আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে গভীর নলকুপ নিয়ে দ্বন্দ্বের জেরে উজ্জল হোসেন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামীদের প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। সকল আসামী এবং নিহতের বাড়ি বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামে।
আজ বুধবার বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল বাকী এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাড. মামুনুর রশিদ-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার সারঙ্গপাড়া মৌজায় সমবায় থেকে নিবন্ধিত গভীর নলকুপ পরিচালনা করতেন নিহত উজ্জল হোসেনের চাচা সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। ২০১৩ সালে ৯ মে ওই নলকুপটি দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন প্রতিপক্ষরা। এসময় উজ্জল হোসেন বাঁধা দিলে তাকে সহ কয়েকজনকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারপিট করে। এসময় প্রতিপক্ষরা গরমপানিতে মরিচের গুড়া মিশিয়ে উজ্জলের শরীরে ছিটিয়ে দিলে পেটের বামপাশে ঝলসে যায়। উজ্জল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেকিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যায়।
ঘটনায় নিহতের চাচা মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩জনকে আসামী করে থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিত্বে ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। এছাড়াও আসামীদের প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এই মামলায় আরো তিনজনের (মহিলা) কোন সম্পৃক্ততা না থাকায় বেকসুর খালাস দেয় আদালত।
একটি মন্তব্য পোস্ট করুন