স্টাফ রিপোটার, নওগাঁ : মানুষের কষ্ট প্রশমিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিবারাত্রি কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁ সরকারি কলেজ চত্বরে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন যেখানে জাতীসংঘ বলছে দেশে দুর্ভিক্ষ হতে পারে, বিশ্বব্যাংক বলছে দেশে দুর্ভিক্ষ হতে পারে, বিশ্ব খাদ্য সংস্থা বলছে দেশে দুর্ভিক্ষ হতে পারে এবং সেই আলামত বিভিন্ন দেশে দেখা দিয়েছে, সেখানে বাংলাদেশ এখনো নিজের মাথা উঁচু করে আছে।
খাদ্যমন্ত্রী আরও বলেন, মানুষের কষ্ট হচ্ছে মানুষের আয়ের সাথে বাজারের জিনিসপত্রের দাম বেশি মানুষের সেই কষ্টকে প্রশমিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছে।
তিনি বলেন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে হবে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ না হয় বিশ্বে যেন দুর্ভিক্ষ না হয় আমরা যেন এক ইঞ্চি ও মাটি ফেলে না রাখি আমরা যেন খাদ্যে সাশ্রয় হই।
ক্রীড়া ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ রাশিদুল হকসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে খাদ্য মন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্যকে কলেজ চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন