নভেম্বর 2022
92 অন্যান্য 51 অর্থনীতি 24 আইন ও আদালত 76 আন্তর্জাতিক 588 এক ঝলক 3 কক্সবাজার 1 কবিতা 22 কিশোরগঞ্জ 4 কুড়িগ্রাম 6 কুমিল্লা 1 কুষ্টিয়া 3 কৃষি 107 কৃষি ও প্রকৃতি 10 ক্রিকেট 1 খাগড়াছড়ি 73 খেলাধুলা 45 গণমাধ্যম 12 গাইবান্ধা 1 গাজীপুর 17 চট্টগ্রাম 5 চাঁদপুর 5 চাঁপাইনবাবগঞ্জ 2 চুয়াডাঙ্গা 14 জয়পুরহাট 1 জাতীয় 3 জামালপুর 1 জোকস 6 ঝনিাইদহ 246 ঝালকাঠি 12 ঝিনাইদহ 4 টাঙ্গাইল 44 ঠাকুরগাঁও 39 ঢাকা 1 থী 3 দিনাজপুর 4784 দেশজুড়ে 42 ধর্ম 3414 নওগাঁ 14 নাটোর 2 নারায়ণগঞ্জ 1 নিহত ২ 1 নীলফামারীর 2 নেত্রকোনা 1 নোয়াখালী 3 পঞ্চগড় 4 পিরোজপু 2 প্রকৃতি 2782 প্রথম পাতা 23 প্রবাস 1 ফরিদপুর 17 ফিচার 8 ফুটবল 1 ফেনী 94 বগুড়া 2 বলিউড 58 বাগমারা 82 বিএমএসএফ 31 বিজ্ঞান ও প্রযুক্তি 53 বিনোদন 51 বেনাপোল 2 ব্রাক্ষণবাড়িয়া 1 ব্রাহ্মণবাড়িয়া 51 ভিডিও 18 ভোলা 8 ভ্রমণ 59 ময়মুনসিংহ 1 মাগুরা 1 মাদারীপু 2 মাদারীপুর 1 মানিকগঞ্জ 1 মেহেরপুর 495 যশোর 5 রংপুর 103 রাজনীতি 3 রাজবাড়ী 95 রাজশাহী 3 লক্ষ্মীপুর 24 লাইফস্টাইল 2 লালমনিরহা 41 শিক্ষা 1 শ্রীপুর 891 সকল জেলা 2 সাতক্ষীরা 9 সিরাজগঞ্জ 3 সিলেট 63 সুনামগঞ্জ 31 স্বাস্থ্য 4 হবিগঞ্জ 1 হলিউড 10 bmsf

বেনাপোল পোর্ট থানায় ৩ মাদক পাচারকারী আটক

মোঃ সাইদুল ইসলাম, বেনাপোল : যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে ১৭ বোতল মদ, ২০ বোতল ফেনসিডিল ও ৫০০ গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।


মঙ্গলবার (২৯ নভেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া বটতলা এমপি মোড়ের সামনে থেকে একটি বাংলাদেশি ট্রাকে ১৭ বোতল ভারতীয় মদসহ 
দুলাল মাতুব্বর (৪৫) ও একই স্থান থেকে ২০ বোতল ফেনসিডিল একটি মোটরসাইকেল সহ মোঃ রাকিব (২০) কে আটক করেছে পুলিশ। পরে ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল সহ মোঃ মাহাবুর রহমান (৩৪) নামে একজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বরিশাল গৌরনদী এলাকার মৃত হাসেম মাতুব্বর এর ছেলে দুলাল মাতুব্বর, বেনাপোল গয়ড়া গ্রামের মোঃ শরিফুল এর ছেলে রাকিব হোসেন ও নারায়নপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাস এর ছেলে মাহাবুর রহমান।

উদ্ধার মাদকসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মদ গাঁজা ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে আটক করে। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

 

নওগাঁয় ব্যাটালিয়ন (১৪ ও ১৬  বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হস্তান্তর এবং আলোচনা অনুষ্ঠান

আজকের দেশ সংবাদ ডেস্ক: আজ মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২ সকাল সারে ১১ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য ধ্বংসকরণ ও  প্রত্নতাত্ত্বিক  নিদর্শন হস্তান্তর এবং আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে ২,৯০,০৮,১৬০/- (দুই কোটি নব্বই লক্ষ আট হাজার একশত ষাট) টাকাা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মো. হামিদ উদ্দিন, পিএসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিজিয়ন সদর দপ্তরের উত্তর-পশ্চিম রিজিয়ন, সম্মানিত রিজিয়ন কমান্ডার, পিএসসি, বিএসপি, ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সেক্টরের সদর দপ্তর সেক্টর কমান্ডার, পিএসসি, বিপিএম (বার), কর্ণেল মো. আনোয়ার লতিফ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদকদ্রব্য দেশের যুব সমাজকে ধ্বংস করার এক ধরনের অস্ত্র বিশেষ। মাদকের ভয়াবহ মরণ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব। তাই দেশের যুব সমাজকে মাদকের মরণ ছোবল হতে রক্ষা করার লক্ষ্যে মাদক বিরোধী অভিযান সফল করে তোলার জন্য আরো জোরালোভাবে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। মাদকের ছোবলে আক্রান্ত হয়ে ধ্বংস হচ্ছে পরিবার, যুব সমাজ তথা দেশ। তাই মাদকের ভয়াবহতা হতে আমাদের মুক্তি পেতে হবে। আজকের এই মাদকদ্রব্য ধ্বংস করণ অনুষ্ঠানের মাধ্যমে মাদকদ্রব্য সেবনে নিরুৎসাহিত হয়ে একদিন বাংলাদেশ মাদক মুক্ত দেশ হিসেবে গড়ে উঠবে বলে দেশবাসী প্রত্যাশা করে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক পিএসসি, জি, লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পিএ এ, নওগাঁ পুলিশ সুপার, মুহাম্মদ রাশেদুল হক, নওগাঁ সিভিল সার্জন, ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সামরিক ও অসামরিক প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কলেজের শিক্ষক/শিক্ষিকা-ছাত্র/ছাত্রী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তিপতে জানান, গত ০১ অক্টোবর ২০১৯ হতে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নওগাঁ ও জয়পুরহাট জেলার আটককৃত বিভিন্ন প্রকার মদের বোতল ৬ হাজার ৩৩১ টি, ফেন্সিডিল বোতল ২২ হাজার ৭১৭ টি, নেশাজাতীয় সিরাপ ১০ হাজার ৮৬০ টি, গাঁজা ১৪৪.৭৭০ কেজি, নিষিদ্ধ ট্যাবলেট ৪ হাজার ৮৭৭ পিস, নেশাজাতীয় ইনজেকশন-১১ হাজার ৮৪৮ পিস এবং ইয়াবা ট্যাবলেট ৩৭৩ পিস ধ্বংস করা হয়েছে। যার সিজার মূল্য ২,৫৮,১০,৭৯৫/- (দুই কোটি আটান্ন লক্ষ দশ হাজার সাতশত পঁচাত্তর) টাকা এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক গত ০১ অক্টোবর ২০১৯ হতে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার আটককৃত বিভিন্ন প্রকার ভারতীয় মদ ১৪৩ বোতল ও ২৭ প্যাকেট মদ, ফেন্সিডিল ১ হাজার ৪৮৮ বোতল, গাঁজা ৩৪.১৯০ কেজি, ইয়াবা ট্যাবলেট ৫৩৬ পিস, হেরোইন ১১৬ গ্রাম ও হেরোইন ৭৭ পুরিয়া, নেশাজাতীয় ট্যাবলেট ৮৬৯ পিস, গুড়া তামাক ১৬৫.৫ কেজি, পাতার বিড়ি ৪১ হাজার ১৭২ প্যাকেট এবং টেন্ডু বিড়ির পাতা ২১৫ কেজি ধ্বংস করা হয়েছে। যার সিজার মূল্য ৩১,৯৭,৩৬৫/- (একত্রিশ লক্ষ সাতানব্বই হাজার তিনশত পঁয়ষট্টি) টাকা। উভয় ব্যাটালিয়নের আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ২,৯০,০৮,১৬০/- (দুই কোটি নব্বই লক্ষ আট হাজার একশত ষাট) টাকা।

এছাড়াও পতœীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক গত ০৫ মার্চ ২০১৪ হতে ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে  উদ্ধারকৃত কষ্টি পাথরের ০৫টি মূর্তি এবং নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ জেলার বিভিন্ন স্থান হতে  উদ্ধারকৃত ০৬টি কষ্টি পাথরের এবং ০৩ টি সিমেন্টের মূর্তি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর প্রতœতাত্তি¡ক জাদুঘরে সংরক্ষণের নিমিত্তে কাস্টোডিয়ান, নওগাঁ পাহাড়পুর জাদুঘর এর জন্য হস্তান্তর করা হয়েছে।

নওগাঁর রাণীনগরে স্কুল শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মামলা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গ্রেফতার


আজকের দেশ সংবাদ ডেস্কনওগাঁর রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে (ছাত্রী) যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান (৫২) এর নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার রাতে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে শিক্ষক হাফিজুরকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামি মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক হাফিজুর রহমান উপজেলার মিরাট ইউপির মেরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশেক আলীর ছেলে।


স্থানীয়রা জানান, শিক্ষক হাফিজুর রহমান বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় ওই শিক্ষকের যৌন হয়রানির অভিযোগে কয়েকবার মিটিং করে তাকে সর্তকও করা হয়। এরপরেও ওই শিক্ষকের এমন আচরণের পরিবর্তন না হওয়ায় বিচারের দাবিতে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় লোকজন বিদ্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘন্টা পর বিকেল তিন টার দিকে শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী প্রতিদিনের ন্যায় ২০ নভেম্বর সকাল ১০ টার দিকে স্কুলে যায়। এদিন দুপুর ১২টায় ক্লাস চলাকালিন সময় ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান অফিস রুমে ডেকে নিয়ে প্রথমে শিক্ষার্থীকে দিয়ে মাথা টিপে নেয়। এ সময় শিক্ষক হাফিজুর ওই শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। তারপর ভূক্তভোগীর পরিবারের লোকজন বিদ্যালয়ের সভাপতি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতিসহ বিভিন্ন জায়গায় জানিয়েও কোন সুরহা না পেয়ে ঘটনাটি গ্রামের লোকজনদের জানালে ওই শিক্ষকের আরও কয়েকজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করার বিষয় উঠে আসে। এরপর স্থানীয়া গ্রামের লোকজন নিয়ে রবিবার সকালে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদি হয়ে রবিবার রাতে শিক্ষক হাফিজুরকে আসামি করে যৌনপীড়নের মামলা দায়ের করেন। মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


 

যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক ৪ ঘণ্টা অবরুদ্ধ

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় একটি সরকারি প্রাথমিকে শিশুদের যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছিলেন এলাকাবাসী। পরে পুলিশসহ উপজেলা প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করেন।

রোববার (২৭ নভেম্বর ২০২২) সকালে জেলার রাণীনগর উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, হাফিজুর রহমান বিভিন্ন কৌশলে বিভিন্ন সময় ছাত্রীদের শরীর স্পর্শ করেন। সম্প্রতি বেশ কিছু ছাত্রী আতঙ্কিত হয়ে নিজ নিজ অভিভাবকদের বিষয়টি জানায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা আজ রোববার বেলা ১১টার দিকে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।

অবরোধকারীদের একজন বলেন, আমার বড় ভাইয়ের মেয়ে বৃহস্পতিবার বিকেলে এসে বলে হাফিজুর রহমান স্যার আমার শরীরে হাত দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। স্যার ভালো না। এ রকম চরিত্রহীন শিক্ষকের কঠিন শাস্তি চাই। এমন শিক্ষকের দরকার নেই এই স্কুলে।

আরেক অভিভাবক বলেন, হাফিজুর মাস্টার চার দিন আগে স্কুলে আমার মেয়েকে জড়িয়ে ধরে। বাড়িতে এসে আমার বলে যে স্যার কেমন জানি করে, স্যার ভালো না। তাকে আটক করে শাস্তি দেয়া হোক। এমন জঘন্য মনের শিক্ষক থাকার দরকার নাই।

অবরোধকারী অভিভাবক ও স্থানীয়রা ওই শিক্ষকের অব্যাহতির দাবি জানান।

তবে শিক্ষক হাফিজুর বলেন, এই স্কুলে যারা পড়াশোনা করে সবাই আমার সন্তান সমতুল্য। এখানকার কিছু মানুষ সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে এই ধরনের পরিকল্পনা সাজিয়েছে। আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সহকারী কমিশনার (ভূমি) মহোদয় ও থানা পুলিশের একটি টিম গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহীকমিটি স্থগিত করেছে ট্রাস্টি বোর্ড

ঢাকা, রোববার ,২৭ নভেম্বর, ২০২২: অসাংগঠনিক কার্যকলাপের অভিযোগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (নিবন্ধন নং ০৬/২০২২) কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্থগিত করেছে ট্রাস্টি বোর্ড । ট্রাস্টি বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার বিকেলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন।

সভায় নির্বাহী কমিটির সাংগঠনিক কর্মকান্ডের গতিহীনতা, বিশৃঙ্খলা, ট্রাস্টের বিরুদ্ধে বিদ্রোহ, গ্রুপিং, ক্ষমতার অপব্যবহার সহ নানা অসাংগঠনিক কর্মকান্ডের কারণে ট্রাস্টি বোর্ড ক্ষোভ প্রকাশ করেন।

এছাড়া সংগঠনের কতিপয় সদস্যের উস্কানিতে সংগঠনের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ট্রাস্টি বোর্ডের গঠনতন্ত্রের ৩, ৯ ও ১০ অনুচ্ছেদ বলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নীতি নির্ধারণী কমিটি ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ২৫ নভেম্বর থেকে নির্বাহী কমিটির সকল কার্যক্রম অবৈধ ঘোষণা করে কমিটি স্থগিত ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তের সাথে সংগঠনের ট্রাস্টি বোর্ড ছাড়াও কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা পরিষদ, স্থায়ী পরিষদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে একমত পোষণ করেন।

বৈঠকে সংগঠনের মাঝে সৃষ্ট জটিলতা নিরসনে একটি জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে বিগত নয় মাসের সাংগঠনিক তথ্য হিসাবাবাদি ট্রাস্টি বোর্ডের নিকট জমা প্রদানের নির্দেশ দেয়া হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি চেয়ারম্যান আহমেদ আবু জাফর কে জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী করে ২১ সদস্যবিশিষ্ট পরিষদ গঠন করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল রাখতে জাতীয় পরিষদ সারাদেশের সংগঠন ও সদস্য সময়ের সাথে সমন্বয় রাখবেন।
একই সাথে আগামী পহেলা ডিসেম্বর সারাদেশের সাংবাদিকদের সমন্বয় অনুষ্ঠিতব্য ষষ্ঠবিজয় শোভাযাত্রা সফল করতে সকল নিকট আহ্বান জানানো হয়।

এদিকে বিজয় শোভাযাত্রা সফল এবং অংশগ্রহণের উপর ভিত্তি করে আগামী জানুয়ারিতে নতুন কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর সারা দেশের পেশাদার সাংবাদিকদের রুটি রুজি,মর্যাদা, দাবি ও অধিকার রক্ষায় ১৪ দফার আন্দোলনে কাজ করে যাচ্ছে। সংগঠনটি সরকারের আইন মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের আওতায় ট্রাস্টি আইনে নিবন্ধিত এবং কপিরাইট আইনে সনদপ্রাপ্ত সাংবাদিকদের একটি জাতীয় সংগঠন।



আজকের দেশ সংবাদ ডেস্কনওগাঁর রাণীনগরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) ৪০টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বালুভরা গ্রামের একটি রাস্তা সংস্কার ও ঈদগা মাঠে মাটি ভরাটের কাজের উদ্বোধন করে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, নওগাঁ জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি, সদর ইউপি মেম্বার সাইফুল ইসলাম, মহিলা মেম্বার ছালমা বেগমসহ অনেকই।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান জানান, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার আটটি ইউনিয়নে ৫টি করে মোট ৪০টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মোট ৯৭৭ জন উপকারভোগী শ্রমিক এখানে কাজ করছেন। প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা সংস্কার, গোরস্থান ও ঈদগাহ মাঠে মাটি ভরাটসহ অন্যান্য কাজ।#

নওগাঁয় ৪হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর বদলগাছতে শুক্রবার ২৫ নভেম্বর ২০২২ গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল। অভিযানে সন্ধা ৭টার দিকে ৪হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ৩টি মোবাইল, ১টি মোটরসাইকেল এবং ৪,৫০০ টাকাসহ ২জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

মাদক ব্যবসায়ীরা হলো, নওগাঁর বদলগাছী থানার থুপশহর গ্রমের মো. আজাহার আলীর ছেলে  মো. সুমন হোসেন(২৫) এবং মো. পিন্টু হোসেনের ছেলে মো. ফিরোজ হোসেন(২৬)। 

বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে সকল মাদক স¤্রাটদের গ্রেফতারসহ মাদকবিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। 

এরই ধারাবাহিকতায় কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মাসুদ রানা এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে নেশাজাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।  

পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


 

নওগাঁর বদলগাছীতে উজ্জল হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে গভীর নলকুপ নিয়ে দ্বন্দ্বের জেরে উজ্জল হোসেন হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামীদের প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। সকল আসামী এবং নিহতের বাড়ি বদলগাছী উপজেলার দূর্গাপুর গ্রামে।

আজ বুধবার বেলা ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল বাকী এবং আসামীপক্ষের আইনজীবী ছিলেন- অ্যাড. মামুনুর রশিদ-২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার সারঙ্গপাড়া মৌজায় সমবায় থেকে নিবন্ধিত গভীর নলকুপ পরিচালনা করতেন নিহত উজ্জল হোসেনের চাচা সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। ২০১৩ সালে ৯ মে ওই নলকুপটি দখলে নেওয়ার জন্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন প্রতিপক্ষরা। এসময় উজ্জল হোসেন বাঁধা দিলে তাকে সহ কয়েকজনকে লাঠিসোটা ও লোহার রড দিয়ে মারপিট করে। এসময় প্রতিপক্ষরা গরমপানিতে মরিচের গুড়া মিশিয়ে উজ্জলের শরীরে ছিটিয়ে দিলে পেটের বামপাশে ঝলসে যায়। উজ্জল গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেকিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যায়।


ঘটনায় নিহতের চাচা মাজহারুল ইসলাম বাদী হয়ে ১৩জনকে আসামী করে থানায় মামলা করে। মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিত্বে ১০ জনের যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। এছাড়াও আসামীদের প্রত্যেক ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদন্ড দন্ডিত করা হয়েছে। এই মামলায় আরো তিনজনের (মহিলা) কোন সম্পৃক্ততা না থাকায় বেকসুর খালাস দেয় আদালত।

সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কের তিন নাগরিকের প্রাণহানির পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। সিরিয়ার উত্তরাঞ্চলে আঙ্কারা এবং কুর্দি যোদ্ধাদের প্রাণঘাতী হামলার পর সোমবার দেশটিতে স্থল অভিযান পরিচালনার এই ঘোষণা এসেছে। -রয়টার্স, এএফপি, আনাদুলো এজেন্সি


কাতার থেকে তুরস্কে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান বলেছেন, ‘এই অভিযানটি কেবল বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে।তিনি বলেছেন, আমাদের স্থল বাহিনী কী ধরনের শক্তি ব্যবহার করবে সেবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চিফ অব স্টাফ একসাথে সিদ্ধান্ত নেবেন। তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, আমরা ইতিমধ্যে সতর্ক করে দিয়েছি যে, যারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করবে তাদের মূল্য চোকাতে হবে। সোমবার সিরিয়া সীমান্ত লাগোয়া তুরস্কের কারকামিস জেলায় সিরিয়া থেকে ছোড়া রকেটের আঘাতে এক শিশুসহ তিনজনের প্রাণহানি পর এরদোগান এই ঘোষণা দিয়েছেন।

Naogaon Digital Innovation Fair

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান পিএএ।


সোমবার বেলা ১১টায় শহরের এটিম মাঠে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মুহাম্মাদ ইব্রাহীম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ, উন্ন্যন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো: ইফতেখারুল ইসলাম শামীম ।

এ সময় জেলা সদরসহ উপজেলা সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরকারি অফিস সমূহ এবং তরুণ উদ্ভাবকদের বিভিন্ন স্টল স্থাপিত হয়েছে। জেলা প্রসাশক খালিদ মেহেদী হাসান জানান এই মেলার পাশাপাশি বিসিকের উদ্যোগে মেশিনারীজ মেলাও অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বিভিন্ন মেশিনারীজ প্রদর্শিত হচ্ছে, যার ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাগন ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনে আগ্রহী হবে।

মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

তাড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম প্রতিবাদে মানববন্ধন

আল-মামুন খান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে ব্যবসায়ী প্রশান্ত সরকারকে (২৬) প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

উপজেলা সদর বাজার ব্যবসায়ী বণিক সমিতি ও পশ্চিম সাচাইল লোকজনের আয়োজনে  রবিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে

উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সদর বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা যুুুুবলীগের সহ-সভাপতি হাফিজ উদ্দিন সরকার, তাড়াইল উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি রবীন্দ্র সরকার, ব্যবসায়ী শরীফুল মাহমুদ শোয়েব, ছাত্রলীগ নেতা ও তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির ভুঁইয়া, জাতীয় যুব সমাজ তাড়াইল উপজেলা শাখার সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকিসহ ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, প্রকাশ্যে এভাবে একজন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। বর্তমানে সে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এতে বুঝা যায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা হামলাকারীকে অতিদ্রুত

গ্রেফতার করে সুষ্ঠ বিচার দাবী করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর বুুধবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার সাচাইল গ্রামের সদর বাজার ব্যবসায়ী প্রশান্ত সরকারকে নিজের মনোহারীর দোকানের ভিতর পরিকল্পিতভাবে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে মামুন ভূঞা নামের আরেক ব্যবসায়ী। অভিযুক্ত মামুন ভূঞাসহ আরো তিনজনকে আসামি করে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেছেন আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার। এদিকে আহত প্রশান্ত সরকারের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ওইদিন রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক। 

গুরুতর আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার হামলাকারীদের অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। 

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনার অভিযোগ পেয়েছি এবং আহত প্রশান্ত সরকারের মা মিনা রানী সরকার বাদী হয়ে  

৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যু

আতাউর শাহ্, নওগাঁ : স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন থেকে ফেরার পথে নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম স্বাধীন নামের স্থানীয় এক নেতার মৃত্যু হয়েছে। নিহত জহুরুল ইসলাম উপজেলার চাংলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল যোগে জহুরুল ইসলাম বাড়ি যাচ্ছিলেন। বাড়ি ফেরার পথে উপজেলার কুশারমুড়ি নামক স্থানে একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং তাদের অনুরোধে নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, তিনি জীবন দশায় বঙ্গবন্ধু সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভি‌পি, বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপ‌তি, বদলগাছী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক প্রতিষ্ঠতা আহবায়ক ছিলেন। তার এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মহাদেবপুর-বদলগাছী সংসদ সদস্য জনাব মোঃ ছ‌লিম উদ্দীন তরফদারসহ, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপ‌তি, সাধারণ সম্পাদকসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

স্টাফ রিপোটার, নওগাঁ : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ প্রতিষ্ঠা করাই আমাদের মুল লক্ষ‍্য। আর সেই লক্ষ‍্য অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 


বর্তমান সরকার দরিদ্র মানুষের দারিদ্রতা দুর করতে, মানুষের আর্থ- সামাজিক উন্নয়নেকাজ করে যাচ্ছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনায় ইতিমধ‍্যেই দারিদ্রতার হার ২০ শতাংশে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। 

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

সরকারের বিরুদ্ধে ভোট কারচুপি সম্পর্কে বিএনপি'র অভিযোগের জবাব দিয়ে তিনি বলেছেন বিএনপি'র হা না ভোট এবং ১৫ ফেব্রুয়ারীর নির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে সব চেয়ে ন‍্যাক্কারজনক ভোট ডাকাতি করেছিল বিএনপি। তাদের মুখে বর্তমান সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ শোভা পায়না।


বাহাউদ্দিন নাসিম আরও বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন বন্ধের হুমকী না দিয়ে ভালোবাসা অর্জন করে জনগনের ম‍্যান্ডেট আদায় করতে নির্বাচনে অংশ গ্রহণ করার জন‍্য বিএনপি'র প্রতি আহবান জানান।


রোববার (২০ নভেম্বর) দুপুরে নওগাঁ নওযোয়ান মাঠে জেলা স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মলনে প্রধান অতিথি'র বক্তব‍্যে এসব কথা বলেছেন তিনি

বর্তমান নির্বাচন কমিশনের আওতায় সংবিধান মোতাবেক আগামী জাতীয়সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে - নওগাঁয় বাহাউদ্দীন নাসিম

সভায় বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত ফ্রান্স, ইংল্যান্ড ও জামার্নির মতো রাষ্ট্র আজকে কুপোকাত হয়ে পড়েছে। ইংল্যান্ড সরকার তার দেশের জনগণকে খাওয়ানোর জন্য দুই বেলা রেশনিং চালু করেছে। সেখানে বাংলাদেশের জনগণ তিন বেলা পেট পুরে খেতে পারছে। বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশ যথেষ্ট ভালো আছে। তারপরেও বিএনপি-জামায়াত অপশক্তি, অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এসব অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মানুষকে সঠিক তথ্য জানাতে হবে।’

নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল, ছলিম উদ্দিন তরফদার, আনোয়ার হোসেন প্রমুখ। দুপুর সাড়ে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন (সাচ্চু)। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান।

সরকারী গুদামে যে খাদ্যমজুত থাকার কথা, তার দ্বিগুন আছে খাদ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার, নওগাঁ : সরকারী গুদামে যে খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুন আছে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রমজুমদার। আজ শনিবার দুপুরে নওগাঁয় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
সরকারী গুদামে যে খাদ্যমজুত থাকার কথা, তার দ্বিগুন আছে খাদ্যমন্ত্রী
  
মন্ত্রী আরও বলেন- প্রায় ১৮ লাখ টন চাল সরকারী গুদামে মজুদ আছে। পাশাপাশি সরকারী ও বেসরকারী ভাবে আমদানী করা হচ্ছে। এরসাথে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন। সব মিলিয়ে দেশে খাদ্যসংকটের কোন শংকা নেই।  খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহবান জানিয়েছেন মন্ত্রী। এসময় চেম্বার ভবনে ফিতাকেটে মুজিব কর্ণার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন মন্ত্রী। পরে চেম্বারের মেম্বার্স ডে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।  অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধাররা অংশ নিয়ে বক্তব্য দেন। তারা দেশের যে কোন সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।

নওগাঁয় বাল্যবিবাহ ও নারী সহিংসতা বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় বাল্যবিবাহ ও নারী সহিংসতা বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে গতকাল দুপুরে সদর উপজেলার সরইল উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাকিল ইসলাম শামীম এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিকারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী রোকনুজ্জামান  টুকু। 

নওগাঁয় বাল্যবিবাহ ও নারী সহিংসতা বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

ক্যাম্পেইনে প্রধান আলোচক হিসেবে বাল্যবিবাহ ও নারী সহিংসতা বিষয়ক আলোচনা করেন ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক সুজনের নওগাঁ জেলা কমিটির সভাপতি বিজয় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি মোফাজ্জল হোসেন।


ক্যাম্পেইনে বাল্যবিবাহ ও নারীর সহিংসতা বিরোধী আলোচনা সমাজে নারীদের আত্মমর্যাদাশীল হিসেবে প্রতিষ্ঠিত করন নারীর ক্ষমতায়ন ও নারীর সহিংসতা প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা মুলক আলোচনা করা হয়।

নওগাঁয় সুজন-সুশাসনের জন্য নাগরীক এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় সুজন-সুশাসনের জন্য নাগরীক এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) বিকেল ৪টায় নওগাঁ জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটি এই আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এ.কে.এম জুলফিকারুল হক।

নওগাঁয় সুজন-সুশাসনের জন্য নাগরীক এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সুজন জেলা শাখার সভাপতি মো: মোফাজ্জল হোসেন ।

এসময় বক্তব্য রাখেন- সুজনের সহসভাপতি ও প্রজন্মের আলো সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রেজভী, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক একে সাজু, আইন সম্পাদক অ্যাড মিনহাজুল ইসলাম, সদস্য ও ন্যাশনাল মডেল স্কুল পরিচালক সহিদ প্রামানিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ ও সুজন মহাদেবপুর উপজেলা কমিটির সদস্য প্রভাষক আজাদুল ইসলাম আজাদ।

পরে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। এসময় 'সুজন বন্ধু' নামে সুজনের সহযোগী সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে সুজনের জেলা ও উপজেলা পর্যায় কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নওগাঁয় ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁ সদর উপজেলায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর গেঞ্জির মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালকের নাম খোরশেদ আলম (৬০)। তার বাড়ি নওগাঁ পৌরসভার দোগাছী এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার মাদারমোল্লা বাজার থেকে ভ্যান চালিয়ে নওগাঁ শহরের কাঠালতলী মোড়ে আসছিলেন খোরশেদ। এ সময় নওগাঁ থেকে রাণীনগরগামী একটি ট্রাকের সঙ্গে ভ্যান গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক খোরশেদ ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও নওগাঁ সদর থানার অপারেশন (ওসি) আব্দুল গফুর।

তিনি বলেন, দুর্ঘটনার পরই ট্রাকটি দ্রুত রাণীনগরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন উপজেলার মাদারমোল্লা এলাকায় ট্রাকটিকে আটক করে। তবে গাড়ি চালক পালিয়ে যেতে সক্ষম হন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget