স্টাফ রিপোটার, নওগাঁ : শাশুড়ীকে ধর্ষনের অভিযোগে নওগাঁর দুবলহাটীর এক ধর্ষনকারীকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব -৫ সিপিসি -২ নাটোর ক্যাম্পের এক আভিজানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব -১ এর সহায়তায় ডিএমপি ঢাকার তুরাগ থানাধীন চান্ডালভোগ জামে মসজিদের সামনে অভিজান পরিচালনা করে মঙ্গলবার রাত ১১ টায় নওগাঁ জেলার সদর থানার ফরহাদ (৩৫) নামক এক ধর্ষনকারী পলাতক আসামীকে গ্রেফতার করে।
ফরহাদ সদর থানার দুবলহাটীর বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে। র্যাব -৫ সিপিসি -২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গ্রেফতারকৃত ফরহাদ ধর্ষিতার জামায়।
সে গত ২৮ আগষ্ট ধর্ষিতার ১১ বছরের নাতী মারা গেলে সে দেখার জন্য জামাই ফরহাদের বাড়ীতে যায় এবং গত ২১ সেপ্টেম্বর রাত্রি অনুমান ১০ টায় খাওয়া দাওয়া শেষে আসামী ফরহাদের পাশের ঘরে ঘুমিয়ে পড়ে ঐ রাত ৩ টায় ফরহাদ তার শাশুড়ীর ঘরে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাতদিলে সে তার মেয়েকে ডাকদেয়ার চেষ্টা করলে ফরহাদ তার শাশুড়ীর মুখ চেপেধরে মেড়ে ফেলার ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ভিকটিম ভয়ে ও লজ্জায় বিষয়টি কাওকে জানায়নি।
২২ সেপ্টেম্বর বিকেল অনুমান ৪ টার দিকে ভিকটিম শারিরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহন করে। পরবর্তিতে সে ভিকটিম বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন।
একটি মন্তব্য পোস্ট করুন