নওগাঁয় আম বাগান থেকে ১৮ টি ককটেল উদ্ধার

নওগাঁয় আম বাগান থেকে ১৮ টি ককটেল উদ্ধার

আতাউর শাহ্, নওগাঁ :  নওগাঁর মান্দায় পরিত্যাক্ত অবস্থায়  আম বাগান থেকে ১৮ টি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া ডিবি উচ্চ বিদ্যালয় এলাকার জনৈক ভুট্টুর আম বাগান থেকে এই ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছে থানা পুলিশ।

মান্দা থানার অফিসার ইনচার্জ নুর-এ আলম সিদ্দীকি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে ওই আম বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিত্যাক্ত অবস্থায় একটি ব্যাগে ভরানো ১৮টি ককটেল উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি। ককটেলগুলো প্রাথমিকভাবে তাজা মনে হলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের খবর দেয়া হয়েছে। তারা এসে উদ্ধার ককটেলগুলো পরীক্ষা করবেন। এছাড়া কারা, কি উদ্দেশ্যে ককটেলগুলো আম বাগানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে এবং জড়িততদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget