স্টাফ রিপোর্টার : নওগাঁয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ঋণ বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। রবিবার দুপুরে শহরের জনকল্যান শহিদুলের মোড়ে নওগাঁ সদর উপজেলা কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরন কর্যক্রমের শুভ উদ্বোধন করেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহ: পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার দুলাল। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র ব্যাবস্থাপক ও এরিয়া ম্যানেজার মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার সাবেক কমিশনার নজমুল হক মন্টু, সমাজ সেবক লিখন, নওগাঁ বাজার মসজিদের পেশ ইমাম আব্দুর রাজ্জাক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আদমদিঘি শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার আশীষ কুমার, নওগাঁ সদর শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার মো: আলামীন হোসেনসহ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারী,সদস্যবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সম্ভাবনার ক্ষমতায়নে সাম্যে গড়া টেকসই ভবিষ্যতের লক্ষে ১৯৮৬ সাল থেকে সুনামের সাথে দেশব্যাপি ৩৬০টি শাখার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ রবিবার থেকে নওগাঁয় মানবিক উন্নয়নে দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে নওগাঁ সদর উপজেলায় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো।
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের সহ: পরিচালক ও রাজশাহী জোনের জোনাল ম্যানেজার নুর মোহাম্মদ তালুকদার দুলাল বলেন, নওগাঁয় সদর শাখাসহ মোট ৩টি শাখা দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আমাদের কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।
একটি মন্তব্য পোস্ট করুন