নওগাঁয় কার্প - গলদা মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : স্মার্ট বাংলাদেশ গড়তেতে মৎস্য সম্পদ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে নওগাঁর বদলগাছিতে ২০২২ - ২৩ অর্থবছরে রাজশাহী বিভাগে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কার্প - গলদা মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুদিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণর্থিদের প্রশিক্ষণ দেন বদলগাছি উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম।
প্রশিক্ষণে কার্প ও গলদা মিশ্র চাষ ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদ উন্নয়নে ও মৎস্য চাষীদের মাছের গুণগত মান ও প্রাকৃতিক উপায়ে মাছের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষনের মাধ্যমে মৎসচাষীদের দক্ষ ও উন্নত করে গড়ে তুলে দেশের অর্থনীতিতে মৎস সম্পদের গুরুত্ব ও স্মার্ট বাংলাদেশ গড়তে মৎস সম্পদের ভূমিকা তুলেধরা হয়।