বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও সমঝোতা চেয়ে নওগাঁয় সুজনের মানববন্ধন

বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও সমঝোতা চেয়ে নওগাঁয় সুজনের মানববন্ধন
নওগাঁ: দেশের বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলো সংলাপ ও সমঝোতায় বসার আহবান জানিয়ে মানববন্ধন করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন নওগাঁ জেলা কমিটি।
 
আজ শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সুজনের নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে সাজু বলেন, সুজন চায় নির্বাচন হবে অংশগ্রহন মূলক ও প্রতিযোগীতা পূর্ন। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি সেই নির্বাচনের জন্য অনুকুল নয়। একদিকে ক্ষমতাসীন দল চায় নিজেদের অধীনে নির্বাচন এবং বিপক্ষ দল চায় কেয়ারটেকার সরকার। ইতোমধ্যে তারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে। এমন অবস্থায় দলগুলো যদি নিজ নিজ অবস্থান পরিবর্তন না করে তাহলে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরী হবে যা কাম্য নয়।
এই অবস্থায় আমরা একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা রাখি।
বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ ও সমঝোতা চেয়ে নওগাঁয় সুজনের মানববন্ধন
সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নওগাঁ জেলার আহ্বায়ক জয়নাল আবেদীন মুকুল, সুজনের সহ-সভাপতি অদ্যক্ষ আব্দুর রহমান রিজভী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মিনহাজুল ইসলাম, সদস্য প্রভাসক আবু রেজা, প্রমুখ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সুজনের নওগাঁ জেলা কমিটির সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্বাস আলী, দপ্তর সম্পাদক সজিব হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল আহমেদ, ক্রিয়া সম্পাদক তৌফিক তাপস প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget