ফেব্রুয়ারী 2023
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

নওগাঁয় বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে জেলার ঐতিহাসিক বঙ্গবন্ধু জনসভা মঞ্চ ১৯৭৩ একমাত্র যৌক্তিক স্থান তালতলী বিলে  প্রধানমন্ত্রীর দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং বঙ্গবন্ধুর পদচিহ্ন সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আজ বুধবার বেলা ১১ ঘটিকায় শহরের অদূরে তালতলী নামক স্থানে রাস্তার পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো: শরিফুল ইসলাম শরীফ এর সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তরাঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, শিক্ষক মোঃ সবুজ হোসেন, মহিলা সংরক্ষিত আসনের কাউন্সিলর রিনা রহমানসহ সচেতন মহলের অন্যান্য ব্যক্তিরা।


বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে উত্তরবঙ্গে বঙ্গবন্ধুর পদচারণা বিজরিত সর্ব বৃহৎ জনসভার ঐতিহাসিক বঙ্গবন্ধু জনসভা মঞ্চ ৭৩ তালতলী বিলে বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ ও পদচিহ্ন সংরক্ষণ সময়ের দাবি। স্বাধীনতার শ্রষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নওগাঁ জেলায় একমাত্র স্মৃতি বিজরিত স্থান এই তালতলি বিল। 

যেখানে ১৯৭৩ সালে ঐতিহাসিক ভাসন দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা অবহেলায় পরে আছে। স্বাধিনতা পরবর্তি ৫০ বছরে কেউ এগিয়ে আসেনি বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষন করতে। তাই প্রধানমন্ত্রীর উপহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাবলিক বিশ্ববিদ্যালয় এই তালতলি বিলে স্থাপন হলে একদিকে যেমন বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ করা যাবে ঠিক তেমনি দেশের বিভিন্ন প্রান্ত হতে শিক্ষা গ্রহণের  জন্য আসা ছাত্র-ছাত্রীরা জেলা সদর সংলগ্ন হওয়ায় উন্নত সুযোগ সুবিধা পাবে এবং বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সার্বিক সহায়তা দেওয়া জেলা সদর থেকে খুব সহজহবে মনে করেন সচেতন মহল।

শেকরের সন্ধান করে দেশের প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে হবে -নওগাঁয় খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলা প্রতিনিধি: শেকরের সন্ধান করে দেশের প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেত্রীত্বে দেশ যে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত হয়েছে সেটা যারা স্বীকার করতে চায়না বাংলাদেশের উন্নয়নকে যারা নস্যাৎ করতে চায় একুশের চেতনায় উদ্বোধ্য হয়ে তাদের বিরুদ্ধে সচেতন হতে হবে।


আজ সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরির পর নওগাঁ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, একুশে ফেব্রুয়ারী স্বাধীনতার বীজ বপনের মাধ্যমে বাঙ্গালী একটা জাতী হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে।


এর আগে রাত ১২ টা এক মিনিটে মন্ত্রী খাদ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে নওগাঁ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নওগাঁয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার শ্রদ্ধা নিবেদন
স্টাফ রিপোর্টার, নওগাঁ  : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
আজ একুশের প্রথম প্রহরে নওগাঁ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ মোফাজ্জল হোসেন এর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সিনিয়র সহ সভাপতি -ডাঃ এ. এস. এম. আকতার আহমেদ ডিউক, সাধারণ সম্পাদক - ডাঃ ডি. এম. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক - ডা.এম. নাছিম উজ জামান চৌধুরী, ডাঃ মোঃ তানভির হোসেন, ডাঃ মোঃ আবু রায়হানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
 
পরে শহীদ মিনারের পাশে উন্মুক্ত স্থানে নবপ্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় একুশের চেতনা তথা মাতৃভাষার জন্য শহীদদের আত্মত্যাগ ও দেশের প্রতি ভালোবাসা নব প্রজন্মের মাঝে জাগিয়ে তুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


 
নওগাঁঁয় মানবজমিনের রজতজয়ন্তী পালিত

আজকের দেশ সংবাদ ডেস্ক : বণার্ঢ্য নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী পালিত হয়েছে। পত্রিকাটির নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলামের আয়োজনে বুধবার সন্ধ্যারাত ৭ টায় শহরের  কেডির মোড় জননী ট্রেনিং সেন্টারে কেক কেটে ও আলোচনা সভার সভার মাধ্যমে রজতজয়ন্তী পালন করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রাশিদুল হক।
নওগাঁঁয় মানবজমিনের রজতজয়ন্তী পালিত

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগা জেলা শাখার সভাপতি, নওগাঁ টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সহ সভাপতি মোফাজ্জ্বল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নওগাঁ একুশে পরিষদের সভাপতি এড. ডি এম আব্দুল বারী। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম।

নওগাঁয় মানবজমিনের রজতজয়ন্তী পালিত

বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিক ছোটন, নওগাঁ টিভি জানালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।  অনুষ্টানটি সঞ্চালনা করেন দৈনিক বাংলা ও নিউজ বাংলা ২৪ ডটকমের নওগাঁ জেলা প্রতিনিধি রিফাত হোসেন সবুজ।

নওগাঁঁয় মানবজমিনের রজতজয়ন্তী পালিত

আলোচনা সভায় প্রধান অতিথি নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, সু-সাংবাদিকতায় পারে গণতন্ত্র বিকশিত করে এবং দেশকে এগিয়ে নিতে। এ ক্ষেত্রে দৈনিক মানবজমিন বস্তুুনিষ্ট সাংবাদিকতার অনন্য নজির সৃষ্টি করেছে সক্ষম হয়েছে মানুষের আস্থা অর্জনে। তিনি পত্রিকাটির আরো অগ্রগতি ও সাফল্য কামনা করেন।

নওগাঁঁয় মানবজমিনের রজতজয়ন্তী পালিত
বিশেষ অতিথি পুলিশ সুপার রাশিদুল হক বলেন,  একটি পত্রিকার ২৫ বছর পাড়ি দেয়া অনেক বড় ব্যাপার। এক্ষেত্রে  কালের বিবর্তনে চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশের একমাত্র নতুনধারার ট্যাবলয়েট পত্রিকা মানবজমিন চলমান ঘটনা তুলে ধরার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে পাঠকের মনে স্থান করে নিয়েছে। তিনি মানবজমিন পরিবারের সকলকে শুভেচ্ছা ও পত্রিকাটির আরো সাফল্য এবং অগ্রগতি কামনা করেন।

আলোচনা সভা শেষে রজতজয়ন্তীর সম্মিলিতভাবে কেক কাটেন অতিথিরা। এ অনুষ্টানে জেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, জেলা সাংবাদিক ইউনিয়নের কর্মকর্তা সদস্য, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।





নওগাঁর দুবলহাটী ইউপি সদস্যের লটারির মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়াডের্র সদস্য মো: উজ্জল হোসেন দুস্থ গর্ভবতিদের মাঝে লটারির মাধ্যমে মাতৃত্বকালীন ভাতার কার্ড প্রদান করেছেন। সোমবার সন্ধায় উপজেলার মাতাসাগর ফুটবল মাঠে উপস্থিত জনসাধারণের সামনে তিনি লটারির মাধ্যমে ভাতাভূগী নির্বাচন করেন। তার এমন ব্যতিক্রমি উদ্যোগে প্রশংসায় ভাসছেন তিনি। চারিদিকে তার এমন উদ্যোগে চলছে আলোচনা। 


নওগাঁর দুবলহাটী ইউপি সদস্যের লটারির মাধ্যমে মাতৃত্বকালীন ভাতা প্রদান

 মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদনকারি রাজিয়া বলেন, আমি ভাতার জন্য আবেদন করেছিলাম মেম্বার সাহেব বলেছিল আজকে লটারির মাধ্যমে বাছায় করবে আমার নাম উঠেনি লটারিত। আমার মন খারাপ হলেও একটা বিষয়ে ভালোলাগলো লটারি করে ব্যাছে লিল ট্যাকার বিনিময়ে কাড ব্যাচেনি।

মাতৃত্বকালীন ভাতার লটারি দেখতে আসা মাতাসাগর বাজার মসজিদের ইমাম রেজাউল করিম বলেন, আমি এর আগে কখনো এমন উদ্যোগ কাওকে নিতে দেখিনি। মেম্বার সাহেব সৎ মানুষ তিনি লটারির মাধ্যমে গর্ভবতি ভাতাভুগী নির্বাচন করায় তিনি প্রমান করে দিলেন তিনি প্রকৃত সৎ মানুষ।

মাতৃত্বকালীন ভাতার লটারি করার কারন জানতে চাইলে ইউপি সদস্য উজ্জল হোসেন বলেন, মাত্র তিনটা কার্ড আমি বরাদ্দ পেয়েছি। আমার ওয়ার্ডে আবেদন করেছিল ৭ জন তারা সবাই ভাতা পাবার উপযোগী আমার সীমাবদ্ধতার কারনে আমি সবাইকে তো আর দিতে পারছিনা তাই লটারির মাধ্যমে দিলাম।

নির্বাচিতরা হলেন, ফতেপুর গ্রামের রুবেল হোসেনের স্ত্রী নাজমা আক্তার ও মুক্তার হোসেনের স্ত্রী শারমিন এবং ভবানিনগর গ্রামের যোবায়ের হোসেনের স্ত্রী সাদিয়া ইসরাত।


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget