নিজেস্ব প্রতিবেদক : নওগাঁয় হত্যা মামলার রায়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ, আদালত-৩ এর বিজ্ঞ বিচারক মো.ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।
সাজাপ্রাপ্ত মিজানুর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, মামলার এজাহারকারী মো. মাসুদ রানার শ্বশুর মোশারফ হোসেন ২০১১ সালের ৯ জানুয়ারি নিয়ামতপুর উপজেলার কামদেবপুর শালবাড়ি গ্রামে মিজানুর রহমানের কোদালের আঘাতে নিহত হন। এ ঘটনায় উত্তেজিত জনতা মিজানুর রহমানকে আটক করে গণধোলাই দেয়। এই ঘটনায় মাসুদ রানা বাদি হয়ে ঐ দিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা দায়ের করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন অতিরিক্ত পিপি মো. আব্দুল বাকী এবং আসামির পক্ষের কৌঁসুলি ছিলেন মো. সিরাজুল ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন