আজকের দেশ সংবাদ ডেস্ক: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে অংশীজনদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় গ্রামের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলাপ-আলোচনা করে একটি মাসিক পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনার মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেন।এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক এ কে সাজু প্রমুখ।
নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুর সভাপতিত্বে কর্মশালার সঞ্চালনায় ছিলেন রাজশাহী অঞ্চলের দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর এলাকা সমন্বয়কারী মোঃ আসির উদ্দীন।
একটি মন্তব্য পোস্ট করুন