নওগাঁ কারাগারে বন্দিদের মাঝে উপকরন বিতরন

নওগাঁ কারাগারে বন্দিদের মাঝে উপকরন বিতরন


আতাউর শাহ্, নওগাঁ : অপরাধী সংশোধন ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় নওগাঁ জেলা কারাগারের চারজন বন্দিকে জীবনমূখী সহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে জেলা কারাগার চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

এসময় আরও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, জেল সুপার ফারুক আহমেদ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন, বে-সরকারী কারা পরিদর্শক শাহীন মনোয়ার হক, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন-অল-রশিদসহ কারাগারের অন্যান্য কর্মকর্তারা প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই জন বন্দীকে রিক্সা-ভ্যান, দুইজন নারী বন্দীকে সেলাই মেশিন ও কারাবন্দীদের চিত্তবিনোদনের জন্য দুইটি রঙ্গিন টেলিভিশন প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী চান দেশের সকল মানুষ কোন একটি পেশার সঙ্গে যুক্ত থেকে অভাবকে জয় করুক। যেন কোন মানুষই অভাবের তাড়নায় পড়ে কোন অপরাধ না করুক। এছাড়া যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে সাজাপ্রাপ্ত হয়েছে তা যেন পরবর্তিতে আর কোন অপরাধের সঙ্গে নিজেকে না জড়ায় তার জন্য সরকারের পক্ষ থেকে নানা সহায়তা প্রদান করা হচ্ছে। তাই আজ যাদেরকে যে সহায়তা প্রদান করা হলো আমি আশাবাদি আগামীতে তারা সেই সহায়তা উপকরন গুলোর সঠিক ব্যবহারের মাধ্যমে সুস্থ্য জীবনে নিজেকে ফেরিয়ে আনার পাশাপাশি পুরো পরিবারের হাল ধরবে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget