নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে মহাদেবপুর উপজেলার সোনাপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে এলাকাবাসী দাবী করেন ইউপি সদস্য আজমল হোসেন রুমনসহ ৭ জনের বিরুদ্ধে আজিজুর রহমানের দেওয়া মামলাটি সম্পুর্ন মিথ্যা ও ভিত্তিহীন।
ময়েজ উদ্দীন চৌধুরী জানান, আজমল হোসেন রুমন একজন নিরীহ, সহজ ও সরল প্রকৃতির লোক। এলাকার কারও সাথে কোনদিনই তার কোন বিরোধ হয়নি। তার বিরুদ্ধে নওগাঁ আদালতে স্থানীয় আজিজুর রহমান বাদী হয়ে চুরির মামলা দায়ের করেন তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। এই ধরনের কোন ঘটনা এই এলাকায় ঘটেনি বলে তিনি দাবি করেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন আব্বাস আলী, মোজাম্মেল হোসেন, মো আজাদুল ইসলাম প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.