স্টাফ রিপোর্টার : নওগাঁয় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলার সদর থানার শিকাপুর ইউপির চকদারাপ এলাকায়।
জানা গেছে, চকদারাপ মৌজার আরএস ১৫৩ নং খতিয়ানের ২১১ দাগের ১১ শতাংশের কাতে ৬ শতাংশ দক্ষিনাংশে, একই খতিয়ানের ২১২ দাগের ১০ শতাংশের কাতে ২ শতাংশ পশ্চিমাংশে, আরএস ৪৫ নং খতিয়ানের ২১৩ দাগের ১৯ শতাংশের কাতে ৮ শতাংশ পূর্বাংশে এবং ২১৮ দাগের ৩৫ শতাংশ কাতে ৬০৯ সহঃ উত্তরাংশে জমি প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখল করে নিয়ে আইল দিয়ে ও ভোগদখলের চেষ্টা করে।
ভূক্তভোগী শিকারপুর ইউপির চকদারাপ গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে হাঁস খামারি মোঃ বাবুর আলী ওরফে বাবু আদালতের শরনাপন্ন হয়েও কোন ফল পাচ্ছেন না। চকদারাপ গ্রামের প্রতিপক্ষ মৃত সাহেব আলীর ছেলে মোঃ সাগর (৫৮), মোঃ সামাদ (৫০),মৃত আমির চাঁদের ছেলে খোকা (৬৫), গংরা আদালতের আইনকে বৃদ্ধাংঙ্গুলী দেখিয়ে তার পৈত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা চালাচ্ছে ।
এঘটনার জের ধরে গত ৩ জুন বিবাদমান জমির চারপাশে আইল দিতে গেলে বাবুর আলী ওরফে বাবু আদালতের নিষেধাজ্ঞা আছে জানালে প্রতিপক্ষ মোঃ সাগর ও তার পুত্র সবুজ, এবং মোস্তফা হামলা চালা। তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায় বাবুর আলী ওরফে বাবু।
প্রতিপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। এ ঘটনায় প্রতিপক্ষ সাগরের ছেলে সবুজ মারপিটের বিষয়টি অস্বীকার করে জানান, জমিটি তাদের দখলেই আছে। বর্তমানে জমিটি নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে এবং আদলতের নিষেধাজ্ঞার বিষয়টিও শিকার করেন।
এ বিষয়ে দিায়িত্বে থাকা এস আই মুক্তার বলেন, ১৪৪ ধারার নুটিশ পৌছানো হয়েছে ,এই বিষয়ে যথাযথ ব্যাবস্থা নেওয়া হচ্ছে ।
একটি মন্তব্য পোস্ট করুন