আজকের দেশ সংবাদ ডেস্ক: নওগাঁয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভার মাধ্যমে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
জেলা শ্রমিকলীগের সভাপতি ডিএম আব্দুল মজিদের সভাপতিত্তে¡ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, যুগ্ন সম্পাদক জাবেদ জাহাঙ্গীর সোহেল, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহপরাণ নয়ন। এছারাও অন্যান্য উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
একটি মন্তব্য পোস্ট করুন