডালা, ১১। মো: মজিদ সরকার (৫৮), পিতা- মৃত অভির সরদার, মাতা- খাতুন বিবি, সাং চক বিরাম, থানা- সদর, জেলা- নওগাঁ ও নওগাঁ জেলার সদর থানাধীন তাজের মোড় হতে মূলহোতা আসামী ১। মোঃ আরিফ হোসেন (৩৫), পিতা-মোঃ হারুন অর রশি, সাং- ভবানীপুর ও তার সহযোগী ২। মোঃ মুকুল হোসেন (৪৪), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান, সাং-শিমুলিয়া, ৩। মোঃ হারুন অর রশিদ (৬৪), পিতা- মৃত নছির উদ্দিন, সাং- ভবানীপুর, ৪। মোঃ আব্দুল মজিদ (৪২), পিতা- মোঃ মোশারফ হোসেন, সাং- হাট নওগাঁ, সর্ব থানা ও জেলা- নওগাঁ, ৫। মোঃ জুয়েল হোসেন (৪০), পিতা- মৃত ময়েজ উদ্দিন সরদার, সাং- বশিপুর, থানা আদমদীঘি, জেলা- বগুড়া, ৬। মোঃ সাজু (২৮), পিতা- মোঃ নাছির, সাং- শিমুলিয়া, ৭। মোঃ ঠান্ডু মন্ডল (৪৫), পিতা- মৃত আমজাদ মন্ডল, সাং- আরজি নওগাঁ (মন্ডলপাড়া) , ৮। মোঃ মাসুদ রানা (৩৮), পিতা- মোঃ মঈন উদ্দিন, সাং- হাট নওগাঁ, ৯। মোঃ শাহিন আলম (৪৬), পিতা- মোঃ শামছুল হক, সাং- বর্ষাইল, ১০। মোঃ রাকিব শেখ (২৮), পিতা- মোঃ রতন, সাং- পার নওগাঁ (পুরাতন রেজিঃ অফিস পাড়া), ১১। শ্রী সুমিত রায় (৩২), পিতা- মৃত সুবোধ রায়, সাং- পার নওগাঁ (ধোপাপাড়া), ১২। শ্রী সুজন কুমার (২২), পিতা- শ্রী গনেশ চন্দ্র, সাং-রামরায়পুর (ঋষিপাড়া), ১৩। শ্রী গোপাল দাস (৫২), পিতা-মৃত ফনি› না াস, সাং- হাট নওগাঁ (কালিতলা), সর্ব থানা ও জেলা- নওগাঁ, ১৪। মোঃ আব্দুল লতিফ (৫২), পিতা- মৃত শরিফ উদ্দিন মন্ডল, সাং- শাহাগোলা, থানা- আত্রাই, জেলা- নওগাঁ এবং নওগাঁ জেলার সদর থানাধীন পাহাড়পুর গুড়ির মোড় হতে মূলহোতা ১। মোঃ টিপু সুলতান (৫২), পিতা- মৃত জয়নুদ্দিন, মাতা- মিনা বেগম, সাং- দয়ালের মোড় ও তাহার সহযোগী আসামী ২। মোঃ ফিরোজ (৪০), পিতা- মৃত দছির উদ্দিন মন্ডল, মাতা- মৃত আবেজান, সাং- বরুনকান্দী, ৩। মোঃ মোস্তাক আহমদে (৫৩), পিতা- মৃত  বাছের মিয়া, মাতা-ফজিলাতুন্নেছা, সাং- উকিলপাড়া, ৪। মোঃ সুলতান আলম মিলন (৫০), পিতা- মৃত হোসেন আলী, মাতা- মৃত জাহানারা বেগম, সাং- পান নওগাঁ, ৫। মোঃ মঞ্জু  (৫৯), পিতা- আয়াতুল ফকির, মাতা- মৃত সোলে বেগম, সাং- বাছারী গ্রাম, ৬। মোঃ আব্দুর রাজ্জাক (৫৪), পিতা- মৃত জহির সরদার, মাতা- মৃত খোদেজা বেগম, সাং- পাহাড়পুর, ৭। মোঃ পলাশ (৪৪), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, মাতা- রাবেয়া বেগম, সাং- চক দবেপাড়া এবং  ৮। মোঃ সুমন হোসেন  (৩৫), পিতা- মৃত মাহবুবুল হোসেন, মাতা - আমেনা বেগম, সাং- খাসনওগা, সকলের থানা- সদর, সর্ব জেলা- নওগাঁগনকে গ্রেফতার করে এবং চাঁদা আদায় রশিদ বই- ৮টি, টালী খাতা- ২টি এবং চাঁদা আদায়কৃত নগদ =১৫,৯২৫/- (পনের হাজার নয় শত পঁচিশ) টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত চাঁদা রশিদ বই এর মাধ্যমে আদায় করে থাকে এবং টালী খাতায় চাঁদার টাকার পরিমাণ ও চালকের নাম লিপিবদ্ধ করে রাখে।

উক্ত আসামী দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, অটোরিক্সা এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছে। যদি কোন চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায় তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, বিভিন্ন সময় মারধর এবং গাড়ী ভাংচুর করে।

ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় পৃথক ৩টি চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Blogger
Facebook

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget