নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার শ্রদ্ধা নিবেদন

নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার, নওগাঁ  : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
আজ একুশের প্রথম প্রহরে নওগাঁ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি -ডাঃ এ. এস. এম. আকতার আহমেদ ডিউক, সাধারণ সম্পাদক - ডাঃ ডি. এম. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক - ডা.এম. নাছিম উজ জামান চৌধুরী, ডাঃ মোঃ তানভির হোসেন, ডাঃ মোঃ আবু রায়হানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
 
পরে শহীদ মিনারের পাশে উন্মুক্ত স্থানে নবপ্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় একুশের চেতনা তথা মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি ভালোবাসা নব প্রজন্মের মাঝে জাগিয়ে তুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget