নওগাঁয় মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নওগাঁয় মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

নওগাঁ জেলা প্রতিনিধি : "মাদককে না বলি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা" এই স্লোগানে নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা ইউনিয়নের খলসিতে মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমি শুভ উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

শুক্রবার সন্ধ্যায় জেলার বদলগাছি উপজেলার খলসি গ্রামে একাডেমির মাঠে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

নওগাঁয় মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও রাজশাহী বিভাগীয় ফুটবল উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক। মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির পরিচালক মোঃ জালাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আবু মোহাম্মদ বখতিয়ার ইনাম ববিন, সাধারণ সম্পাদক আহসান হাবীব রকেট, সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ সহ একাডেমির শতাধিক শিক্ষার্থী খেলোয়াড়।
মরহুম আক্কাছ আলী স্মৃতি ফুটবল একাডেমির পরিচালক নওগাঁর বদলগাছির ক্রীড়া প্রেমী জালাল হোসেন একক প্রচেষ্টা ও নিজেস্ব অর্থায়নে এই একাডেমী গড়েছেন। তিনি যুব ও কিশোরদের বখে যাওয়া রুখতে এবং দেশের ফুটবলে অবদান রাখতে এই ফুটবল একাডেমি গড়ে তুলছেন। তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন জেলার ফুটবল প্রেমীরা।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget