স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় বাল্যবিবাহ ও নারী সহিংসতা বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে গতকাল দুপুরে সদর উপজেলার সরইল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাকিল ইসলাম শামীম এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রোকনুজ্জামান টুকু।
ক্যাম্পেইনে প্রধান আলোচক হিসেবে বাল্যবিবাহ ও নারী সহিংসতা বিষয়ক আলোচনা করেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন।
ক্যাম্পেইনে বাল্যবিবাহ ও নারীর সহিংসতা বিরোধী আলোচনা সমাজে নারীদের আত্মমর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করন নারীর ক্ষমতায়ন ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা মুলক আলোচনা করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন