আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে নরসুন্দা নদী সহ বিভিন্ন বিলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রিং ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়। জানা যায়, বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত করাতি ভায়া ডুবাইল, সাজিয়া, কানাইবিল থেকে ৪৭ টি রিং জাল ও ১২ টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা। পরে উপজেলা সদর বাজার পুরাতন ডাকবাংলোর সামনে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অবৈধ জাল দিয়ে কিছু অর্থলোভী মানুষ বিভিন্ন প্রকারের মাছ ধরার কারণে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন। এসময় সাথে ছিলেন, তাড়াইল থানা উপ পুলিশ পরিদর্শক আশরাফুজ্জামান এবং কনস্টেবল নাজমুল ইসলাম, শরিফুল ইসলাম ও মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত পন্ডিত বলেন, বেশ কয়েকটি বিলে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অবৈধ রিং ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত আছে। কোন ছাড় দেওয়া হবে না।
একটি মন্তব্য পোস্ট করুন