বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগা জেলা শাখার সভাপতি, নওগাঁ টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি মোফাজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওগাঁ একুশে পরিষদের সভাপতি এড. ডি এম আব্দুল বারী। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম।
বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, নওগাঁ টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলা ও নিউজ বাংলা ২৪ ডটকমের নওগাঁ জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ।
আলোচনা সভায় প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, সু-সাংবাদিকতায় পারে গণতন্ত্র বিকশিত করে এবং দেশকে এগিয়ে নিতে। এ ক্ষেত্রে দৈনিক মানবজমিন বস্তুুনিষ্ট সাংবাদিকতার অনন্য নজির সৃষ্টি করেছে সক্ষম হয়েছে মানুষের আস্থা অর্জনে। তিনি পত্রিকাটির আরো অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
আলোচনা সভা শেষে রজতজয়ন্তীর সম্মিলিতভাবে কেক কাটেন অতিথিরা। এ অনুষ্টানে জেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তা সদস্য, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.