নওগাঁয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েনটেশন কর্মশালা আনুষ্ঠিত

নওগাঁয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েনটেশন কর্মশালা আনুষ্ঠিত

নওগাঁয় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে ওরিয়েনটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ওরিয়েনটেশন কর্মশালায় সভাপতিত্ব করেন- জেলা সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম।

সিভিল সার্জন বলেন- আগামী ১ জুন জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৪৯ টি টিকা কেন্দ্রে ৪ হাজার ৫২০ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬-১১ মাস বয়সি ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

এসময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, মেডিকেল অফিসার আশিষ কুমার সরকার এবং ডিস্ট্রিক সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা: জয়িতা সাহা সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget