স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। এঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়ন এর বদ্দপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী নিথি (৩২)।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান জানান, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুর বাড়ি নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামে, মৈনম বদ্দপুর নিজ গ্রাম থেকে মোটরসাইকেল যোগে উল্লাসপুরের দিকে আসছিলো।
পথির মধ্যে হাপানিয়া এলাকায় একটি পিছনের দিক থেকে আসা ট্রাক যাহার নং ঢাকা মেট্রো ট, ২২-৬৮৫১ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রীর। আর মোটরসাইকেল থেকে ছিটকে দূরে পড়ার করনে, মিলন হোসেনের নিজের ছেলে এবং ভাইয়ের ছেলেসহ ৪ জনই রাস্তায় পড়ে গেলে পেছনের দিক থেকে আশা বাস নিথী বেগমকে চাপা দিলে নিথী বেগম ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন, ও ধাক্কা দেওয়া ট্রাক মিলন হোসেনকে চাপা দিলে মিলন হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং মিলন হোসেনের নিজের ছেলে ও ভাইয়ের ছেলে সামান্য আহত হন।
সংবাদ পেয়ে নওগাঁ সদর সার্কেল/নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ নওগাঁ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখেন এবং মৃত্যু দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক ময়নাতদন্তের জন্য মৃতদেহ নওগাঁ সদর হাসপাতাল প্রেরণ করেন। আহত শিশুদের প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার কাজ শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের এর প্রস্ততি চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন