ডেস্ক নিউজ : উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার(এস.এ.সি.এম.ও) এসোসিয়েশন এর উদ্যোগে খোকা থেকে বঙ্গবন্ধু অতঃপর স্বাধীনতা ও মাতৃভাষা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ৮৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্মগেট ঢাকায় সংস্থাটির কার্যালয়ের অডিটরিয়মে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাক্তার মোঃ আমিনুল ইসলাম। আলোচনা সভায় খোকা থেকে বঙ্গবন্ধু অতঃপর স্বাধীনতা ও মাতৃভাষা শীর্ষক আলোচনা করেন ডাক্তার আবুল কালাম আজাদ ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডাক্তার মোঃ রেজাউল করিম, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সিনিয়র সেলস ম্যানেজার মুজিবুর রহমান, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স এর সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন রাইন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এডভোকেট মোঃ সেলিম হাসান প্রধান সহ আরো অনেকে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপরে বিভিন্ন ধরনের আলোচনা এবং সংগঠনটির উত্তর উত্তর সফলতা কামনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.