স্টাফ রিপোর্টার : নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পার্টি অফিসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীক প্রার্থী সবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী (সৌরেন) বিজয় নিশ্চিত করতে ও নির্বাচনী প্রচার-প্রচারণার জন্য মহাদেবপুর উপজেলার আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, সহ সভাপতি মনজুর আলম, জাহিদুল ইসলাম ধলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, খাজুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন