নওগাঁ জেলা প্রতিনিধি: শেকরের সন্ধান করে দেশের প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে দেশ যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে সেটা যারা স্বীকার করতে চায়না বাংলাদেশের উন্নয়নকে যারা নস্যাৎ করতে চায় একুশের চেতনায় উদ্বোধ্য হয়ে তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে।
আজ সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরির পর নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারী স্বাধীনতার বীজ বপনের মাধ্যমে বাঙ্গালী একটা জাতী হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।
এর আগে রাত ১২ টা এক মিনিটে মন্ত্রী খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন