নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন

নওগাঁয় পাবলিক লাইব্রেরী উদ্বোধন

আজকের দেশ সংবাদ ডেস্ক : নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পলাইন হ্যালো নওগাঁ নিজ অর্থায়নে স্কুলের ছাত্রছাত্রীদের ও সাধারন মানুষের মাঝে সাহিত্য চর্চার সুযোগ সৃষ্টি করতে এ পাবলিক লাইব্রেরীর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) উপজেলার নওহাটা মোড়ের আদর্শ বিদ্যা নিকেতনের পাশে এ লাইব্রেরী স্থাপন করা হয়।
চাকুরী প্রত্যাশী, জনগণ ও সকল ছাত্র ছাত্রীদের জন্য উন্মুক্ত করার লক্ষে ফিতা কেটে পাবলিক লাইব্রেরীর শুভ উদ্বোধন করেন শিক্ষাবিদ খবির উদ্দীন মন্ডল। এসময় তিনি সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এসময় সংগঠনর সভাপতি এ কে সাজু বলেন, আমাদের সংগঠন একটি সেবামূলক প্রতিষ্ঠান এ সংগঠন উদ্দেশ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর। ইতিপূর্বে বিভিন্ন সেবামূলক কাজ করে সাধারণ মানুষের ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। আজ এ লাইব্রেরী উদ্বোধনও আমাদের ছোট্টো একটি প্রয়াশ। ভবিষ্যতে এর ব্যাপক বিস্তার ঘটবে ইনশাআল্লাহ। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ আলী, অর্থসম্পাদক জাভেদ হোসেন, সদস্য আনছার আলী, জাকির হোসেন প্রমাখ।

উল্লেখ্য এই সংগঠন নওগাঁয় অনুমতিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওহাটায় স্থাপনের দাবিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget