আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান পিএএ।
সোমবার বেলা ১১টায় শহরের এটিম মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুহাম্মাদ ইব্রাহীম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, উন্ন্যন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: ইফতেখারুল ইসলাম শামীম ।
এ সময় জেলা সদরসহ উপজেলা সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরকারি অফিস সমূহ এবং তরুণ উদ্ভাবকদের বিভিন্ন স্টল স্থাপিত হয়েছে। জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান জানান এই মেলার পাশাপাশি বিসিকের উদ্যোগে মেশিনারীজ মেলাও অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিভিন্ন মেশিনারীজ প্রদর্শিত হচ্ছে, যার ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আগ্রহী হবে।
মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
একটি মন্তব্য পোস্ট করুন