স্টাফ রিপোর্টার : বগুড়ার আদমদীঘিতে মাদক, জঙ্গিবাদ বিরোধী এবং বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্য বিয়ে মুক্ত এই শ্লোগানে আজ আদমদীঘি উপজেলার মুড়ইল বাজারে রূপালী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলহাজ্ব আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে ও রূপালী সমবায় সমিতি লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো: মাসুদ রানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের প্রতিনিধি এ কে সাজু, সাংবাদিক তৌফিক আহম্মেদ তাপস, জনাব মো: হেলাল উদ্দিন, রফিকুল বাড়ী, মোফাখ্খারুল আলম, একরাম হোসেন, মো: রেজাউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষ, রূপালী সমবায় সমিতির সদস্য স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সংস্থার কর্মকতা-কর্মচারী, সাংবাদিক, উপকারভোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় মাদক, জঙ্গিবাদ বিরোধী এবং বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে সমিতির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা সমিতির সদস্যদের মাঝে উপহার বিতরণ করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.